• কত দিন রহব কপোল কর লায়
    কত দিন রহব কপোল কর লায়। রবিক অছইত কমলিনি কুম্ভিলায়।। কহব নিঅ উগুতি জুগুতি পরচারি। অব ন জিবতি ধনি তোহরি পিয়ারি।। অভরন ভূখন হলু ছিড়িআয়। কনক লতা সন ফুল ঝড়ি জায়।। বসন উঘরি হেরল ভরি দীঠি। গারি নড়াওল কুসুমক সীঠি।। ভনহি বিদ্যাপতি সুনু ব্রজ নারি। ধৈরজ ধএ রহ মিলত মুরারি।। keyboard_arrow_right
  • কত ন জীবন সঙ্কট পরএ
    কত ন জীবন সঙ্কট পরএ কত ন মীলএ নিধী। উত্তিম তৈঅও সতা ন ছাড়এ ভল মন্দ কর বিধী।। সাজনি গএ বুঝাবহ কাহ্নূ। উচিত বোলইত জে হোঅ সেহে দৈন ভাখহ জনূ।। জৈসনি সম্পতি তৈসনি আসতি পুরুব অইসন ছলা। প্রান মন বেবি জদি প্রান জে রাখীঅ তা তেঁ মরন ভলা।। keyboard_arrow_right
  • কমল শুখায়ল ভমর নই আব
    কমল শুখায়ল ভমর নই আব। পথিক পিয়াসল পানি ন পাব।। দিন দিন সরোবর হোই অগারি। অবহু নই বরিষই মহী ভর বারি।। যদি তোহেঁ বরিষব সময় উপেখি। কী ফল পাওব দিবস দিপ লেখি।। ভনই বিদ্যাপতি অসময় বানী। মুরুছল জীবয় চুরু এক পানী।। keyboard_arrow_right
  • করওঁ বিনতি জত জত মন লাই
    করওঁ বিনতি জত জত মন লাই। পিয়া পরিচব পচতাব কেঁ জাই।। ধন ধইরজ পরিহরি পথ সাচে। করম দোসেঁ কনকেও ভেল কাচে।। নিঠুর বালম্ভু সোঁ লাওল সিনেহে। ন পুরল মনোরথ ন ছাড় সন্দেহে।। সুপুরুস ভানে মান ধন গেল। দিন দিন মলিন মনোরথ ভেল।। জদি দূসন গুন পহু ন বিচার। বড় ভএ পসরও পিসুন পসার।। পরিজন চিত […] keyboard_arrow_right
  • করঞো বিনয় জত জত মন লাই
    করঞো বিনয় জত জত মন লাই। পিয়া পরিঠব পচতাবকে জাই।। ধন ধইরজ পরিহরি পথ সাচে। করম দোসে কনকেও ভেল কাচে।। নিঠুর বালম্ভু সঞো লাওল সিনেহে। ন পুর মনোরথ ন ছাড়ূ সন্দেহে।। সুপুরুখ ভানে মান ধন গেল। হৃদয় মলিন মনোরথ ভেল।। জদি দূসন গুন পহু ন বিচার। বড় ভএ পসরও পিসুন পসার।। পরিজন চিত নহি হিত […] keyboard_arrow_right
  • কহিও তাহার ঠাঁই যেতে অবসর নাই
    কহিও তাহার ঠাঁই যেতে অবসর নাই অফুরাণ হল গৃহ কাজে। শাশ্বড়ী সদাই ডাকে ননদী প্রহরী থাকে তাহার অধিক দ্বিজরাজে।। স্বজনি কোপ করেন দুরন্ত। গৃহকর্ম্ম করি ছলে বিপিনে যাইবার বেলে আকাশে প্রকাশ ভেল চন্দ্র।। যে কুলে বিচ্ছেদভয় একুলে নহিলে নয় সুসারিতে নিশি গেল আধা।। আসিয়া মদন সখা হেন বেলে দিল দেখা কহ দূতি কি করিবে রাধা।। […] keyboard_arrow_right
  • কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে
    কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে। গমন বিরোধ হৈল পাপ শশধরে।। গুরুজন সম্ভাষিতে গেল আধ রাতি।। যদি চাঁদ ক্ষমা করে আজুকার রাতি।। তবেত পাইব আমি বঁধুর সংহতি।। অমাবস্যা প্রতিপদে চাঁদের মরণ। সে দিনে বঁধুর সনে হইবে মিলন।। চণ্ডীদাস বলে তুমি না ভাবিহ চিতে। সহজে এ কতা বটে কেন পাও ভীতে।। keyboard_arrow_right
  • কানন কোটি কুসুম পরিমল ভমর ভোগএ জান
    কানন কোটি কুসুম পরিমল ভমর ভোগএ জান। সহস গোপী মধু মধু মুখমধুপ কেপএ কাহ্ন।। চম্পক চিহ্নি ভমর ন ভাবএ মোসঞো কাহ্নক কোপ। আন্তরকার গমার, মধুকর গমনে, গোবিন্দ গোপ।। সাজনি অবহু কাহ্ন বুঝাঞো । বিরহি বধ বেআধি পচসর জানি ন জম জুডাও।। কঞোন কুলবহু বানহো অনঙ্গ জাবে সে বালভু ধাম।। ভণই বিদ্যাপতীত্যাদি keyboard_arrow_right
  • কানন ভমি ভমি কুহুক ময়ূর
    কানন ভমি ভমি কুহুক ময়ূর। কট ভেল নিয়র কন্ত বড় দূর।। কতি দূর মধুপুর কহ সখি জানি। জঁহা বস মাধব সারঙ্গপানি।। সুনি অপঝম্প কাঁপ মোর দেহ। গরএ গরল বিস সুমিরি সিনেহ।। ভনই বিদ্যাপতি সুন বর নারি। ধৈরজ ধএ রহ মিলত মুরারি।। keyboard_arrow_right
  • কাহু দিস কাহল কোকিল রাবে
    কাহু দিস কাহল কোকিল রাবে। মাতল মধুকর দহদিস ধাবে।। কেও নহি বুঝএ ধএল ধন আনে। ভমি ভমি লুলএ মানিনি জন মানে।। কি কহিবো অগে সখি অপন বিভালা। বিনু কারনে মনমথে করু ধালা।। কিসলয় সোভিত নব নব চূতে। ন ধজকা ধোরলি দেখিঅ বহূতে।। কসি কসি রঙ্গ কুসুম সর দেই। প্রান ন হরএ বিরহ পএ দেই।। দহিন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ