কেবল সামাজিক উৎসব উপলক্ষে গীত সঙ্গীতগুলিকে ব্যবহারগীত বলা হয় ৷ যতগুলি উৎসব আছে, এই ব্যবহারগীত তত রকমের হয় এবং প্রত্যেকটির নিজস্ব সুর আছে ৷ এইসব গীত অত্যন্ত জনপ্রিয় এবং সেই কারণেই লোকমুখে বহুল প্রচারিত এ প্রসারিত, এর লিখিত রূপ কমই পাওয়া যায় ৷ সেইজন্য এই সব গানের প্রামাণ্যতা সম্পর্কে সন্দেহ থেকে যায় ৷ প্রতিটি মৈথিল পরিবারে যে কোনো উৎসবের শুরুতে...বিশদ...