• আইস ধনী রাধা তুমি তনু আধা
    ”আইস ধনী রাধা তুমি তনু আধা অনন্ত ভাবিয়া ভাবে। ভব বিরিঞ্চি তারা নিরন্তর যে পদপল্লব লবে।। শুক সনাতন পরম কারণ ও পদপল্লব লবে।। শুক সনাতন পরম কারণ ও পদ আশে।। ব্রজপুরে হেতা হয়ে গুল্ম লতা ইহাতে করিয়ে বাসে।। কেনে তরু লতা হইব দেবতা কিসের কারণে হেন। ও পদ-পঙ্কজ রেণুর লাগিয়া ও হেতু তাহার শুন।। ধেয়ানে […] keyboard_arrow_right
  • আজু দান মোর হইল সফল
    ”আজু দান মোর হইল সফল পাইল তোমার সঙ্গ। বিহি মিলাইল ভাল ঘটাইল বিকি কিনি হল রঙ্গ।। তোমার কারণে দান সিরজিল বসিল কদম্ব তলে। দিনে কত বেরি বুলি ফেরি ফেরি থাকিয়ে কতেক ছলে।। বাঁশীতে সঙ্কেত সদা নাম নিয়ে গোঠেতে গোধন রাখি। তোমার কারণে এ পথে ও পথে সদাই ছলেতে থাকি।।” আদর পিরিতে রাই মন তুষি নাগর […] keyboard_arrow_right
  • আন জন যত বলে
    ”আন জন যত বলে। সে সব সৌরভ এ চূয়া চন্দন করিয়া লইয়াছি হেলে।। তুমি মোর ধনি নয়ন অঞ্জন দুটি সে আঁখির আঁখি। যবে তিল আধু তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে নয়নে নয়নে আঁখির গোচর যবে। তবে কি পরাসে জীবই জীবনে পরাণ না রহে তবে।। তেজি আন পথ গোপত আরোপি সকল তোমার পায়। […] keyboard_arrow_right
  • কাঁচুলির কড়ি দশ লাখ নিব
    ”কাঁচুলির কড়ি দশ লাখ নিব হারের বিংশতি লক্ষ। নয়ানের কোণে আছে কত ধন বঙ্কিম যার কটাক্ষ।। নিতম্ব মণ্ডল সাত লাখ নিব নূপুর সহস্র পর।। * * * অমূল্য রতন যাহার নাহিক ওর।। নীলবাস পর শোভিত সুন্দর ইহা বা কিসের লেখা। দশ লাখ নিব কে তোমা রাখিব পেয়েছি তোমার দেখা।। কিঙ্কিণী নূপুর কোটি লাখ নিব যাহার […] keyboard_arrow_right
  • কালিয়া বরণ ধরিলে যতন
    কালিয়া বরণ ধরিলে যতন মেলহ নয়ান দুটি। পুথলি উপরে ধরহ কালিয়া তার তেন মুছি দুটি।। নোটন বন্ধান কুণ্ডল করিয়া তাহা বা পরেছ রাধে। কালজাদ কাল তাহা কেনে ধনি পরিয়াছ নিজ সাধে।। নয়নে পরিলে কাজল কালি মুছিয়া করহ দূর। হিয়ার কাঁচলি কালিয়া বরণ কেন বা ধরেছ ওর।। ভাঙ ভুজ দুটি উপরে ধরিলে অঙ্গের বসন কাল। নিরবধি […] keyboard_arrow_right
  • তুমি সে যেমন জানিয়ে আমারা
    ”তুমি সে যেমন জানিয়ে আমারা রাখাল হইয়া বনে। গোপের গোধন রাখহ বাগাল বোলহ বালক সনে।। একদিন বনে সুরভি হারায়ে কাঁদিয়া বিকল তুমি । সে সব পাশরি নাহি পড়ে মন সকল জানিয়ে আমি।। একদিন মায়ে পায়ে দড়ি দিয়ে রেখেছিল উদুখলে। কাঁদিয়া বিকল বালক সকল তাহা বা পড়য়ে মনে।। নবনী কারণে বাঁধিয়া যতনে রাখাল নন্দের রাণী। দেখিয়া […] keyboard_arrow_right
  • পশরা নামাও রাধা
    ”পশরা নামাও রাধা। এ নব বয়সে বিকে পাঠাইতে তিলেক নহিল বাধা।। তোর নিজ পতি তার হেন রীতি তোরে পাঠাইল বিকে। কেমনে ধৈরয ধরিয়া আছয়ে সে হেন পাষাণ বুকে।। যাউক তাহার ধনে পড়ু বাজ এ হেন সম্পদ ছাড়ি। তাহার নাহিক মায়া দয়া মোহন সে অতি কঠিন বড়ি।। বৈস বৈস রাধে রসের মোহিনী বসনে করি যে বায়। […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    ”শুন ধনী রাধা রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে।। দেখিতে সুন্দর সোণার বরণ উত্তম সোণার ফুল। রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নহি বাস গন্ধ তার বা ঐছন রীত। নির্গুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত।। তাল ফল যেন […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনী উপমা দিয়াছ
    ”শুন গোয়ালিনী উপমা দিয়াছ কংসের আরতিপনা। ছাওয়াল বেলাতে পুতনা বধিল তার রীত আছে জানা।। কি করিতে পারে তোর কংস রাজা পুতনা বধিল যবে । তারে কি দেখাসি যোগানী বলিয়া তাহারে বধিব করে।।” চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি অমিয়া রসের সার। দুঁহু রসসিন্ধু দানছলা রস অপার মহিমা সার।। keyboard_arrow_right
  • সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি
    ”সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি হেলিয়া পড়েছ যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক ওর মলিন হইল তার পাতা।। বরণ বসন তায় ঘামে ভিজে এক ঠায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা বাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ তুমি শীতল চামর দিয়ে বা। শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ