• অঙ্গ পুলকিত মরম সহিত
    অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে। বুঝি অনুমানি কালা রূপ খানি তোমারে করিয়া ভোরে।। দেখি নানা দশা অঙ্গ যে বিবশা না হত এমন ভারে। সে বর নাগর গুণের সাগর কিবা না করিতে পারে।। শুন শুন রাই কহি তব ঠাঁই ভাল না দেখি যে তোরে। সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুলপুরে।। ইহাতে এখন দেখি […] keyboard_arrow_right
  • আগো রাধার কি হলো অন্তরে ব্যথা
    আগো রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকই একলে না শুনে কাহার কথা ।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়নের তারা । বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেন যোগিনীর পারা ।। এলাইয়া বেণী খুলয়ে গাঁথনি দেখয়ে আপন চুলি । হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি ।। এক দিঠ করি ময়ূর […] keyboard_arrow_right
  • কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কাণে। অমৃত ছিনিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে মনে।। সখি রে, নিশ্চয় কহিয়া কহি তোরে। হাহা কুলাঙ্গনাগণ গ্রহিবারে ধৈর্য্যগণ যাহে হেন দশা হৈল মোরে।। শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলীধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলে তুমি বিমোহনে রহ নিজে […] keyboard_arrow_right
  • কালিয়া বরণ হিরণ পিন্ধন
    কালিয়া বরণ হিরণ পিন্ধন যখন পড়য়ে মনে। মুরছি পড়িয়া কাঁপয়ে ধরিয়া সব সখী জনে জনে।। কেহ বলে মাই ওঝারে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভৃতা। কাঁপি কাঁপি উঠে কহিলে না টুটে সে যে বৃকভানুসূতা।। রক্ষা-মন্ত্র পড়ে নিজ চুলে ঝাড়ে কেহ বা কহয়ে ছলে। ”নিশ্চর কহি যে আনি দাও এবে কালার গলার ফুলে।। পাইলে সে ফুল চেতন পাইয়া […] keyboard_arrow_right
  • ঘরের বাহিরে দণ্ডে শতবার
    (সখীর উক্তি) ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব কাননে চায়।। রাই এমন কেন বা হইল। গুরু দুরুজন ভয় না মানিল কোথা কি দেবতা পাইল।। সদাই চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাহি করে। বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসিয়ে পড়ে।। রাজার ঝিয়ারি বয়সে কিশোরী তাহে কুলবতী বালা। কিবা অভিলাষ […] keyboard_arrow_right
  • জলদবরণ কানু দলিত অঞ্জন তনু
    জলদবরণ কানু দলিত অঞ্জন তনু উদইছে শুধু সুধাময়। নয়ন চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, দেখিনু শ্যামের রূপ যাইতে জলে। ভালে সে গোকুলনারী হইয়াছে পাগলী সকল লোকেতে বলে।। কিবা সে চাহনি ভূবনভুলনী শোভিত গলের মাল। মধুর লোভে ভ্রমরা বুলে বেড়িয়া তহি রসাল।। দুইটী লোচন মদনের বাণ দেখিতে পরাণ হানে। পশিয়া মরমে […] keyboard_arrow_right
  • না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
    না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে চিকণকালা করিয়াছে থানা। নবজলধর রূপ মুনির মন মোহে গো, তেঁই জলে যেতে করি মানা।। ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি চাঁদ জিতি মলয়জ ভালে। ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা শোভা করে শ্যাম-চাঁদের গলে।। নয়ান কটাক্ষ ছাঁদে হিয়ার ভিতরে হানে আর তাহে মুরলীর তান। শুনিয়া মুরলীর গান ধৈরজ না ধরে […] keyboard_arrow_right
  • বরণ দেখিনু শ্যাম জিনিয়া ত কোটী কাম
    বরণ দেখিনু শ্যাম জিনিয়া ত কোটী কাম বদন জিতল কোটী শশী। ভাঙ ধনু ভঙ্গী ঠাম নয়ানকোণে পূরে বাণ হাসিতে খসয়ে সুধারাশি ।। সই, এমন সুন্দর বর কান। হেরি সে মূরতি সতী ছাড়ে নিজপতি তেয়াগিয়া লাজ ভয় মান।। এ বড় কারিকরে কুঁদিলে তাহারে প্রতি অঙ্গে মদনের শরে । যুবতী ধরম ধৈর্য্য ভুজঙ্গম দমন করিবার তরে।। অতি […] keyboard_arrow_right
  • যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া
    যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যামরূপ খানি।। নিজ করোপর রাখিয়া কপোল মহাযোগিনীর পারা। ও দুটি নয়ানে বহিছে সঘনে শ্রাবণ মেঘেরি ধারা।। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। সে দশা দেখিয়া বেথিত হইয়া তুলিয়া লইলা করে।। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। ”আজু কেন ধনি […] keyboard_arrow_right
  • যাইতে দেখিল শ্যামে কি করিবে কোটী কামে
    যাইতে দেখিল শ্যামে কি করিবে কোটী কামে ভাঙ ভঙ্গিম সুঠাম। চাঁদ বদনে চাহে যাহা পানে সে ছাড়ে কুল অভিমান।। সই এমন সুন্দর কান। হেরি কুলবতী ছাড়ে নিজ পতি তেজি লাজ ভয় মান।। অতি সে শোভিত বক্ষঃ বিস্তারিত দেখি যে দর্পণাকার। তাহার উপরে মাল শোভিয়াছে ভাল উপজে মদন-বিকার।। নাভির উপরে জনু তমাল জিনিয়া তনু দলিত অঞ্জন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ