• মাধব কি কহব তাহী
    মাধব কি কহব তাহী। তুঅ গুন লুবুধি-মুগুধ ভেলি রাহী।। মলিন বসন তনু চীরে। করতল কমল নয়ন ঢরু নীরে।। উর পর সামরী বেনী। কমলকোষ জনু কারি লগেনী।। কেও সখি পরিখয় শাসে। কেও নলনী দল করয় বতাসে।। কেও বোল আয়ল হরী। সসরি উঠলি চির নাম সুমরী।। বিদ্যাপতি কবি গাবে। বিরহ বেদন নিঅ সখি সমুঝাবে।। keyboard_arrow_right
  • মাধব সুমুখি মনোরথ পুর
    মাধব সুমুখি মনোরথ পুর। তুঅ গুনে লুবুধি আইলি এত দূর।। জে ঘর বাহর হোইতেঁ ফেদাএ। সাহস তকর কহএ নহি জাএ।। পথ পীছর এক রয়নি অন্ধার। কুচ-জুগ-কলসে জমুনা ভেলি পার।। বারিদ বরিস সগর মহি পূল। সহসহ চউদিস বিসধর বুল।। ন গুনলি এহনি ভয়াউনি রাতি। জীবহু চাহি অধিক কী সাতি।। ভনই বিদ্যাপতি দুহু মন বোধ। কমল ন […] keyboard_arrow_right
  • লহু কয় বোললহ গুরুতর ভার
    লহু কয় বোললহ গুরুতর ভার। দুতর রজনি দূর অভিসার।। বাট ভুঅঙ্গম উপর পানি। দুহু কুল অপজস অঙ্গিরল জানি।। পরনিধি হরলয় সাহস তোর। কে জান কওন গতি করবএ মোর।। তোরে বোলে দূতী তেজল নিজ গেহ। জীব সয়ঁ তৌলল গরুঅ সিনেহ।। দসমি দসাহে বোলব কী তোহি। অমিঞ বোলি বিখ দেলহে মোহি।। keyboard_arrow_right
  • লোচন নীর তটিনি নিরমানে
    লোচন নীর তটিনি নিরমানে। করএ কমলমুখি তথিহি সনানে।। সরস মৃনাল করই জপমালী। অহনিস জপ হরি নাম তোহারী।। বৃন্দাবন কাহ্নু ধনি তপ করই । হৃদয়বেদি মদনানল বরই।। জিব কর সমিধ সমর কর আগী। করতি হোম বধ হোএবহ ভাগী।। চিকুর বরহিরে সমরি করে লেঅই ফল উপহার পয়োধর দেঅই ভনই বিদ্যাপতি সুনহ মুরারী। তুঅ পথ হেরইত অছি বর […] keyboard_arrow_right
  • সজল নলিনিদল সেজ ওছাইঅ
    সজল নলিনিদল সেজ ওছাইঅ পরসে জা অসিলাএ। চান্দনে নহি হিত চাঁদ বিপরীত করব কওন উপাএ।। সাজনি সুদৃঢ় কইএ জান। তোহি বিনু দিনে দিনে তনু খিন বিরহে বিমুখ কাহ্ন।। কারনি বৈদে নিরসি তেজলি আন নহি উপচার। এহি বেআধি ঔষধ তোহর অধর অমিঅ ধার।। keyboard_arrow_right
  • সরুপ কথা কামিনি সুনু
    সরুপ কথা কামিনি সুনু । পরহি আগে কহহ জনু।। তোঁহ অতি নিঠুরি ও অনুরাগী। সগরি নিসি গমাবএ জাগী।। এ রে রাধে জানি ন জান। তোরি বিরহে বিমুখ কাহ্ন।। তোরী এ চিন্তা তোরিএ নাম। তোরি কহিনী কহএ সব ঠাম।। অরু কী কহব সিনেহ তোর। সুমরি সুমরি নয়ন নোর।। নিতে সে আবএ নিতে সে জাএ। হেরইত হসইত […] keyboard_arrow_right
  • সহজহি আনন অছল অমূল
    সহজহি আনন অছল অমূল। অলকে তিলকে সসধর তূল।। কা লাগি অইসন পসারল দেল। জে ছল রূপ সেহেও দুর গেল।। অছল সোহাওন কিতএ গেল। ভূসন কএলে দূসন ভেল।। দরসি জপাবএ মুনিজন আধি। নাগর কা ও সহজ বেয়াধি।। লিহলে উষলল অওছাড় ভার। ভেটলে মেটত অছ পরকার।। keyboard_arrow_right
  • সহজহি তনু খিনি মাঝ বেবি সনি
    সহজহি তনু খিনি মাঝ বেবি সনি সিরিসি-কুসুম সম কায়া। তোহে মধুরিপুপতি কৈসে কএ ধরতি রতি অপুরুব মনমথ মায়া।। মাধব, পরিহর দৃঢ় পরিরম্ভা। ভাঁগি জাএত মন জীব সঞে মদন বিটপি আরম্ভা।। সৈসব অছল সে ডরে পলাএল জৌবন নূতন বাসী। কামিনি কোমল পাহুন পঁচসর ভএ জনু জাহ উদাসী।। তোহর চতুর-পন জখনে ধরতি মন রস বুঝতি অবসেখি। এখনে […] keyboard_arrow_right
  • সিনেহ বঢ়াওব ই ছল ভান
    সিনেহ বঢ়াওব ই ছল ভান। তোহর সোয়াধিন করব পরান।। ভল ভেল মালতি ভেলি হে উদাস। পুনু ন আওব মধুকরে তুঅ পাস।। এতবা হম অনুতাপক ভেল। গিরি সম গৌরব অপদহি গেল।। অলপে বুঝওলহ নিঅ বেবহার। দেখিতহি নিঅ পরিনাম অসার।। ভনই বিদ্যাপতি মন দএ সেব। হাসিনি দেই পতি গজসিংঘ দেব।। keyboard_arrow_right
  • সুখে ন সুতলি কুসুম সয়ন
    সুখে ন সুতলি কুসুম সয়ন নয়নে মুঞ্চসি বারি। তহাঁ কী করব পুরুখ ভূসন জহাঁ অসহনি নারি।। রাহী হটে ন তোলিঅ নেহ কাহ্ন সরীর দিনে দিনে দূবর তোরাহু জীব সন্দেহ।। পরক বচন হিত ন মানসি বুঝসি ন সুরত তন্ত। মনে তঞো জঞো মৌন করিঅ চোরি আনএ কান্ত।। কিছু কিছু পিয় আসা দিহহ অতি ন করব কোপ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ