• প্রথমহি কএলহ হৃদয়ক হার
    প্রথমহি কএলহ হৃদয়ক হার। বোললহ তঞে মোরি জিবন অধার।। অইসনে হঠে বিঘটওলহ পেম। জইসন চতুরিআ হাথক হেম।। জে ধর হরি সঞো সিনেহ বঢ়াএ। জত অনুসএ তত কহহি ন জাএ।। দুরজনি দূতী তহই ভেল। গিরিসম গৌরব সেও দূর গেল।। ভনে বিদ্যাপতীত্যাদি keyboard_arrow_right
  • প্রথমহি সিনেহ বঢ়াওল
    প্রথমহি সিনেহ বঢ়াওল জে বিধি উপজাএ। সে আবে হঠে বিঘটাওঁ দূসন কওন মোর পাএ।। এ সখি হরি সুমঝাওব কএ মোর পরথাব। তহ্নিকে বিরহে মরি জাএব তিরিবধ কওন আব।। জীবন থির নহি অথিকএ জৌবন তহু থোল। বচন আপন নিরবাহিঅ নহি করিঅএ ওল।। keyboard_arrow_right
  • প্রভাত কালের কাক কোকিল ডাকিল
    প্রভাত কালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ। উঠিয়া নাগর তুরিতে গেল যে বাঁধিতে বাঁধিতে কেশ।। সই, তোরে সে বলি যে কথা। সে বঁধু কালিয়া না গেল বলিয়া মরমে রহল ব্যথা।। রহিয়া আলিসে ঠেসনা বলিসে ঢুলু ঢুলু দুটি আঁখি। রসনে বসনে বদল হয়েছে এখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী নননী মিছা করে পরিবাদ। ইহাতে […] keyboard_arrow_right
  • বচন অমিঞ সম মনে অনুমানি
    বচন অমিঞ সম মনে অনুমানি। নিঅর অএলাহু তুঅ সুপুরুষ জানি।। তসু পরিনতি কিছু কহহি ন জাএ। সূতি রহল পহু দীপ মিঝাএ।। এ সখি পহু অবলেপ সহী। কুলিস অইসন হিয় ফাট নহী।। করজুগে পরসি জগাওল ভাব। তইঅও ন তেজ পহু নীন্দ সভাব।। হাথ ঝপাএ রহল মুহ লাএ। জগইত নিন্দ গেল ন হোঅ জগাএ।। keyboard_arrow_right
  • বড়ি বড়াই সবে নহি পাবই
    বড়ি বড়াই সবে নহি পাবই বিধি নিহারই যাহি। অপন বচন জে প্রতিপালয় সে বড় সবহু চাহি।। সাজনি সুজন জন সিনেহ। কি দিয় অজর কনক উপম কি দিয় পসান রেহ।। ও জদি অনল আনি পজারিয় তইও ন হোয় বিরাম। ই জদি অসি কি কসি কই কাটী তইও ন তেজয় ঠাম।। গরল আনি সুধারসে সিঞ্চিঅ সীতল হোমায় […] keyboard_arrow_right
  • বরিসএ লাগল গরজি পয়োধর
    বরিসএ লাগল গরজি পয়োধর ধরনী দন্তুদি ভেলী। নবি নাগরী রত পরদেশ বালভু আওত আসা গেলী।। সাজনি আবে হমে মদন অধারে। সূন মন্দিরো পাউস কে জামিনি কামিনী কী পরকারে।। লঘু গুরু ভএ সবি পএ ভরে লাগলি নীচেও ভউ অগাধে। কওনে পরি পথিকে অপন ঘর আওব সহজহি সব কা বাধে।। এহে বেআজ কইএ পিআ গেলা। আওব সময় […] keyboard_arrow_right
  • বসন হরইতে লাজ দুর গেল
    বসন হরইতে লাজ দুর গেল। পিয়াক কলেবর অম্বর ভেল।। অঞোধে মুহে নিহারিএ দীব।। মুদলা কমল ভমর মধু পীব।। মনমথ চাতক নহী লজাএ। বড় উনমতিআ অবসর পাএ।। সে সব সুমরি মনহুকী লাজ। জত সবে বিপরিত তহ্নিকর কাজ।। হৃদয়ক ধাধস ধসমস মোহি। আওব কহব কি কহিলী তোহি।। keyboard_arrow_right
  • বাঢ়লি পিরিতি হঠহি দূর গেলি
    বাঢ়লি পিরিতি হঠহি দূর গেলি। নয়ন কাজর মুহ মসি ভেলি।। তে অবসাধে অবসিন ভেল দেহ। খত কুমেঢ়া সন বুঝল সিনেহ।। সাজনি কি পুছসি মোহি। অপদ পেম অপদহি পউ মোহি।। জঞো অবধানিঞ পরজনু জান। কন্টক সম ভেল রহএ পরান।। বিবহানল কোইল কব জাবি। বাঢ়লি হবি জনি সীচিতা বারি।। ভনই বিদ্যাপতীত্যাদি keyboard_arrow_right
  • বিপত অপত তরু পাওল রে
    বিপত অপত তরু পাওল রে পুন নব নব পাত। বিরহিন-নয়ন বিহল বিহি রে অবিরল বরিসাত।। সখি অন্তর বিরহানল রে নিত বাঢ়ল জায়। বিনু হরি লখ উপচারহু রে হিয় দুখ ন মেটায়।। পিয় পিয় রটএ পপিহরা রে হিয় দুখ উপজাব। কুদিনা হিত জন অনহিত রে থিক জগত সোভাব।। কবি বিদ্যাপতি গাওল রে দুখ মেটত তোর। হরখিত […] keyboard_arrow_right
  • বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
    বেরাইতে রাধা নাহি পড়ে বাধা পশরা লইতে মাথে। তবে কি এ পথে পশরা লইয়া আসিথু বড়াই সাথে।। সব গোপীগণ বিরস বদন কহিছে কানুর কাছে। ”বিকি গেল বয়ে বেলা সে উচর অনুরথ হয় পাছে।। অবলা দেখিয়া পথের মাঝারে এত পরমাদ কর। তোমার চরিত বুঝিতে না পারি কুবুদ্ধি ছাড়িতে নার”।। রাই বলে ”তুমি গোকুলে বসতি শুনেছি তোমার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ