• নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী
    নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী। জিএ সে জাহার পাসত পুরুষ নাহী।। আল ।। মোরে কি না ভয়িঞাঁ গেল বড়ায়ি নাএ। বিরহে বিকলী খোঁজো মোঁ নান্দের পোএ।। নিশি সপন দেখিলোঁ কাহ্ন কোলে করি স চিআয়িঞাঁ চাহোঁ নাহিক বাল গোপালে। এ মোর যৌবন ভার সকল ভৈল আসার আনল সরণ হৈবে দূতা রে।। যে ডালে করো মো ভরে […] keyboard_arrow_right
  • ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল
    ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল। এভোঁ গোকুলক নাইল বাল গোপাল।। কত না রাখিব কুচ নেতে ওহাড়িআঁ। নিদয়হৃদয় কাহ্ন না গেলা বোলাইআঁ।। শৈশবের নেহা বড়ায়ি কে না বিহড়াইল। প্রাণনাথ কাহ্ন মোর এভোঁ ঘর নাইল।।ধ্রু।। মুছিআঁ পেলায়িবোঁ বড়ায়ি শিষের সিন্দূর । বাহুর বলয়া মোর করিবোঁ শঙ্খচূর।। কাহ্ন বিণী সব খন পোড়এ পরাণী। বিষাইল কাণ্ডের থাএ যেহেন হরিণী।। […] keyboard_arrow_right
  • বাহু তুলিলেঁ কেশ বন্ধন ছলে
    বাহু তুলিলেঁ কেশ বন্ধন ছলে। ঘন ঘন বিকাশিলেঁ বদন কমলে।। আঙ্গভঙ্গ কৈলেঁ কেহ্নে মোর বিদ্যমানে। এবেঁ আলিঙ্গন দিআঁ রাখহ পরাণে।। কিসকে ঘুচায়িলেঁ রাধা নেতের আঞ্চল। দেখায়িলেঁ কুচভার করায়িলেঁ বিকল।।ধ্রু।। যমুনার তীরে রাধা কদমের তলে। তরল করিলেঁ কেহ্নে নয়নযুগলে।। আধ মুখ ঢাকিলেঁ সরুঅ বসনে। তেকারণে রাধা ধরিতেঁ নারোঁ মনে। যুমনা নদীর রাধা তুলিতেঁ পাণী। কেহ্নে ধীরেঁ […] keyboard_arrow_right
  • বুঝিআঁ গোপীর মনে
    বুঝিআঁ গোপীর মনে। আল। খণেক গুণিল কাহ্নে। ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে।। অনেক হয়িআঁ তখনে। বিলসিল গোপীগণে। যাহারে রমএ সেসি দেখে কাহ্নে।। আল। সব গোপীজন জাণে। মোএঁ সে পায়িলোঁ এ বনে শ্রীমধুসূদনে।।ধ্রু।। ফুটিল কুসুম পুঞ্জে। সরস ভ্রমর গুঞ্জে। এক এক নারি লআঁ এক এক কুঞ্জে।। চির মনোরথ পুরি। রসময় মন করী। বৃন্দাবন মাঝে রতি ভূঞ্জিল […] keyboard_arrow_right
  • মেঘ যেহ্ন আষাঢ় শ্রাবণে
    মেঘ যেহ্ন  আষাঢ় শ্রাবণে। ঝরে তার পাণী নয়নে গো। কান্দিআঁ মলিন কৈল মুখে। কত তার দেখিবোঁ দুখে গো।। বাঁশীর শোকেঁ চক্রপাণী। এবেঁ তাক বাঁশী দেহ আনী।।ধ্রু।। যোড়হাথ  কৈল দেব কাহ্নে। এবেঁ  তাক বাঁশী দেহ দাণে।। নাহিঁ  পিন্ধে উত্তম  বসনে। শরীরে দুবল ভৈল কাহ্নে ।। মোর  বোল সুণ আবগাহী। কাহ্নের পিরিতী কর রাহী।। দেহ বাশীঁ কাহ্নের  […] keyboard_arrow_right
  • যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ
    যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ। হেহে  লহে। তবেঁ হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।। হেহে লহে লহে।। আকাশের তারা যেনছুটি  গেল নাএ। অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ।। রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা। ঢেউ দেখি মোর হালে সব গা।। দুতরত পারকর একবার কাহ্ন। পার হৈলেঁ  তোর বোল না করিবোঁ আন।। নাঅ  টালবলাএ […] keyboard_arrow_right
  • যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ
    যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ বড়ায়ি না মানিলোঁ লঘু গুরু জনে। হেন মনে পড়িহাসে আহ্মা উপেখিআঁ রোষে আন লআঁ বঞ্চে বৃন্দাবনে।। বড়ায়ি গো।। কত দুখ কহিব কাঁহিণী। দহ বুলী ঝাঁপ দিলোঁ সে মোর সুখাইল ল মোঞঁ নারী বড় আভাগিনী।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন যশোদার পোআল তার সমে নেহা বাঢ়ায়িলোঁ। গুপতেঁ রাখিতেঁ কাজ তাক মোঞঁ […] keyboard_arrow_right
  • লাবণ্য জল তোর সিহাল কুন্তল
    লাবণ্য জল তোর সিহাল  কুন্তল। বদন কমল শোভে আলক ভষল।। নেত্র উতপল তোর নাসা ণাল দণ্ড। গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড।। সুন্দরি রাধা ল  সরোঅরময়ী। দুসহ  বিরহজরে  জরিলা  কাহ্নাঞি।।ধ্রু।। হাস কুমুদ তোর দশন কেশর। ফুটিল  বন্ধুলী ফুল বেকত আধর।। বাহু তোর মৃণাল কর রাতা উতপল। অপুরুব কুচ  চক্রবাক যুগল।। ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে। কনকরচিত  […] keyboard_arrow_right
  • সুন্দরি রাধা সুণ সমুখে
    সুন্দরি রাধা সুণ সমুখে পুছো মোএঁ হৃষীকেশে। কথাঁ না বসবি কথাঁ তোর ঘর জাইবেঁ কোমণঁ দেশে।।ল রাধা।। গোকুলে যাকোঁ মো গোআল জাতী তোহ্মে না পুছহ কিকে। ষোল শত গোপী পসার সাজিআঁ মথুরা জাওঁ মো বিকে।। ওলাহা রাখা মাথার চুপড়ী দেখোঁ মো তোহ্মার পসারা। কোণ বথু লঁআ জাহা মথুরা তাহার দেহ বিচারা।। ঘৃত দধি দুধ আওর […] keyboard_arrow_right
  • সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি
    সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি রান্ধিলোঁ যে সুনহ কাহিনী। আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলেঁ। সাকে দিলোঁ কানাসোআঁ পাণী।। রান্ধনের জুতী হারয়িলোঁ বড়ায়ি সুণিআঁ বাঁশীর নাদে।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন আড়বাঁশী নদে।।ধ্রু।। যেন রএ পঞ্জরের শুআ। তা সুণিআঁ ঘৃতে মো পরলা বুলিআঁ ভাজিলো এ কাঁচা গুআ।। সেইত বাঁশীর নাদ সুনিআঁ বড়ায়ি চিত্ত মোর ভৈল আকুল। ছোলঙ্গ চিপিআঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ