• বৃকভানুপুরে গিয়া কুতূহলে
    বৃকভানুপুরে গিয়া কুতূহলে সুবল এ চারিজনে। রাজার দুয়ারে এ গান বাজন করেন আনন্দ মনে।। কেই গায় অতি কেহ বায় তথি আনন্দ কৌতুক মনে। বৃকভানু রাজা শুনি সুললিত অতি সে মধুর তানে।। রাজা কহে ”কোন গুণীর গমন জান একজন দ্বারে। নেহত খবর আনহ গোচর ভেজিয়া দিল সে চরে।। গিয়া একজন বুঝল কারণ ”কেন বা আইলে তোরা। […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিনু ডালে
    বেলি অসকালে দেখিনু ভালে পথেতে যাইতে সে। জুড়াল কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই, সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসন শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুকুর সহিতে কনক কটোরি হাতে। সিঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। নীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সঁপিনু চরণে দাস করি মনে […] keyboard_arrow_right
  • মগন করিয়া গেল সে চলিয়া
    মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল শাড়ী ভেদিয়া আঁচল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি। লখিতে নারিনু কেমন বন্ধন লখিয়া নাহিক লখি।। কি আর কহিব নয়ান চঞ্চল নানা আভরণ গায়। নানা পরিপাটী রসের সৌরভে লাখ লাখ অলি ধায়।। চলিল যখন দেখিল তখন গমন হংসিনী প্রায়। আপন […] keyboard_arrow_right
  • যমুনা নিকেটে যথা বংশীবট
    যমুনা নিকেটে যথা বংশীবট অতি সে সুন্দর থল। নানা পক্ষিগণ তরুগণ তাথে ধরে নানা ফুল ফল।। নানা পুষ্প ফুটে পরিমল উঠে কেতকী চামেলি কুন্দ। নাগেশ্বর আদি নানা সে কুসুম চাঁপা পারুলীর গন্ধ।। গুলাল দুলাল ঝাঁটি গজকুন্দ কিংশুক আমলা কত। কদম্ব দোসারি শোভা অতি বড়ি লাখে লাখে ফুল কত।। হংস হংসিনী চক্রবাক আদি চকোর চকোরী ডাকে। […] keyboard_arrow_right
  • রমণীর মণি পেখিনু আপনি
    রমণীর মণি পেখিনু আপনি ভূষণ সহিতে গায়। দেখিতে দেখিতে বিজুরি ঝলকে ধৈরযে ধৈরয নয়।। সই, চাহনি মোহিনী থোর। মরমে লাগিল হেরিয়া বুঝিল রূপের নাহিক ওর।। বদন ছাঁদ কামের ফাঁদ ঝুরিয়া ঝুরিয়া কাঁদে। কেশের আগ চুম্বয়ে টাগ ফিরিয়া ফিরিয়া বাঁধে ।। বসন খসয়ে অঙ্গুলি চাপয়ে কর সে করচে থুইয়া। দেখিয়া লোভয়ে মদন ক্ষোভয়ে কেমনে ধরিব হিয়া।। […] keyboard_arrow_right
  • রাই কহে তবে কৃত্তিকার আগে
    রাই কহে তবে কৃত্তিকার আগে একি এ দেখিতে দেখি। কহেন জননী ”শুন বিনোদিনি বাজিকর উহ পেখি।। কোন দেশ হৈতে এই পঞ্চ শিশু এই সে করিবে বাজি। তোমার পিতার আবেশ হইল বাজিয়ার দেখিতে বাজি।। তথির কারণ বাহির দুয়ারে বসিল তোমার পিতা। বাজিকর আগে দেখহ চাহিয়া এমন না দেখি কোথা।।” রাজা আজ্ঞা দিল গুণী, পঞ্চজনে কি গুণ […] keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।। বৃকভানুপুরে যত পুরবাসিগণ । সুগধ হইয়া রহে দেখিয়া সুঠাম।। এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।। লাগিল মোহ নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন […] keyboard_arrow_right
  • শুন প্রাণসখা আমি সে জানিয়ে
    ”শুন প্রাণসখা আমি সে জানিয়ে অনেকু টোনার খেলা। তাহাই খেলিতে যাইব ত্বরিতে শুন পরাণের কালা।।” কহে তবে তায় সেই যদুরায় ”কিবা সে খেলিবে ভাই। দেখি তাহা আমি আপন নয়ানে তবে সে প্রতীত যাই।। সখাহে সুবল এইখানে খেল কোন্‌ সে করিবে টোনা। যদি মনে লাগে এই হিয়া জাগে।। তবে সে যাইব জানা।।” ”বৈসহ আনন্দে তরু আশানন্দে […] keyboard_arrow_right
  • সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে
    সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে যুমনা সিনান করি। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাবয়ে ঝঙ্কার করয়ে ফিরি।। নানা আভরণ মণির কিরণ সহজে মলিন লাগে। নবীন কিশোরী বরণ বিজুরি সদাই মনেতে জাগে।। সই সে নব রমণী কে। চকিতে হেরিয়া জ্বলত এ হিয়া ধরিতে নারি এ দে।। পুন না হেরিলে না রহে জীবন তোমারে কহিনু দড়। কহে চণ্ডীদাস পুরাহ […] keyboard_arrow_right
  • সহচরী ধায় আনিতে চেতনী
    সহচরী ধায় আনিতে চেতনী আনি আহীরিণী এক। দেখিয়া নাটিকা করে কর ধরি বুঝিল যে পরতেক।। নহে জ্বর জ্বালা দেব অপঘাত কোন বা বায়ুর জোর। বুঝিতে নারিল নাটিকা চঞ্চল না হয় এ জ্বর জ্বালা। নহে দেবঘাত নহে সন্নিপাত নহে উপদেশ খেলা।। ”নাটিকা ভিতরে কিছু না পাইল শুন বৃকভানু রাজে। দেখি তন্ত্র মন্ত্র ঝারিয়ে সুতন্ত্র বসিয়ে ঘরের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ