নরকাসুরের সেনাপতি। নরকাসুরের রাজধানী প্রাগ্‌জ্যোতিষপুরকে রক্ষা করার সমস্ত দায়িত্ব এই মুর দানবের উপর ন্যস্ত ছিল। নরকাসুর যে ষোল হাজার একশত সুন্দরী স্ত্রীকে অপহরণ করে এনেছিলেন, তাঁদের বসবাসের জন্য প্রাগ্‌জ্যেতিষপুরে মণি পর্বতের উপর অলকা নামে এক নগর নির্মিত হয়েছিল। মুর সেই নগরীরও শাসনকর্তা ছিলেন। অপহৃতাদের পাহারা দেবার জন্য যে সেনা নিযুক্ত ছিল, তারাও মুর দানবেরই অধীনস্থ কর্মচারী ছিল। বিভিন্ন পুরাণে মুরের...বিশদ...