শুনিয়া মালার কথা রসিক সুজন । গ্রহবিপ্র বেশে যান ভানুর ভুবন ।। পাঁজী লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে । উপনীত রাই পাশে ভানুরাজপুরে।। বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে । শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।। বিপ্র কহে ঘর মোর হস্তিনানগর। বিদেশে বেড়ায়ে খাই শুনহ উত্তর ।। প্রশ্ন দেখাবার তরে যে ডাকে কআমারে। তাহার বাড়ীতে […]
keyboard_arrow_right