”তুমি সে যেমন জানিয়ে আমারা রাখাল হইয়া বনে। গোপের গোধন রাখহ বাগাল বোলহ বালক সনে।। একদিন বনে সুরভি হারায়ে কাঁদিয়া বিকল তুমি । সে সব পাশরি নাহি পড়ে মন সকল জানিয়ে আমি।। একদিন মায়ে পায়ে দড়ি দিয়ে রেখেছিল উদুখলে। কাঁদিয়া বিকল বালক সকল তাহা বা পড়য়ে মনে।। নবনী কারণে বাঁধিয়া যতনে রাখাল নন্দের রাণী। দেখিয়া […]
keyboard_arrow_right