বিষ্ণুর বরাহ-অবতার অবস্থানেই প্রথম আমরা পৃথিবীর সুরক্ষা এবং শিষ্ট-জন-পালনের সঙ্গে দুর্জন-বিনাশের আদ্য উদ্দেশ্যটা প্রকট দেখতে পাচ্ছি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি—কশ্যপ –পত্নী দিতির গর্ভে দুই ছেলে জন্মেছে—হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। অন্যান্য দু-চারটি পুরাণে হিরণ্যাক্ষ দৈত্য সম্বন্ধে খুব বড় কোনও বিবরণ নেই বটে, কিন্তু ভাগবত পুরাণে বেশ কয়েকটি অধ্যায় জুড়ে হিরণ্যাক্ষের কাহিনি বর্ণিত। এই পুরাণের ভাষা ব্যবহারে...বিশদ...