কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর। সজল জলদে যেহ্ন ঊইল নব সুর।। কনককমলরুচি বিমল বদনে। দেখি লাজে গেলা চান্দ দুঈ লাখ যোজনে।। মুনি-মনমোহিনী রমণী আনুপামা। পদুমিনী আহ্মার নাতিনী রাধানামা।।ধ্রু।। ললিত আলকপাঁতিকাঁতি দেখি লাজে। তমালকলিকাকুল রহে বনমাঝে।। আলস লোচন দেখি কাজলে উজল। জলে পসি তপ করে নীল উতপল।। কণ্ঠদেশ দেখিআঁ শঙ্খত ভৈল লাজে। সত্বরে পসিলা সাগরের জল […]
keyboard_arrow_right