চম্পক বরণী বয়সে তরুণী হাসিতে অমিয়া ধারা। সুচিত্র বেণী দুলিছে জনি কপিলা চামর পারা।। সখি, যাইতে দেখিনু ঘাটে জগত-মোহিনী হরিণ-নয়নী ভানুর ঝিয়ারি বটে।। হিয়া জর জর খসিল পাঁজর এমতি করিল বটে। চলল কামিনী বঙ্কিম চাহনি বিঁধিল পরাণ তটে।। না পাই সমাধি কি হৈল বেয়াধি মরম কহিব কারে। চণ্ডীদাসে কয় ব্যাধি সমাধি হয় পাইবে যবে তারে।।
keyboard_arrow_right