সবে অন্ন খায় মাঝে যদুরায় দিছেন সবার মুখে। খাইয়া খাওয়ায় সুখে সুখে তায় তিলেক নাহিক দুখে।। কৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম সুবল যতেক সখা। বসিয়া বালক রাখালমণ্ডল তার কিছু নাহি লেখা।। কেহ বলে “ভাই কানাই বলাই বড়ই দয়াল হয়ে। কোথা হতে অন্ন আনিল নবান্ন সকল বালক খায়ে।। এ বড়ি মহিমা যায় নাহি সীমা এ মহীমণ্ডল মাঝ। […]
keyboard_arrow_right