• তুমি সে যেমন জানিয়ে আমারা
    ”তুমি সে যেমন জানিয়ে আমারা রাখাল হইয়া বনে। গোপের গোধন রাখহ বাগাল বোলহ বালক সনে।। একদিন বনে সুরভি হারায়ে কাঁদিয়া বিকল তুমি । সে সব পাশরি নাহি পড়ে মন সকল জানিয়ে আমি।। একদিন মায়ে পায়ে দড়ি দিয়ে রেখেছিল উদুখলে। কাঁদিয়া বিকল বালক সকল তাহা বা পড়য়ে মনে।। নবনী কারণে বাঁধিয়া যতনে রাখাল নন্দের রাণী। দেখিয়া […] keyboard_arrow_right
  • থির বিজুরি বরণ গৌরী
    থির বিজুরি বরণ গৌরী পেখিনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে কবরী বাঁধে নব মল্লিকার মালে ।। সই মরম কহিয়ে তোরে। আড় নয়নে ঈষৎ হাসিয়া বিকল করল মোরে।। ফুলের গেরুয়া লুফিয়া ধরয়ে সঘনে দেখায় পাশ। উচ কুচযুগ বসন ঘুচায়ে মুচকি মুচকি হাস।। চরণ কমলে মল্লতোড়ল। সুন্দর যাবক রেখা। কহে চণ্ডীদাস হৃদয়ে উল্লাস পালটি হইবে দেখা।। keyboard_arrow_right
  • পশরা নামাও রাধা
    ”পশরা নামাও রাধা। এ নব বয়সে বিকে পাঠাইতে তিলেক নহিল বাধা।। তোর নিজ পতি তার হেন রীতি তোরে পাঠাইল বিকে। কেমনে ধৈরয ধরিয়া আছয়ে সে হেন পাষাণ বুকে।। যাউক তাহার ধনে পড়ু বাজ এ হেন সম্পদ ছাড়ি। তাহার নাহিক মায়া দয়া মোহন সে অতি কঠিন বড়ি।। বৈস বৈস রাধে রসের মোহিনী বসনে করি যে বায়। […] keyboard_arrow_right
  • শুন ধনী রাধা রূপের গরব
    ”শুন ধনী রাধা রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে।। দেখিতে সুন্দর সোণার বরণ উত্তম সোণার ফুল। রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর।। কেহ নাহি পরে নহি বাস গন্ধ তার বা ঐছন রীত। নির্গুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত।। তাল ফল যেন […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনী উপমা দিয়াছ
    ”শুন গোয়ালিনী উপমা দিয়াছ কংসের আরতিপনা। ছাওয়াল বেলাতে পুতনা বধিল তার রীত আছে জানা।। কি করিতে পারে তোর কংস রাজা পুতনা বধিল যবে । তারে কি দেখাসি যোগানী বলিয়া তাহারে বধিব করে।।” চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি অমিয়া রসের সার। দুঁহু রসসিন্ধু দানছলা রস অপার মহিমা সার।। keyboard_arrow_right
  • সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে
    সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে যুমনা সিনান করি। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাবয়ে ঝঙ্কার করয়ে ফিরি।। নানা আভরণ মণির কিরণ সহজে মলিন লাগে। নবীন কিশোরী বরণ বিজুরি সদাই মনেতে জাগে।। সই সে নব রমণী কে। চকিতে হেরিয়া জ্বলত এ হিয়া ধরিতে নারি এ দে।। পুন না হেরিলে না রহে জীবন তোমারে কহিনু দড়। কহে চণ্ডীদাস পুরাহ […] keyboard_arrow_right
  • সেই কোন বিধি আনি সুধানিধি
    সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে। শুনিতে যে বাণী অবশ তখনি মূরছি পড়ল হামে।। সই, কি আর বলিব আমি। সে তিন আঁখর কৈল জর জর হইল অন্তরগামী।। সব কলেবর কাঁপে থর থর ধরণ না যায় চিত। কি করি কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ মিত।। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে সেই যে নবীন […] keyboard_arrow_right
  • সেই কোন বিধি আনি সুধানিধি
    সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে। শুনিতে যে বাণী অবশ তখনি মূরছি পড়ল হামে।। সই, কি আর বলিব আমি। সে তিন আঁখর কৈল জর জর হইল অন্তরগামী।। সব কলেবর কাঁপে থর থর ধরণ না যায় চিত। কি করি কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ মিত।। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে সেই যে নবীন […] keyboard_arrow_right
  • সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি
    ”সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি হেলিয়া পড়েছ যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক ওর মলিন হইল তার পাতা।। বরণ বসন তায় ঘামে ভিজে এক ঠায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা বাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ তুমি শীতল চামর দিয়ে বা। শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি […] keyboard_arrow_right
  • স্বজনি, ও ধনী কে কহ বটে
    স্বজনি, ও ধনী কে কহ বটে। গোরচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে।। শুন হে পরান সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচ মূলে হেম কার দোলে সুমেরুশিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুর রাশি। কাঁদিয়ে আঁধার কলঙ্ক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ