‘ব্রজবুলি’ শব্দটি শুনলেই মনে হয়, এ যেন ব্রজবাসীর মুখের বোলি, নন্দলালার আপনজনের ভাষা। কিন্তু আমাদের এই মরমী ভাবনা আসলে ভ্রান্ত। ‘ব্রজবুলি’ বৃন্দাবনের ভাষা নয়, রাধাকৃষ্ণও এ ভাষাতে কথা বলতেন না। আসলে পদাবলী বিশেষ কোনো একটি ভাষায় বা কোনো বিশেষ অঞ্চলের ভাষায় লেখা নয়। বরং নানা ভাষার মিশ্রণ রয়েছে এখানে। জয়দেবের গীতগোবিন্দ-এর ভাষা সংস্কৃত হলেও সহজ-সরল, কিছুটা বাংলার কাছাকাছি। ভাষাচার্য সুনীতিকুমার...বিশদ...