• কানুর বচন শুনি গোপীগণ
    কানুর বচন শুনি গোপীগণ কহিতে লাগিলা তায়। ”কে জানে কিসের দানের বিচার মোর মনে নাহি তায়।। এই পথে মোরা করি আনাগোনা কে জানে দানের কথা। আচম্বিতে শুনি দানের বিচার কেবা কড়ি দিবে হেথা।। রাজকর মোরা গোকুলে দিয়াছি মো সবার পতি জনা। কখন এ পথে তরুণী যাইতে কেহ নাহি করে মানা।।” তাহে কহে বাণী ”শুন বিনোদিনী […] keyboard_arrow_right
  • কুসুমে রচল সেজ মলয়জ পঙ্কজ
    কুসুমে রচল সেজ মলয়জ পঙ্কজ পেয়সি সুমুখি সমাজে।। কত মধু মাস বিলাসে গমাওল অব পর কহইতে লাজে।। সখি হে দিন জনু কাহু অবগাহে। সুরতরু তর সুখে জনম গমাওল ধুথুরা তর নিরবাহে।। দখিন পবন সউরভ উপভোগল পিউল অমিয় রস সারে। কোকিল কলরব উপবন পূরল তহ্নি কত কয়ল বিকারে।। পাতহি সঞো ফুল ভমরে অগোরল তরুতর লেলহ্নি বাসে। […] keyboard_arrow_right
  • চানন ভেল বিসম সর রে
    চানন ভেল বিসম সর রে ভূসন ভেল ভারী। সপনহুঁ নহি হরি আএল রে গোকুল গিরধারী।। একসর ঠাড়ি কদম-তর রে পথ হেরথি মুরারী। হরি বিনু দেহ দগধ ভেল রে ঝামরু ভেল সারী।। জাহ জাহ তোঁহে উধব হে তোঁহে মধুপুর জাহে। চন্দ্রবদনি নহিঁ জীউতি রে বধ লাগত কাহে।। ভনহিঁ বিদ্যাপতি তন মন দে সুনু গুনমতি নারী। আজু […] keyboard_arrow_right
  • জা লাগি চাঁদন বিখ তহ ভেল
    জা লাগি চাঁদন বিখ তহ ভেল চাঁদ অনল জা লাগি রে। জা লাগি দখিন পবন ভেল সায়ক মদন বৈরি জা লাগি রে।। কে কাহ্নু কতে দিনে পাহুন হসি ন নিহারসি তাহি রে। হৃদয়ক হার হঠে টারহ জনু পেম সুধা অবগাহি রে।। রোঅইতে নোরে আতু্র ভেল লোচন রয়নি জাম জুগে গেল রে। ফূজল চিকুর চীর নহি […] keyboard_arrow_right
  • ডরে ন হেরএ ইন্দু
    ডরে ন হেরএ ইন্দু …বিন্দু মলআনিল বোল আগী, তুঅ গুণ কহি কহি মুরঝি পলএ মহি রয়নি গমাবএ জাগী। সুন্দরি কি কহব আবক সিনেহা তুঅ দরসনে বিনু অনুখন খিন তসু অবে তসু জিবন সন্দেহা।। নোরে নঅন ভরি তুঅ পথ হেরি হেরি অনুখন রোঅএ কহ্নাই। তোহরি বচন লএ ধাএল আস দএ অবে ন বচন পতিআই। ভনই বিদ্যাপতি […] keyboard_arrow_right
  • না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
    না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে চিকণকালা করিয়াছে থানা। নবজলধর রূপ মুনির মন মোহে গো, তেঁই জলে যেতে করি মানা।। ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি চাঁদ জিতি মলয়জ ভালে। ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা শোভা করে শ্যাম-চাঁদের গলে।। নয়ান কটাক্ষ ছাঁদে হিয়ার ভিতরে হানে আর তাহে মুরলীর তান। শুনিয়া মুরলীর গান ধৈরজ না ধরে […] keyboard_arrow_right
  • পিয় বিরহিনি অতি মলিনি
    পিয় বিরহিনি অতি মলিনি বিলাসিনি কোনে পরি জীউতি রে। অবধি ন উপগত মাধব অব বিস পিউতি রে।। আতপচর বিধু রবিকর।। চরন কি পরসহ ভীমারে। দিন দিন অবসন দেহ। সিনেহক সীমারে।। পহর পহর জুগ জামিনী জামিনী জগইতে রে। মূরছি পরএ মহি মাঁঝ সাঁঝ সসী উগইতে রে।। বিদ্যাপতি কহ সবতঁহ জান মনোভব রে। কেও জনু অনুভব জগজন […] keyboard_arrow_right
  • বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
    বেরাইতে রাধা নাহি পড়ে বাধা পশরা লইতে মাথে। তবে কি এ পথে পশরা লইয়া আসিথু বড়াই সাথে।। সব গোপীগণ বিরস বদন কহিছে কানুর কাছে। ”বিকি গেল বয়ে বেলা সে উচর অনুরথ হয় পাছে।। অবলা দেখিয়া পথের মাঝারে এত পরমাদ কর। তোমার চরিত বুঝিতে না পারি কুবুদ্ধি ছাড়িতে নার”।। রাই বলে ”তুমি গোকুলে বসতি শুনেছি তোমার […] keyboard_arrow_right
  • শুন শুন শুন আমার বচন
    শুন শুন শুন আমার বচন কহিছে মরম সখী। আঁখি আড় কভু না হও তাহার শুনহ কমলমুখি।। রাই বলে বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির । মনের বেদনা বুঝে কোন জন এ বুক মেলয়ে চির।। স্বতন্তর নই গুরু পরিজনা তাহারে আছয়ে ডর। যেন বেড়াজালে সফরি সলিলে তেমতি আমার ঘর।। নহে বা শ্যামের অতি কুতূহলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ