পিয়ার ফুলের বনে পিয়ার ভমরা। পিয়া বিনে মধু না খায় ঘুরি বুলে তারা।। মো যদি জানিতাম পিয়া যাবে রে ছাড়িয়া। পরাণে পরাণ দিযা রাখিতাম বান্ধিয়া।। কোন নিদারুণ বিধি মোর পিয়া নিল। এ ছার পরাণ কেনে অবহুঁ রহিল।। মরম ভিতর মোর রহি গেল দুখ। নিচয়ে মরিব পিয়ার না দেখিয়া মুখ।। এইখানে করিত কেলি রসিয়া নাগররাজ। কে […]
keyboard_arrow_right