• জদি তোরা নহি খন নহি অবকাস
    জদি তোরা নহি খন নহি অবকাস। পরকে জতন কতে দেল বিসবাস।। বিসবাস কই ককে সুতহ নিচীত। চারি পহর রাতি ভমত সুচীত।। কবজোরি পঁইয়া পরি কহবি বিনতী। বিসরি ন হলবিএ পুরুব পিরিতী।। প্রথম পহর রাতি রভসে বহলা। দোসর পহর পরিজন নিন্দ গেলা।। নিন্দ নিরূপইত ভেল অধরাতি। তাবত উগল চন্দা পরম কুজাতি।। ভনই বিদ্যাপতি তখনুক ভাব। জেহ […] keyboard_arrow_right
  • জলদ বরিস ঘন দিবস অন্ধার
    জলদ বরিস ঘন দিবস অন্ধার। রয়নি ভরমে হম সাজু অভিসার।। আসুর করমে সফল ভেল কাজ। জলদহি রাখল দুহু দিস লাজ।। মোয়ঁ কি বোলব সখি অপন গেআন। হাথিক চোরি দিবস পরমান।। মোয়ঁ দূতী মতি মোর হরাস। দিবসহু কে জা নিঅ পিয়া পাস।। আরতি তোরি কুসুম রস রঙ্গ। অতি জীবলে দেখিঅ অভিসন্দ।। দূতী বচনে সুমুখি ভেল লাজ। […] keyboard_arrow_right
  • জলদ বরিস জলধার সর জঞো পলএ প্রহার
    জলদ বরিস জলধার সর জঞো পলএ প্রহার কাজরে রাঙ্গলি রাতি সখি হে অইসনাহু নিসি অভিসার। তোহি তেজি করএ কে পার।। ভমএ ভুজঙ্গম ভীম। পঙ্কে পুরল চৌসীম।। দিগমগ দেখিঅ ঘোর। পএর দিঅ বিজুরি উজোর।। সুকবি বিদ্যাপতি গাব। মহঘ মদন পরথাব।। keyboard_arrow_right
  • দুর সিনেহা বচনে বাঢ়ল
    দুর সিনেহা বচনে বাঢ়ল।। মনক পিরিতি জানি। অলপ কাজ বড়ী দুর আঁতর করম পাওল আনি।। চরন নূপুর ঘন সবদএ চাঁদহু রাতি উজোরি। ননন্দি বৈরিনি নিন্দে ন নোঅএ আবে অনাইতি মোরি।। দূতী বোলে বুঝাবহ কাহ্নু। আজুক রয়নি আএ ন হোএতে হৃদয় কোপথি জনু।। চরন নুপুর করে উতারব সামর বসন তনু। খেড়হু কউতুকে ননন্দ বোধবি বিলঁব লাগএ […] keyboard_arrow_right
  • নিসি নিসিঅর ভম ভীম ভুজঙ্গম
    নিসি নিসিঅর ভম ভীম ভুজঙ্গম গগন গরজ ঘন মেঘহ। দুতর জঞুন নরি সে আইলি বাহু তরি এতবাএ তোহর সিনেহ।। হেরি হল হসি সমূহ উগয় সসি বরিসও অমিঅক ধার।। কত নহি দুরজন কত জামিক জন পরিপন্থিঅ অনুরাগে। কিছু ন কাহুক ডর সুনল জুবতি বর এহি পরকিও অভাবে।। keyboard_arrow_right
  • নূপুর রসনা পরিহার দেহ
    নূপুর রসনা পরিহার দেহ। পীত বসন হে জুবতি পিঁধি লেহ।। সিথিল বিলম্বে হোএত হাস। নহি গএ হোএত কাহ্নক পাস।। গমন করহ সখি বল্লভ গেহ। অভিমত হোএত ইথি ন সন্দেহ।। কুঙ্‌কুম পঙ্ক পসাহহ দেহ। নয়নজুগল তুঅ কাজর রেহ।। অবহি উগত তম পিবিকহু চন্দ। জানি পিসুন জন বোলব মন্দ।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। অভিনব নাগর রূপে মুরারি।। keyboard_arrow_right
  • পদউধ কাক কোকিলের ডাক
    পদউধ কাক কোকিলের ডাক জাগিয়ে যামিনী শেষ। তুরিতে নাগর গেলা নিজ ঘরে বাঁধিতে বাঁধিতে কেশ।। অবশ আলিসে ঠেসনা বালিসে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। বসন ভূষণ হয়েছে বদল তখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা তোলে পরিবাদ । জানিলে এখন হইবে কেমন বড় দেখি পরমাদ।। চণ্ডীদাস কহে শুনলো সুন্দরী তুমি যে বড়ুয়ার বহু। শ্যামের […] keyboard_arrow_right
  • পরক বিলাসিনি তুঅ অনুবন্ধ
    পরক বিলাসিনি তুঅ অনুবন্ধ। আনলি কত ন বচন কএ ধন্ধ।। কোনে পরি জইতি নিঅ মন্দির রামা অতিসয় চিন্তা ভেলি এহি ঠামা।। নিকটহু বাহর ডরে ন নিহার। জতনে আনলি এত দুর অভিসার।। তিলা একজা সয়ঁ মহঘ সমাজ। বহলি বিভাবরি মনে নহি লাজ।। তোহর মনোরথ তহ্নিক পরান। নাগর সে জে হিতাহিত জান।। নখত মলিন বেকতাএত বিহান। পথ […] keyboard_arrow_right
  • পাএ তক পাছু গেলি লাজ
    পাএ তক পাছু গেলি লাজ। পথ চললেঁ বিসরলহুঁ ন কাজ।। জমুনতীর সঞো সমন্দল মান। কৈসন কএ কী বুঝল অআন।। এ সখি আওর কী বোলব হমে জানি। কপটিহি নিকটও লওলহ আনি।। নিঅমিঅ পেম হেমসম হারি। অঙ্গিরিঅ কামিক দুহু কুল গারি।। পলটি জাইতে ঘর বড় বলহীন। অবে সবে কিছু ভেল তোর অধীন।। বিদ্যাপতি ভন সুন বরনারি। ধৈরজে […] keyboard_arrow_right
  • পুনি ভরমে রাহীহি পিআঞে জাএব কহি
    পুনি ভরমে রাহীহি পিআঞে জাএব কহি কোপ কইএ নীন্দ গেলী। জাগি উঠলি ধনি দেখি সেজ সুনি হরি বোলইতে নিন্দ গেলী।। মাধব ই তোর কঞোন গেঞানে। সবে সবতহু বোল, জে সহ সে বড় পরে বুঝবাহ অগেঞানে।। ভল ন কএল তোহে, পেঅসি অলপ কোহে।। দুর কর ছৈলক রীতি। ওছাসঞো হরি ন করিঅ সরি পরি তে করব রঅনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ