• রয়নি সমাপলি ফুলল সরোজ
    রয়নি সমাপলি ফুলল সরোজ। ভমি ভমি ভমরী ভমরা খোজ।। দীপ মন্দ রুচি অম্বর রাত। জুগুতিহি জানল ভএ গেল পরাত।। অবহু তেজহ পহু মোহি ন সোহাএ। পুনু দরসন হোউ মোহি মদন দোহাএ।। নাগর রাখ নারি মান রঙ্গ। হঠ কএলে পহু হো ভঙ্গ।। তত করিঅ জত ফাবএ চোরি। পরসন রস লএ ন রহিঅ আাগোরি।। keyboard_arrow_right
  • রাই বলে শুন বেদনী বড়াই
    রাই বলে ”শুন বেদনী বড়াই মোর ঘরে গিয়া বল। কানুর চরণে শরণ পশিল মনের মানস ভেল।। ব্রহ্মা আদি দেবে যেই পদ সেবে ধেয়ানে নাহিক পায়। হেনক সম্পদ অলসে পাইল … … … কি করিব কুল সব যাও দূর যাহারে দেখিলে জি। এ সব ছাড়িয়া কি আর … … …কি।। যায় জাতি কুল সেও মোর ভাল […] keyboard_arrow_right
  • রাধা কহে শুন রসিক নাগর
    রাধা কহে শুন রসিক নাগর পিরিতি বিষম বড়ি। পিরিতি করিয়ে মরিয়ে ঝুরিয়ে কেমনে পিরিতি ছাড়ি।। নিশি পোহাইল দিবস হইল মন্দিরে চলিয়া যাও। শাশুড়ী ননদী উঠিয়া বৈঠব তুরিতে তাম্বূল খাও।। চূড়ার বন্ধন এলায়ে পড়েছে বাঁধহ যতন করি। শ্রীমুখমণ্ডল মলিন হয়েছে আহা মরি মরি মরি।। হাসিয়া নাগর মুখে দিয়া কর মুছিতে মুছিতে কানু। অতি প্রিয় তথা পড়েছিল […] keyboard_arrow_right
  • লোচন ধাএ ফেধাএল
    লোচন ধাএ ফেধাএল হরি নহি আএল রে। সিব সিব জিবও ন জাএ আস অরুঝাএল রে।। মন করে তঁহা উড়ি জাইঅ জহাঁ হরি পাইঅ রে। পেম-পরসমনি জানি আনি উর লাইঅ রে।। সপনহু সঙ্গম পাওল রঙ্গ বঢ়াওল রে। সে মোর বিহি বিঘটাওল নিন্দও হেরাএল রে।। ভনই বিদ্যাপতি গাওল ধনি ধইরজ ধর রে। অচিরে মিলত তোহি বালমু পুরত […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই মোর
    “শুন গো বড়াই মোর । আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যাদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর সে ঘর করণে ধরম সরম কাজ। কুল শীল […] keyboard_arrow_right
  • শুন গো স্বজনি সই
    শুন গো স্বজনি সই। কেমনে রহিব কানু না দেখিয়া নিশি দিশি হেদে রোই। হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বাঁশী। হাসিতে ঝরিছে মতিম মাণিক সুধা ঝরে কত রাশি।। হেন মনে করি আঁচল থাপিয়া আঁচলে ভরিয়া রাখি। পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া পাছে লয়ে যায় সখি।। এরূপ লাবণ্য কোথায় রাখিতে মোর পরতীত নাই। হৃদয় বিদারি […] keyboard_arrow_right
  • সপনে আএল সখি মঝু পিঅ পাসে
    সপনে আএল সখি মঝু পিঅ পাসে। তখনুক কি কহব হৃদয় হুলাসে।। ন দেখিঅ ধনুগুন ন দেখু সন্ধানে। চৌদিস পরএ কুসুম সর বানে।। বঙ্ক বিলোচন বিকসিত থোরা। চাঁদ উগল জনি সমুদ্র হিলোরা।। উঠলি চেহাএ আলিঙ্গন বেরী। রহলি লজাএ সূনি সেজ হেরী।। ভনই বিদ্যাপতি সুনহ সপনে। জত দেখলহ তত পূরতৌহ মনে।। keyboard_arrow_right
  • সপনে দেখল হরি উপজল রঙ্গে
    সপনে দেখল হরি উপজল রঙ্গে। পুলকে পুরল তনু জাগু অনঙ্গে।। বদন মেরাএ অধর রস লেলা। নিসি অবসান কাহ্ন কঁহা গেলা।। কা লাগি নীন্দ ভাঁগলি বিহি মোর। ন ভেলে সুরত সুখ লাগল ভোর।। মালতি পাওল রসিক ভমরা। ভেল বিয়োগ করম দোস মোরা।। নিধনে পাওল ধন অনেক জতনে। আঁচর সয়ঁ খসি পলল রতনে।। keyboard_arrow_right
  • সবে পরিহরি অএলাহু তুঅ পাস
    সবে পরিহরি অএলাহু তুঅ পাস। বিসরি ন হলবে দএ বিসবাস।। অপনে সুচেতন কি কহব গোএ। তইসন করব উপহাস ন হোএ।। এ কন্হা‌ই তোহর বচন অমোল। জাব জীব প্রতিপালব বোল।। ভল জন বচন দুঅও সমতূল। বহুল ন জান এ রতনক মূল।। হমে অবলা তুঅ হৃদয় অগাধ। বড় ভএ খেমিঅ সকল অপরাধ।। ভনই বিদ্যাপতি গোচর গোএ। সুপুরুস […] keyboard_arrow_right
  • সিসির সময় বহি বহল বসন্ত
    সিসির সময় বহি বহল বসন্ত। গরজঁহু ঘর নহি আওল কন্ত।। ও পরদেসিয়া ধন বনিজার।। মোরা হৃদয় ভার ভেল হার।। গুনিজন ভএ পহু ভেলা ভোর। আকুল হৃদয় তজ নহি মোর।। এ সখি এ সখি কি কহবি তোহি। ভলিকই নাথে বিসরল মোহি।। নিজ তন ভমএ কুসুম মকরন্দ। গগন অনল ভএ উগল চন্দ।। ভনই বিদ্যাপতি পুনু পহু আস। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ