শুন গো স্বজনি সই। কেমনে রহিব কানু না দেখিয়া নিশি দিশি হেদে রোই। হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বাঁশী। হাসিতে ঝরিছে মতিম মাণিক সুধা ঝরে কত রাশি।। হেন মনে করি আঁচল থাপিয়া আঁচলে ভরিয়া রাখি। পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া পাছে লয়ে যায় সখি।। এরূপ লাবণ্য কোথায় রাখিতে মোর পরতীত নাই। হৃদয় বিদারি […]
keyboard_arrow_right