(কার্ত্তিক-কৃষ্ণাচতুর্দ্দশী) ‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল’’ ‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ‘‘শ্রীগুরু-চরণাশ্রিতা, জয় দাসী শ্রীললিতা, শ্রীগুরুনিষ্ঠা-সেবার মূরতি।’’ প্রাণভরে জয় দাও শ্রীগুরুচরণ হৃদে ধরে—প্রাণভরে জয় দাও শ্রীগুরুসেবার মূরতি সঙরিয়ে—প্রাণভরে জয় দাও জয়,–জয় দাসী শ্রীললিতা জয় জয় জয় জয়—জয়,–জয় দাসী শ্রীললিতা শ্রীগুরু-চরণাশ্রিতা—জয়,–জয় দাসী শ্রীললিতা [মাতন] ‘‘শ্রীগুরুনিষ্ঠা-সেবার মূরতি।’’ যেন,–মূরতি ধরে এসেছিল শ্রীগুরু-সেবা-নিষ্ঠা—যেন,–মূরতি ধরে এসেছিল […]
keyboard_arrow_right