ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীরে। মধুকরনিকরকরম্বিতকোকিলকূজিতকুঞ্জকুটীরে।। বিহরতি হরিবিহ সরসবসন্তে। নৃত্যতি যুবতিজনেন সমং সখি বিরহিজনস্য দুরন্তে।।ধ্রু।। উন্মদমদনমনোরথপথিকবধূজনজনিতবিলাপে। অলিকুলসঙ্কুলকুসুমসমূহনিরাকুলবকুলকলাপে।। মৃগমদসৌরভরভসবশংবদনবদলমালতমালে। যুবজনহৃদয়বিদারণমনসিজনখরুচিকিংশুকজালে।। মদনমহীপতিকনকদণ্ডরুচিকেশরকুসুমবিকাশে। মিলিতশিলীমুখপাটলিপটলকৃতস্মরতূণবিলাসে।। বিগলিতলজ্জিতজগদবলোকনতরুণকরুণকৃতহাসে। বিরহিনিকৃন্তনকুন্তমুখাকৃতিকেতকিদন্তুরিতাশে।। মাধবিকাপরিমলললিতে নবমালিকয়াতিসুগন্ধৌ। মুনিমনসামপি মোহনকারিণী তরুণাকারণবন্ধৌ।। স্ফুরদতিমুক্তলতাপরিরম্ভণপুলকিতমুকুলিতচূতে। বৃন্দাবনবিপিনে পরিসরপরিগতযমুনাজলপূতে।। শ্রীজয়দেবভণিতমিদমুদয়তি হরিচরণস্মৃতিসারম্। সরসবসন্তসময়বনবর্ণনমনুগতমদনবিকারম্।।
keyboard_arrow_right