তোহর হৃদয় কুলিশ কঠিন, বচন অমিঞ ধার। পহিলহি নহি বুঝএ পারল, কপটকে বেবহার।। জত জত মন ছল মনোরথ বিপরিত সবি ভেল। আখি দেখইতে কুপথ ধসলিহু আরতি গৌরব গেল।। সাজনিঅ হমে কি বোলব আও। আগু গুণি জে পাছু কাজ ন করিঅ পাছে হো পাচতাও।। উত্তিম জন বেবথা ছাড়এ, নিঞ বেথা চুক কৈসে। কএ সে মুহ দেখাবএ […]
keyboard_arrow_right