২0৬ – দধি দুধ ঘৃত ঘোল বিকণিআঁ রঙ্গে

এহে। দধি দুধ ঘৃত ঘোল বিকণিআঁ রঙ্গে। পথ মেলি জাএ রাধা বড়ায়ির সঙ্গে।।
হরষিত মনে জাএ চন্দ্রাবলী ঘর। কাহ্নাঞিঁর বিড়ম্বিআঁ মথুরা নগর ।। ১
শরতের রৌদেঁ রাধা বড়ায়ির বিকলী। বাটে এক তরুতলে খাণিএক বসিলী ।। ধ্রু
বিনয় জাণো কি বোলে তথাঁ আইহনের মাএ। সকল ঠায়িত মোর তোহ্মেঁসি সহাএ।। ২
সখি সম্বোধিআঁ কিছু বুইল চন্দ্রাবলী। তোহ্মার বিদিত মোএঁ যেহেন কোঁঅলী।।
রৌদ পাড়িআঁ আহ্মে জাইব ঘর। বুলিহ সাসুড়ী আনে এ সব উত্তর ।। ৩
আয়াস খণ্ডিল কিছু শীতল পবনে। চারি পাশ চাহে রাধা তরল নয়নে ।।
দেখিল কোপিল কাহ্নাঞিঁ রহিলছে পাশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
রামগিরীরাগঃ।। আঠতালা।।

২0৭ – দেবের দেবরাজ আহ্মে বনমালী

অথ রাধারসালাভপরিদূনমনা হরিঃ।
সুপৌরুষপুরক্ষার খরাখরমুবাচ তাং।।

দেবের দেবরাজ আহ্মে বনমালী। কত না ভাণ্ডসি মোরে আবালী গোআলী।।
ত্রিদশগণে রাধা মোকে ধরে মাথে। হেনয়ি দেবকে কেহ্নে পেলাঅসি হাথে।। ১
সুরতি মানিআঁ মোক বহায়িলেঁ ভার। লোকমুখে বড় মোর করায়িলেঁ খাঁখার ।। ধ্রু
তীন ভুবনে রাধা আহ্মে আধিকারী। নানা রূপ ধরি আহ্মে আসুর সংহারী।।
সে দেব হয়িআঁ মোক বিবুধি লাগিল। তোহ্মার বচনে রাধা ভার বহিল।। ২
হলী বনমালী আহ্মে এ দুয়ি ভাই । দৈবকী উদরে আহ্মে লভিল ঠাই।।
অবতার কৈল আহ্মে তোর রতি আশে। তোহ্মে কেহ্নে কর এবেঁ আহ্মাক নিরাসে।। ৩
এভোঁ গোআলিনী ধর আহ্মার বচনে। পাছেঁ কৈলি না পাইবেঁ নান্দের নন্দনে।।
না পরিহর মোরে দেহ আলিঙ্গন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।। ৪
শ্রীরাগঃ ।। রুপকং ।।

২0৮ – উচিত বচন শুন মুরারী

উচিত বচন শুন মুরারী। ভার বহিলেঁ নেহ মজুরী।।
আন কাম আহ্মে করিতেঁ নারী। এবার থাকহ মন নেবারী।। ১
বিবুধি তেজহ সুন্দর কাহ্ন। বারেক রাখহ মোর সমান ।। ধ্রু।।
দেখ সখি সব আহ্মার জাএ। সবেঁ কহিব আইহনের মাএ।।
তবেঁ করিবোঁ মো কমণ উপাএ। তেঁসি ঝাঁট ঘর জাইতেঁ জুআএ।। ২
কপট না বোলোঁ তোহ্মার থানে। আপণে গুণিআঁ দেখহ মনে।।
যেহেন সম্ভেদ হএ যখনে। তার যোগ কাম করী তখনে।। ৩
এড় দামোদর জাওঁ মো ঘরে।। আন্তর হালএ সামীর ডরে।।
এখনে আরতী ফল না ধরে। গাইল চণ্ডীদাস বাসলীবরে।। ৪
মল্লাররাগঃ।। রুপকং ।।

২0৯ – হাটে দান দেহ এ বাটে বহী

অধুনা ন বিধাতব্যং যদি রাধে মনোহিতং ।
তদা বহুবিধং দানং দীয়তাম্মা বিলম্ব্যতাং।।

হাটে দান দেহ এ বাটে বহী। ঠেঁঠা দাণে কেহ্নে বিচিবেঁ দহী ।।১
কি না ঝগড় হআঁ গেল মোরে। মিছা দান চাহী কচাল করে।। ২
আর দাণের নাহিক কাজে। দধি দুধের দিআঁ যা বাজে ।। ৩
এবেঁসি দধি দুধে দাণ সুণী। কথাঁ ছিলা হেন নীলজ দাণী ।। ৪
আহ্মার দাণ আতি পরচুর। দাণ নিআঁ করোঁ ভাবন চূর।। ৫
ভিন দাণ দিবোঁ এ ঘোল দহী। ভিন কি দিবোঁর এ বাট বহী।। ৬
লিখন পাটা পাঞ্জী পরমাণে। লেখা করহ ভিন ভিন দাণে ।।৭
ঝগড় না কর নাগর কাহ্ন। বাটে বেভার লঅ মোর দাণ ।। ৮
হাট বাট দান লিখন নেহ। যে দাণ দিবেঁ সে দাণ দেহ।। ৯
মিছাই কাহ্নাঞিঁ ঘুসসি দানে। পন্থে দুখ-দেসি নারিক কেহ্নে ।। ১0
ভাণ্ড মাথে মোর শতেক দাণে। এহা দিআঁ রাখ আপণ মাণে।। ১১
ঝগড় না কর তোঁ এহা বাটে। লাভেঁ মূলেঁ বিত্ত দানকে নাঁটে।।১২
সুরতি দেহ তোকে নাহিঁ হরোঁ। দাণ লওঁ তাক শপথ করোঁ।। ১৩
ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতী। নহে মনে পরিহার আরতী ।।১৪
দাণ বিণী আজি কাহ্ন না জাএ। বাসলীববেঁ চণ্ডীদাস গাএ।। ১৫
দেশাগরাগঃ।। ক্রীড়া।। দণ্ডকঃ।। লগনী।।

২১0 – হাটের বাটের দাণ চাহে ভীনে ভীনে

কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং।।

হাটের বাটের দাণ চাহে ভীনে ভীনে। মিছা পাঞ্জী মেলি বোলে লিখন প্রমাণে।।
ভাণ্ড মাথেঁ চাহে মোরে বোল পণ দাণ। মিছাই ঝগড় পাতে আছিদর কাহ্ন।।১
আতি আদভুত বড়ায়ি কাহ্নের কাহিণী। খণে মজুরিআ হএ খনে মাহাদাণী।। ধ্রু
যে কিছু মাণিলোঁ মোএঁ কাহ্নাঞিঁর থানে। ভার বহিলে মোর তাহার কারণে।।
দধিভার না বহিল কাহ্ন ভালমণে। এবেঁ তার বোল আহ্মে পালিব কেমনে।। ২
নিষধিতেঁ কান্ধে করী লৈল দধিভার। পসার টালিআঁ দধি ছাড়ায়িল আহ্মার।।
সব ঠায়ি আপচয় কৈল মোর হরী। দাণ চাহিতেঁ লাজ না বাসে মুরারী।। ৩
দধি দুধ ছাড়ায়িলেঁ তার কড়ী দেঊ। যে হএ মজুরি তার তাহাকেহো নেঊ।।
বোলহ কাহ্নেরে তেজু পাপবচন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।। ৪
আহেররাগঃ।। একতালী।।

২১১ – লাবণ্য জল তোর সিহাল কুন্তল

রাধিকায়া বচঃ শ্রুত্বা জরত্যা প্রতিপাদিতং।
জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণো রাধিকামিদং।।

লাবণ্য জল তোর সিহাল কুন্তল। বদন কমল শোভে আলক ভষল।।
নেত্র ঊতপল তোর নাসা ণাল দণ্ড। গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড।। ১
সুন্দরি রাধা ল সরোবরময়ী। দুসহ বিরহজরে জরিলা কাহ্নাঞিঁ।। ধ্রু
হাস কুমুদ তোর দশন কেশর। ফুটিল বন্ধুলী ফুল বেকত আধার।।
বাহু তোর মৃণাল কর রাতা উতপল। অপুরুব কুচ চক্রবাক যুগল।। ২
ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে। কনকরচিত তোর ত্রিবলী সোপানে।।
গরুঅ নিতম্ব পাট শিলা বিদ্যমানে। আরপিল হেম পাট শোভের জঘনে।। ৩
গরুঅ উরু নাল পদ হেম কমল। তাত সুললিত রএ নূপুর ভষল।।
তোহ্মা ছাড়ী নাহিঁ জরহরণ উপাএ। বাসলী শিরে বন্দী শিরে বন্দী চণ্ডীদাস গাএ।। ৪
দেশাগরাগঃ।। একতালী।।

২১২ – অনেক যতন করে মোরে চক্রপাণী

কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধা সরসমানসা
জগাদ জরতীমেব নিজাভিমতমাদরাৎ ।।

অনেক যতন করে মোরে চক্রপাণী। কত না বুলিবোঁ তারে পরিহারবাণী।।
আপণ মাথার ছত্র ধরু মোর মাথে। তবেঁ মো শৃঙ্গার বড়ায়ি দিবোঁ জগন্নাথে ।।১
আপণে বোলহ বড়ায়ি দেব গদাধরে। ছত্র ধরিলেঁ বোল ধরিবোঁ তাহারে।। ধ্রু
ঘৃত দধি দুধ বড়ায়ি সাজিআঁ পসার। দধি বিকণী লআঁ হাটে মথুরার।।
দুই পহর হৈল নগর বিশালে। পরাণ বিকল হএ রবিকরজালে ।। ২
বড়য়ী কোঁঅলী মোএঁ রৌদ পরবলে। তেকারণে দেহ মোর ঘামে তোলবলে।।
আন্তর পোড়এ মোর আর সব গাএ। সত্যেঁ বড়ায়ি চলিতেঁ নারোঁ এখো পাএ।। ৩
ভালমতেঁ বুঝাইআঁ আহ্মার বচনে। বোলহ বড়ায়ি তোহ্মে শ্রীমধুসূদনে।।
ছত্র ধরি আইসু কাহ্নাঞিঁ দিবোঁ আলিঙ্গণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
ধানুষীরাগঃ ।। লঘুশেখরঃ ।।

২১৩ – সুন্দর কাহ্নাঞিঁ তোর সুণিআঁ কাকুতী

নিপীয় রাধাবচনং ততো বচনপণ্ডিতা।
জবেন জরতী গত্বা জগাদ মধুসূদনং।।

সুন্দর কাহ্নাঞিঁ তোর সুণিআঁ কাকুতী। সদয়হৃদয় ভৈল রাধিকা যুবতী।।
তোর ভাগেঁ দিল রাধা রতি আনুমতী। হরিষ করিআঁ তার মাথে ধর ছাতী।। ১
আলপ কাম কৈলেঁ হৈব বড় কাজ। এহাত না করিহ কাহ্ন মণে কিছু লাজ।। ধ্রু
আলপ কাম কৈলেঁ বড় কাজ। এহাত না করিহ কাহ্ন মণে কিছু লাজ।। ধ্রু
এবার স্বরূপ করি মোরে বুইল রাধা। এহাত আঅর মণে না চিন্তিহ রাধা।।
ছাতী ধরিআঁ যাহা রাধিকার মাথে। কথো দূর গেলেঁ রতি পাইবেঁ জগন্নাথে।। ২
রৌদেঁ বিকলী রাধা চলিতেঁ না পারে। এখনে করিতেঁ যোগ্য তার উপকারে।।
ছাতী ধরিআঁ তার তোষিআঁ মণে। আপণার সুখেঁ তাক নেহ কুঞ্জবনে।। ৩
আহ্মার বচন তোহ্মে না করিহ আন। আপণে সকল বুঝ নাগর কাহ্ন।।
ঝাঁট করী রাধার মাথাত ধর ছাতী। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগতী ।। ৪
গুজ্জরীরাগঃ।। যতিঃ।।

২১৪ – আহ্ম ছাতী ধরাইআঁ কি সাধিবেঁ মান

রাধিকায়া বচঃ শ্রুত্বা জরত্যা প্রতিপাদিতং।
জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণো রাধিকামিদং।।

আহ্ম ছাতী ধরাইআঁ কি সাধিবেঁ মান। সহিতেঁ না পারিবোঁ এত বড় আপমান।। ১
যদি সুরতীকে তোর কাছে পতিআশ। ছাতী কেহ্নে না ধর আসী মোর পাশ।। ২
বিমতী তেজহ রাধা দেহ শৃঙ্গারে। আহ্মা ভাণ্ডিবারে কেহ্নে পাত পরকারে।। ৩
তোহ্মে কি না জাণ তীন ভুবন বিচার। কোণ বেদ পুরাণে আছএ পরদার।। ৪
কিবা বেদ শাস্ত্র আহ্মা কিবা পুণ্য পাপ। সহিতেঁ না পারী আহ্মে বিরহের তাপ ।। ৫
এতেক আরতী আছে পরে কেহ্নে মাঙ্গী। বিহা করিতেঁ না জুআএ হএ তোহ্মে যোগী।। ৬
আহ্মে হরী আহ্মে হর আহ্মে মহাযোগী। কর যোড় করি রতি ভিক্ষ্যা তোক মাঁগী ।। ৭
দেখিআঁ সাধুর ধন চোর পুড়ী মরে।
পাহাড়ীআরাগঃ।। একতালী।। লগনী দণ্ডকঃ।।

[ইহার পর ১০৪-১০১১ সংখ্যক পাতা পুথিতে নাই]