দুষ্টের দমন আর শিষ্টের পালন বস্তুটা যদি অবতার গ্রহণের ‘প্রাইমারি মোটিফ’ হয়, তবে কূর্ম-অবতারের ক্ষেত্রে ওই দুটি বৈশিষ্ট্যকে এককথায় পরিণত করে বলতে হবে জগতের সুরক্ষা অথবা ‘সাসটেন্যান্‌স’। আর ঈশ্বরাবতের পারিভাষিকতায় কূর্ম অবতার আক্ষরিক অর্থেই ভূভার হরণ করেছেন সপ্তদ্বীপা পৃথিবীর তলায় পিঠ পেতে দিয়ে। এটা অবশ্য বলতে হবে যে, বিষ্ণুর কূর্মাবতারের সঙ্গে সমুদ্রমন্থনের পুরাকল্পটাও জড়িত এবং সেটার পৌরাণিক প্রমাণের সঙ্গে রামায়ণেরও...বিশদ...