কণ্টক মাঝ কুসুম পরগাস। ভমর বিকল নহি পাবএ বাস।। ভমরা ভেল ঘূরএ সব ঠাম। তোহ বিনু মালতি নহি বিসরাম।। রসমতি মালতি পুনু পুনু দেখি। পিবএ চাহ মধু জীব উপেখি।। ও মধুজীবী তোঁহী মধুরাসি। সাঁচি ধরসি মধু মনে ন লজাসি।। অপনেহু মনে গুনি বুঝ অবগাহি। তসু বধ দূসন লাগত কাহি।। ভনই বিদ্যাপতি তৌঁ পয় জীব। অধর […]
keyboard_arrow_right