• বদন চাঁদ তোর নয়ন চকোর মোর
    বদন চাঁদ তোর নয়ন চকোর মোর রূপ অমিঅরস পীবে। অধর মধুরি ফুল পিয়া মধুকর তুল বিনু মধু কত খন জীবে।। মানিনি মন তোর গঢ়ল পসানে। ককে ন রভসে হসি কিছু ন উতর দেসি সুখে জাও নিসি অবসানে।। পর মুখে ন সুনসি নিঅ মনে ন গুনসি ন বুঝসি ছইলারী বানী। অপন অপন কাজ কহইত অধিক লাজ […] keyboard_arrow_right
  • মাধব কি কহব সুন্দরি রূপে
    মাধব কি কহব সুন্দরি রূপে। কতেক জতন বিহি আনি সমারল দেখলি নয়ন সরূপে।। পল্লবরাজ চরণ-জুগ সোভিত গতি গজরাজক ভানে। কনক-কদলি পর সিংহ সমারল তাপর মেরু সমানে।। মেরু উপর দুই কমল ফুলায়ল নালা বিনা রুচি পাঈ। মনিময় হার ধার বহ সুরসরি তৈঁ নহি কমল সুখাঈ।। অধর বিম্ব সন দসন দাড়িম-বিজু রবি সসি উগথিক পাসে। রাহু দূরি […] keyboard_arrow_right
  • রোপলহ পহু লহু লতিকা আনি
    রোপলহ পহু লহু লতিকা আনি। পরতহ জতনে পটবিতহ পানি।। তঁই অরথিত উপচিত ভেলি সে। তোহেঁ বিসরলি ভল বোলত কে।। মাধব বুঝল তোহর অনুরোধ। হেরিতহু কএলহ নয়ন নিরোধ।। একহু ভবন বসি দরসন বাধ। কিছু ন বুঝিঅ পহু কী অপরাধ।। সুপুরুস বচন সবহুঁ বিধি ফূর। অমরখে বিমরখ ন করিঅ দূর।। ভনই বিদ্যাপতি এহু রস জান। রাএ-সিবসিংঘ লখিমা […] keyboard_arrow_right
  • সুধামুখি কো বিহি নিরমিল বালা
    সুধামুখি কো বিহি নিরমিল বালা। অপরূপ রূপ মনোভবমঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা।। সুন্দর বদন চারু অরু লোচন কাজরে রঞ্জিত ভেলা। কনয় কমল মাঝে কাল ভুজঙ্গিনি শ্রীযুত খঞ্জন খেলা।। নাভিবিবর সঞে লোমলতাবলি ভুজগি নিসাস পিয়াসা। নাসা খগপতিচঞ্চু ভরম ভয়ে কুচগিরি সান্ধি নিবাসা।। তিন বানে মদন জিতল তিন ভুবনে অবধি রহল দউ বানে। বিধি বড় দারুন বধিতে রসিক […] keyboard_arrow_right
  • সুরুজ সিন্দুর বিন্দু চাঁদনে লিখএ ইন্দু
    সুরুজ সিন্দুর বিন্দু চাঁদনে লিখএ ইন্দু তিথি কহি গেলি তিলকে। বিপরিত অভিসার অমিয় বরিস ধার অঙ্‌কুস কএল অলকে।। মাধব ভেটলি পসাহনি বেরী। আদর হেরলক পুছিও ন পুছলক চতুর সখী জন মেরী।। কেতকিদল দএ চম্পকফুল লএ কবরিহি থোএলক আনী। চন্দনে কুঙ্‌কুমে অঙ্গরুচি কএলক সময় নিবেদ সয়ানী।। ভনই বিদ্যাপতি সুনহ অভয়মতি কুহূ নিকট পরিমানে। রাজা সিবসিংঘ রূপনরাএন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ