• নাপিতিনী বলে শুনগো সই
    নাপিতিনী বলে শুনগো সই । আনাথিনী লোকের বেতন কই।। কহ তুমি যেয়ে রাইএর আছে।। যদি কহে তবে নিকটে যাই। যে ধন দেন তা সাক্ষাতে পাই।। শুনি সখি কহে রাইএর কাছে। নাপিতিনী বসি আছয়ে নাছে।। রাই কহে তবে আনহ তায়। কতেক বেতন আমায় চায়।। সখী যাই তবে ডাকযে ”আইস। আসিয়া রাইএর নিকটে বৈস।।” আসি নাপিতিনী কহয়ে […] keyboard_arrow_right
  • নামিয়া আসিয়া বসিল আসিয়া
    নামিয়া আসিয়া বসিল আসিয়া কহয়ে বেতন দায়। বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। সই বাজিকর নিবে কি । যত কিছু দিয়ে কিছুই না নিয়ে বলে ”মোর যোগ্য কি।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ-সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।। সুন্দরী গণে বুঝিল মনে ইহার গ্রাহক তুমি। […] keyboard_arrow_right
  • বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
    বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী আইলেন ভানুর মহলে। খুলি হাঁড়ী ঢাকুনি বাহির করে সাপিনী তুলিয়া লইল এক গলে।। বিষহরি বলি দেয় কর। শুনিয়া যতেক বালা দেখিতে আইল খেলা খেলাইছে মাল পুরন্দর।। সাপিনীরে দেয় থাবা নাগিনী যে হয় কোপা দম্ভ করি উঠে ধরি ফণা। অঙ্গুলি মুড়িয়া যায় নাগিনী ফিরিয়া চায়। ছুঁয়ে যায় বাদীয়ার দাপনা।। […] keyboard_arrow_right
  • ভৌঁহ লতা বড় দেখিঅ কঠোর
    ভৌঁহ লতা বড় দেখিঅ কঠোর। অঞ্জনে আঁজি হসি গুন জোর।। সায়ক তীখ কটাখ অতি চোখ। ব্যাধ মদন বধই বড় দোখ।। সুন্দরি সুনহ বচন মন লাএ। মদন হাথ মোহি লেহ ছড়াএ।। সহএ কে পার কাম পরহার। কত অভিভব হো কী পরকার।। এহি জগ তিনিহু বিমল জস লেহ। কুচজুগ সম্‌ভু সরন মোহি দেহ।। keyboard_arrow_right
  • মথুরা পুরেতে ধাম কপটে বলয়ে শ্যাম
    ”মথুরা পুরেতে ধাম” কপটে বলয়ে শ্যাম ”আইলাম এই বৃন্দাবনে। মনে মনে বাঞ্ছা এই সকল তোমারে কই শুন শুন বলি তোমা স্থানে।। দেবী আরধনা করি ভিক্ষার লাগিয়া ফিরি আর করি তীর্থেতে ভ্রমণ। হই আমি তীর্থবাসী সদাই আনন্দে ভাসি এই সত্য বলিহে বচন।। জিজ্ঞাসা করিলা যেই তাহাতে তোমারে কই ব্রজমাঝে রব কিছু কাল।” ইহা বলি দেয়াশিনী চলে […] keyboard_arrow_right
  • যাইতে জলে কদম্ব তলে
    যাইতে জলে কদম্ব তলে ছলিতে গোপের নারী। কালিয়া বরণ হিরণ পিঁধন বাঁকিয়া রহিল ঠারি ।। মোহন মুরলী হাতে। যে পথে যাইবে গোপের বালা দাঁড়াইল সেই পথে।। ”যাও আন বাটে গেলে এ ঘাটে বড়ই বাধিবে লেঠা।” সখী কহে ”নিতি এই পথে যাই আজি ঠেকাইবে কেটা।।” হয় বলাবলি করে ঠেলাঠেলি হৈল অরাজক পীরা। চণ্ডীদাস কহে কালীয়ানাগর ছি […] keyboard_arrow_right
  • শুনিয়া মালার কথা রসিক সুজন
    শুনিয়া মালার কথা রসিক সুজন । গ্রহবিপ্র বেশে যান ভানুর ভুবন ।। পাঁজী লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে । উপনীত রাই পাশে ভানুরাজপুরে।। বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে । শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।। বিপ্র কহে ঘর মোর হস্তিনানগর। বিদেশে বেড়ায়ে খাই শুনহ উত্তর ।। প্রশ্ন দেখাবার তরে যে ডাকে কআমারে। তাহার বাড়ীতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ