• কহিছে বড়াই “শুন ধনী রাই
    কহিছে বড়াই “শুন ধনী রাই বেলা সে উচর হল। তোলহ পশরা অতি রবি খরা তুরিত করিয়া চল।। গৃহপতি তারা অতি সে মুখরা গঞ্জিব কতেক গালি।” শুনি উঠে তাপ বিষম সন্তাপ গমন তুরিতে ভালি।। লোক চরচাতে হেন মনে করে সকল বুড়ির দোষ। আমি না আইলে কেবা লয়ে যায় কাহারে করিব রোষ।। রাধা বলে তায় ”কিবা আছে […] keyboard_arrow_right
  • প্রেমে ঢল ঢল নয়ন কমল
    প্রেমে ঢল ঢল নয়ন কমল প্রেমময়ী ধনী রাই। শ্যামচাঁদ মালা জপিতে জপিতে আনন্দে চলিয়া যাই।। রাই বলে শুন ”রসিয়া বড়াই কত দূর মধুপুর। নয়ান ভরিয়া তাকে দেখি গিয়া তবে মনোরথ পূর।।” হাসিয়া বড়াই কহিছে দড়াই ”ও পারে দানের কাজ। তোমার কারণে বলে আন ছলে আছয়ে রসিকরাজ ।।” ক্ষণে বলে রাধা ক্ষণে করে বাধা ”তা সনে […] keyboard_arrow_right
  • রাই বলে শুন হেদেগো বেদনি
    রাই বলে শুন হেদেগো বেদনি ঘাটের জানহ পথ। বড়াইরে রাধা কহে এক কথা ”বড় দেখি অনুরথ।। আর কত দূর আছে মধুপুর কহনা বেদনী বুড়ি। সহজে আগল পথ নাহি চলে চলিয়া যাইতে নারি।। কানু পরসঙ্গ অলপ ইঙ্গিতে সুধাই যতন করি। কহিতে কহিতে হইল মোহিত কহ কহ আগো বুড়ি।। কহিছে বড়াই আপনি ডরাই মাঝেতে যমুনা এ। ও […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই হেথা
    শুন গো বড়াই হেথা। কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ কথা।। কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেতে বসি। বড়াই কহিছে এখনি জানিবে সঙ্গে আছে তার বাঁশী।। বাঁশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা। ”তাসনে কিসের পরিচয় মোর কি আর করহ বাধা”।। ”সে জন চাতুরী তাহার মাধুরী তার নাম কালা কানু।। […] keyboard_arrow_right
  • সব গোপীগণ আহীর রমণী
    সব গোপীগণ আহীর রমণী পশরা তুলিয়া মাথে। মাঝে সুনাগরী প্রেমের আগরি আনন্দে চলিল পথে।। হাসি রসখানি রাই বিনোদিনী বড়াই পানেতে চায়। “আর কত দূর গোকুল নগর” ক্ষণেক সুধায় তায়।। বড়াই কহিছে “আগে সে যমুনা ও পারে সবার ঘর। বড় দেখি রাধা সব দেখি বাধা যমূনা বাড়ল জল।। কেমনে সকলে পার হৈয়া যাব ইহার উপায় বল। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ