শিবসিংহ হচ্ছেন বিদ্যাপতির সেই পৃষ্ঠপোষক রাজা, যাঁর আমলে সবচেয়ে বেশী রাধা-কৃষ্ণ বিষয়ক প্রেমের পদ লিখেছেন তিনি। এমনকী অনেকে যেটা বলেন-- যেসব পদগুলি রাধা-কৃষ্ণ বিষয়ক নয়, নিছক শৃঙ্গার -রসাশ্রিত সাধারণ পদ- সেগুলিও শিবসিংহের কালেই বিদ্যাপতি লিখেছেন বলে মনে হয়। বিদ্যাপতির জীবন সম্বন্ধে একটি স্বীকৃত সত্য হল--বিদ্যাপতি অত্যন্ত দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং এই দীর্ঘ জীবনে ওইনিবার বংশের অনেক জন রাজার পৃষ্ঠপোষকতা...
বিশদ...