গরুড় তাঁর বৈমাত্রেয় ভাই কদ্রূপুত্রদের জন্য অমৃত নিয়ে ফিরে আসছেন, এইসময় পথে শ্রীহরি বিষ্ণুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। গরুড় অমৃত লাভ করেও তা নিজে পান না করে অপরের জন্য নিয়ে যাচ্ছেন – পক্ষীরাজের এই লোভ সংবরণ গুণে শ্রীহরি মুগ্ধ হলেন। প্রসন্ন নারায়ণ গরুড়কে বরদান করতে চাইলে গরুড় বললেন—আমি আপনার উপরে স্থান পেতে ইচ্ছা করি এবং অমৃত পান না করেও আমি অজর ও অমর হতে চাই। নারায়ণ তাঁকে সেই বর দান করলেন। গরুড় তখন নারায়ণকে বললেন—আমিও আপনাকে বর দিতে ইচ্ছা করি। আপনি বর প্রার্থনা করুন। ভগবান বিষ্ণু গরুড়কে বাহনরূপে প্রার্থনা করলেন। প্রসন্ন গরুড় সেই বর দান করে ফিরে চললেন। সেই ভগবান বিষ্ণু গরুড়াসন।