খেলত না খেলত লোক দেখি লাজ। হেরত না হেরত সহচরি মাঝ।। সুন সুন মাধব তোহারি দোহাই। বড় অপরূপ আজু পেখলি রাই।। মুখরুচি মনোহর, অধর সুরঙ্গ। ফুটল বান্ধুলি কমলক সঙ্গ।। লোচন জনু থির ভৃঙ্গ আকার। মধু মাতল কিএ উড়ই না পার।। ভাঙক ভঙ্গিম থোরি জনু। কাজরে সাজল মদন ধনু।। ভনই বিদ্যাপতি দোতিক বচনে। বিকসল অঙ্গ না […]
keyboard_arrow_right