• রাই সুনাগরী প্রেমের আগরি
    রাই সুনাগরী প্রেমের আগরি সঙ্কেত পড়ল মনে। বড়াইয়ে ডাকি কহে চন্দ্রমুখী যাইবক মথুরা পানে।। আনি গোপীগণ যূথের মিলন চল চল যাব বিকে। দধির পশরা সাজাহ তোমরা বিলম্ব না কর মোরে।। সব গোপীগণ চলিলা ভবন, সাজায়ে পশরা লই। ঘৃত ছেনা দুধ ঘোল বিবিধ ভাণ্ডে সাজাইছে দই।। সোণার গাগরি সাজায়ে দুসারি ওড়নি বিচিত্র নেত। করে অতি শোভা […] keyboard_arrow_right
  • রাধা বলে তুমি কত চাহ দান
    রাধা বলে ”তুমি কত চাহ দান বলহ কি নিতে চাহ । যা নিবে তা দিব নাহি ভাঙ্গাইব সবারে ছাড়িয়া দিহ।।” কানু বলে ”ভাল বলিলে আমারে বুঝহ আমার কাছে। উচিত হইলে তাহা দিয়া যাবে আন কথা হয় পাছে।। অমূল্য রতন নিবত এখন বেণীর যে হয় দান। এক লাখ নিব ইহার উচিত ইহাতে না হয় আন।। সিঁথার […] keyboard_arrow_right
  • রাধা বলে শুন বিনোদ বড়াই
    রাধা বলে শুন ”বিনোদ বড়াই বড়ই বিষম শুনি। এ পথে জাগাত ঘাটে ঘাটীয়াল কখন নাহিক শুনি।। যে হয় সে হয় কাহে নাহি ভয় কহিব কংসেরে গিয়া। তোমার যোগানী তার হেন গতি রাখিবে ধরিয়া লয়া”।। বড়াই বলিছে ”শুন বিনোদিয়া তরুণী আগুলি পথে। এ কোন বিচার নহে ব্যবহার বড় হব অনুরথে।। একে সে অবলা তাহে সে গোয়ালা […] keyboard_arrow_right
  • রাধার বেশে শোভা বনাইছে
    রাধার বেশে শোভা বনাইছে চিকুর আঁচরি চুল। তাহে সুগন্ধিত আগরু চন্দন বেড়িয়ে মল্লিকা ফুল।। বেণীর সুছাঁদ দৃঢ় করি বাঁধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল-জাদ সাখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝল মল শ্রীমুখমণ্ডল ভালে সে সিন্দুর ফোঁটা। তার মাঝে মাঝে চন্দনের বিন্দু আঙ্গুলি বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই হেথা
    শুন গো বড়াই হেথা। কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ কথা।। কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেতে বসি। বড়াই কহিছে এখনি জানিবে সঙ্গে আছে তার বাঁশী।। বাঁশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা। ”তাসনে কিসের পরিচয় মোর কি আর করহ বাধা”।। ”সে জন চাতুরী তাহার মাধুরী তার নাম কালা কানু।। […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    ”শুন ধনী রাধা রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে।। দেখিতে সুন্দর সোণার বরণ উত্তম সোণার ফুল। রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নহি বাস গন্ধ তার বা ঐছন রীত। নির্গুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত।। তাল ফল যেন […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই মোর
    “শুন গো বড়াই মোর । আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যাদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর সে ঘর করণে ধরম সরম কাজ। কুল শীল […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনী উপমা দিয়াছ
    ”শুন গোয়ালিনী উপমা দিয়াছ কংসের আরতিপনা। ছাওয়াল বেলাতে পুতনা বধিল তার রীত আছে জানা।। কি করিতে পারে তোর কংস রাজা পুতনা বধিল যবে । তারে কি দেখাসি যোগানী বলিয়া তাহারে বধিব করে।।” চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি অমিয়া রসের সার। দুঁহু রসসিন্ধু দানছলা রস অপার মহিমা সার।। keyboard_arrow_right
  • শুন রসমই রাধা
    ”শুন রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী আগে কিবা চায়। তবে সে সকল জানিব কহিতে হেন আছে অভিপ্রায়।।” বড়াই বচনে যত গোপীগণে চালিলা কদম্ব তলে। ”রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়া বলে।। ”বহুদিন রাধে পলাইছ সাধে আজু সে পাইয়াছি লাগি। যত […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    ”শুনহ নাগর কানু। কে তোমা এ মাঠে দানী করিয়াছে ধরিয়া মোহন বেণু। হাসি হাসি চাহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা আপনি দাঁড়ায়ে দেখ”।। কানু বলে ”আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি যাহার ভরসা কর।। কংশের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ