”শুন রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী আগে কিবা চায়। তবে সে সকল জানিব কহিতে হেন আছে অভিপ্রায়।।” বড়াই বচনে যত গোপীগণে চালিলা কদম্ব তলে। ”রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়া বলে।। ”বহুদিন রাধে পলাইছ সাধে আজু সে পাইয়াছি লাগি। যত […]
keyboard_arrow_right