• কণ্টক মাঝ কুসুম পরগাস
    কণ্টক মাঝ কুসুম পরগাস। ভমর বিকল নহি পাবএ বাস।। ভমরা ভেল ঘূরএ সব ঠাম। তোহ বিনু মালতি নহি বিসরাম।। রসমতি মালতি পুনু পুনু দেখি। পিবএ চাহ মধু জীব উপেখি।। ও মধুজীবী তোঁহী মধুরাসি। সাঁচি ধরসি মধু মনে ন লজাসি।। অপনেহু মনে গুনি বুঝ অবগাহি। তসু বধ দূসন লাগত কাহি।। ভনই বিদ্যাপতি তৌঁ পয় জীব। অধর […] keyboard_arrow_right
  • কত খন বচন বিলাসে
    কত খন বচন বিলাসে। সুপুরুষ রাখিঅ আসা পাসে।। আবে হমে গেলিহু ফেদাঈ। অথিরক আতর মধথ লজাঈ।। বোলি বিসরলহ রামা। সখি অসবৌলিহে কহ কত ঠামা।। পর বিপতি ন রহ রঙ্গে। কুসুমিত কানন মধুকর সঙ্গে।। সময় খেপসি কতি ভাঁতী। বড়ি ছোটি ভেলি মধুমাসক রাতী।। keyboard_arrow_right
  • কূপক পানি অধিক হোঅ কাটি
    কূপক পানি অধিক হোঅ কাটি। নাগর গুনে নগারি রতি বাটি।। কোকিল কানন আনিঅ সার। বর্ষা দাদুর করএ বিহার।। অহনিসি সাজনি পরিহর রোস। তঞে নহি জানসি তোরে দোস।। ছবও বারহ মাসক মেলি। নাগর চাহএ রঙ্গহি কেলি।। তে পরি তকর করও পরিণাম। কু বসু বোল জনু হোএ বিরাম।। মোরে বোলে দূর কর রোস। হৃদয় ফুজী কর হরি […] keyboard_arrow_right
  • গগন মডল দুহুক ভূখন
    গগন মডল দুহুক ভূখন একসর উগ চন্দা। গএ চকোরী অমিঅ পীবএ কুমুদিনি সানন্দা।। মালতি কাঁইএ করিঅ রোস। একল ভমর বহুত কুসুম কমন তাহেরি দোস।। জাতকি কেতকি নবি পদুমিনি সব সম অনুরাগ। তাহি অবসর তোহি ন বিসর এহে তোর বড় ভাগ।। অভিনব রস রভস পওলে কমন রহ বিবেক। ভন বিদ্যাপতি পহর হিত কর তৈসন হরি পএ […] keyboard_arrow_right
  • চরণ নূপুর উপর সারী
    চরণ নূপুর উপর সারী। মুখর মেখল করে নিবারী।। অম্বরে সামর দেহ ঝপাঈ। চলহি তিমিরপথ সমাঈ।। কুমুদ কুসুম রভস বসী। অবহি উগত কুগত সসী।। আএল চাহিঅ সুমুখি তোরা। পিসুন লোচন ভম চকোরা।। অলক তিলক ন কর রাধে। অঙ্গে বিলেপন করহি বাধে। তয়ঁ অনুরাগিনি ও অনুরাগী। দূসন লাগত ভূসন লাগী।। ভনে বিদ্যাপতি সরস কবি। নৃপতিকুলসরোরূহ রবি।। keyboard_arrow_right
  • জহি খনে নিঅর গমন হোঅ মোর
    জহি খনে নিঅর গমন হোঅ মোর। তহি খনে কাহ্নু, কুসল পুছ তোর।। মন দএ বুঝল তোহর অনুরাগ। পুনফলে গুনমতি পিআ মন জাগ।। পুনু পুছ পুনু পুছ মোর মুখ হেরি। কহিলিও কহিনী কহবি কত বেরি।। আন বেরি অবসর চাল আন। অপনে রভসে কর কহিনী কান।। লুবুধল ভমরা কি দেব উপাম। বাধলা হরিন ন ছাড়এ ঠাম।। keyboard_arrow_right
  • জহিআ কাহ্ন দেল তোহে আনি
    জহিআ কাহ্ন দেল তোহে আনি। মনে পাওল ভেল চৌগুন বানি।। আবে দিনে দিনে পেম ভেল থোল। কএ অপরাধ বোলব কত বোল।। অবে তোহি সুন্দরি মনে নহি লাজ। হাথক কাকন অরসী কাজ।। পুরুসক চঞ্চল সহজ সভাব। কএ মধুপান দহও দিস ধাব।। একহি বেরি তঞে দূর কর আস। কূপ ন আবএ পথিকক পাস।। গেলে মান অধিক হোঅ […] keyboard_arrow_right
  • নন্দক নন্দন কদম্বেরি তরু তলে
    নন্দক নন্দন কদম্বেরি তরু তলে ধিরে ধিরে মুরলি বোলাব। সময় সঙ্কেত নিকেতন বইসল বেরি বেরি বোলি পঠাব।। সামরী তোরা লাগি অনুখনে বিকল মুরারি।। জমুনাক তির উপবন উদবেগল ফিরি ফিরি ততহি নিহারি। গোরস বিকে নিকে অবইতে জাইতে জন জন পুছ বনবারি।। তোঁহে মতিমান সুমতি মধুসূদন বচন সুনহ কিছু মোরা। ভনই বিদ্যাপতি সুন বরজৌবতি বন্দহ নন্দকিসোরা। keyboard_arrow_right
  • সরুপ কথা কামিনি সুনু
    সরুপ কথা কামিনি সুনু । পরহি আগে কহহ জনু।। তোঁহ অতি নিঠুরি ও অনুরাগী। সগরি নিসি গমাবএ জাগী।। এ রে রাধে জানি ন জান। তোরি বিরহে বিমুখ কাহ্ন।। তোরী এ চিন্তা তোরিএ নাম। তোরি কহিনী কহএ সব ঠাম।। অরু কী কহব সিনেহ তোর। সুমরি সুমরি নয়ন নোর।। নিতে সে আবএ নিতে সে জাএ। হেরইত হসইত […] keyboard_arrow_right
  • সুখে ন সুতলি কুসুম সয়ন
    সুখে ন সুতলি কুসুম সয়ন নয়নে মুঞ্চসি বারি। তহাঁ কী করব পুরুখ ভূসন জহাঁ অসহনি নারি।। রাহী হটে ন তোলিঅ নেহ কাহ্ন সরীর দিনে দিনে দূবর তোরাহু জীব সন্দেহ।। পরক বচন হিত ন মানসি বুঝসি ন সুরত তন্ত। মনে তঞো জঞো মৌন করিঅ চোরি আনএ কান্ত।। কিছু কিছু পিয় আসা দিহহ অতি ন করব কোপ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ