• তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • পীন পয়োধর দূবরি গতা
    পীন পয়োধর দূবরি গতা। মেরু উপজল কনক-লতা।। এ কাহ্নু এ কাহ্নু তোরি দোহাই। অতি অপূরুব দেখলি সাই।। মুখ মনোহর অধর রঙ্গে। ফুললি মধুরী কমল সঙ্গে।। লোচন-জুগল ভৃঙ্গ অকারে। মধুক মাতল উড়এ ন পারে।। ভঁউহেরি কথা পূছহ জনূ। মদন জোড়ল কাজর-ধনূ।। ভন বিদ্যাপতি দূতি বচনে। এত সুনি কাহ্নু করত গমনে।। ক্ষণদা গীতচিন্তামণির পাঠ – এ কানু […] keyboard_arrow_right
  • ভৌঁহ ভাঙ্গি লোচন ভেল আড়
    ভৌঁহ ভাঙ্গি লোচন ভেল আড়। তৈঅও ন সৈসব সীমা ছাড়।। আবে হসি হৃদয় চীর লএ থোএ। কুচ কঞ্চন অঙ্কুরএ গোএ।। হেরি হল মাধব কএ অবধান।। জৌবন-পরসে সুমুখি আবে আন।। সখি পুছইত আবে দরসএ লাজ। সীঁচি সুধাও অধ বোলিঅ বাজ।। এত দিন সৈসবে লাওল সাঠ। আবে সবে মদনে পঢ়াউলি পাঠ।। keyboard_arrow_right
  • মাধব কি কহব সুন্দরি রূপে
    মাধব কি কহব সুন্দরি রূপে। কতেক জতন বিহি আনি সমারল দেখলি নয়ন সরূপে।। পল্লবরাজ চরণ-জুগ সোভিত গতি গজরাজক ভানে। কনক-কদলি পর সিংহ সমারল তাপর মেরু সমানে।। মেরু উপর দুই কমল ফুলায়ল নালা বিনা রুচি পাঈ। মনিময় হার ধার বহ সুরসরি তৈঁ নহি কমল সুখাঈ।। অধর বিম্ব সন দসন দাড়িম-বিজু রবি সসি উগথিক পাসে। রাহু দূরি […] keyboard_arrow_right
  • লাবণ্য জল তোর সিহাল কুন্তল
    লাবণ্য জল তোর সিহাল  কুন্তল। বদন কমল শোভে আলক ভষল।। নেত্র উতপল তোর নাসা ণাল দণ্ড। গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড।। সুন্দরি রাধা ল  সরোঅরময়ী। দুসহ  বিরহজরে  জরিলা  কাহ্নাঞি।।ধ্রু।। হাস কুমুদ তোর দশন কেশর। ফুটিল  বন্ধুলী ফুল বেকত আধর।। বাহু তোর মৃণাল কর রাতা উতপল। অপুরুব কুচ  চক্রবাক যুগল।। ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে। কনকরচিত  […] keyboard_arrow_right
  • লোলুঅ বদন-সিরী অছি ধনি তোরি
    লোলুঅ বদন-সিরী অছি ধনি তোরি। জনু লাগিহ তোহি চাঁদক চোরি।। দরসি হলহ জনু হেরহ কাহু। চাঁদ-ভরম মুখ গরসত রাহু।। ধবল নয়ন তোর কাজরে কার। তীখ তরল তঁহি কটাখ ধার।। নিরবি নিহারি ফাস গুন জোলি। বাঁধি হলব তোহি খঞ্জন বোলি।। সাগর-সার চোরাওল চন্দ। তা লাগি রাহু করএ বড় দন্দ।। ভনই বিদ্যাপতি হোউ নিসঙ্ক। চাঁদহু কী কিছু […] keyboard_arrow_right
  • সাঁঝক বেরি উগল নব সসধর
    সাঁঝক বেরি উগল নব সসধর ভরমে বিদিত সবিতাহু। কুণ্ডল চক্র তরাসে নুকাএল দূর ভেল হেরথি রাহু।। জনু বইসসি রে বদন হাথ চলাই। তুঅ মুখ চঙ্গিম অধিক চপল ভেল কতি খন ধরব লুকাঈ।। রক্তোপল জনি কমল বইসাওল নীল নলিনি দল তহু। তিলক কুসুম তহু মাঝু দেখিকহু ভমর আবথি লহু লহু।। পানি-পলব-গত অধর বিম্ব-রত দসন দাড়িম বিজ […] keyboard_arrow_right
  • সুধামুখি কো বিহি নিরমিল বালা
    সুধামুখি কো বিহি নিরমিল বালা। অপরূপ রূপ মনোভবমঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা।। সুন্দর বদন চারু অরু লোচন কাজরে রঞ্জিত ভেলা। কনয় কমল মাঝে কাল ভুজঙ্গিনি শ্রীযুত খঞ্জন খেলা।। নাভিবিবর সঞে লোমলতাবলি ভুজগি নিসাস পিয়াসা। নাসা খগপতিচঞ্চু ভরম ভয়ে কুচগিরি সান্ধি নিবাসা।। তিন বানে মদন জিতল তিন ভুবনে অবধি রহল দউ বানে। বিধি বড় দারুন বধিতে রসিক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ