আদরে অধিক কাজ নহি বন্ধ। মাধব বুঝল তোহর অনুবন্ধ।। আসা রাখহ নএন পঠাএ। কত খন কৌসলে কপট নুকাএ।। চল চল মাধব তোহ জে সআন। তাবে বোলিঅ জে উচিত ন জান।। কসিঅ কসৌটী চিহ্নিঅ হেম। প্রকৃতি পরেখিঅ সুপুরুখ পেম।। পরিমলে জানিঅ কমল পরাগ। নয়নে নিবেদিঅ নব অনুরাগ।। ভনই বিদ্যাপতি নয়নক লাজ। আদরে জানিঅ আগিল কাজ।।
keyboard_arrow_right