২৮২ – গোচরিল রাধা মোর মাএর চরণে

রাধাকুচরিতং স্মৃত্বা প্রকুপ্য মধুসূদনঃ।
জগাদ জরতী তস্যাঃ করিষ্যন্নুচিতং ফলং।।

গোচরিল রাধা মোর মাএর চরণে। তেকারণে পায়িল আপমাণে।।
বড়ায়ি ল। আজি হৈতেঁ রাধিকাত নিবারিলোঁ মণে।
সরূপেঁ কহিলোঁ তোর থানে।। ১
বড়ায়ি ল। আহ্মার করিল রাধা বড়ায়ি খাঁখার। আরসি করিবোঁ প্রতিকার ।। ধ্রু
আপণে করিব আহ্মে তেহেন ঊপাএ। যেহ্ন রাধা পড়ে মোর পাএ।।
মরমেঁ হাণিবোঁ তারে মনমথবাণে। নিবেদিলোঁ তোহ্মার চরণে।। ২
সব লোকেঁ হাসে যেহ্ন দিআঁ করতালী। তেহ্ন তারে করায়িবোঁ বিকলী।।
আহ্মার মনত জাগে আতি বড় রোষে। তোহ্মে মোক নাহিঁ দিহ দোষে।। ৩
হেন মণে করে লওঁ রাধার পরাণে। নাহিঁ করোঁ তোহ্মার কারণে।।
আজি হৈতেঁ রাধিকাত নিবারিলোঁ আশে। গাইল বড়ু চণ্ডীদাসে ।। ৪
দেশাগরাগঃ।। রুপকং।।

২৮৩ – আহ্মার বচন শুণ কাহ্নাঞিঁ গোআল

আহ্মার বচন শুণ কাহ্নাঞিঁ গোআল।
গোআলিনী রাধা পাতে আশেষ জঞ্জাল।
হাণ পাঁচ বাণে তাক না করিহ দয়া। গোআলিনী রাধার খণ্ডুক সব মায়া।। ১
শুণহ কাহ্নাঞিঁ তোহ্মে আহ্মার বচনে। রাধাক হাণ ফুলের পাঁচ বাণে।। ধ্রু
পুরুবেঁ রাধাক দিলোঁ মো তোহ্মার তাম্বুলে।
কোণো পরকারেঁ না শুণিল মোর বোলে।।
কোন কাম না কৈলে তোহ্মাত লাগিআঁ ।
আপণা বোলায়িল সতী আহ্মাক মারিআঁ ।। ২
বিলম্ব না কর কাহ্ন মোর বোল শুন। ঝাঁট করী ফুলের ধনুত দেহ গুণ।।
স্তম্ভন মোহন আর দহন শোষনে। ঊছাটিণ বাণে লঅ রাধার পরাণে ।। ৩
ত্রিজগতনাথ তোহ্মে দেব বনমালী। তোহ্মাকে না করে ভয় রাধা চন্দ্রাবলী।।
ঊলটিআঁ সে যাচু তোহ্মাক যতনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
আহেররাগঃ।। একতালী ।।

২৮৪ – ময়ূর পুছেঁ বান্ধিআঁ চূড়া তাত কুসুমের মালা

কৃষ্ণোনুমতিমাসাদ্য জরত্যা কৃতমণ্ডনঃ ।
পঞ্চবাণশরৈশ্চক্রে রাধিকামারণে মতিং।।

ময়ূর পুছেঁ বান্ধিআঁ চূড়া তাত কুসুমের মালা।
চন্দন তিলকেঁ শোভিত ললাট যেহ্ন চাঁদ ষোলকলা ।।
কাজলেঁ উজল নয়নযুগল খঞ্জনকে উপহাসে।
ঈষত হাসত ভুবন মোহন যেহ্ন কমল বিকাসে।। ১
ফুলের ধনু হাথে করী কাহ্ন গেলা বৃন্দাবন পাশে।
রাধার বচন আনলেঁ দগধ মনত করিআঁ রোষে।। ধ্রু
হিরাঞঁ জড়িত রতন কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগলে।
সিন্দূর লুলিত মুকুতা পাঁতী সম দশন উজলে।।
মনোহর হার কেয়ূর পহ্রী আঙ্গদ যুগল হাথে।
রতন কঙ্কন আতি বিতপন পহ্রীল জগতনাথে ।। ২
সকল শরীর চন্দনে লেপিল নেত ধড়ী পরিধানে।
তাহার উপর মণি রিচিত কিঙ্কিণী বান্ধিল কাহ্নে।।
কর্পূর বাসিত তাম্বুল বদনে হাথে কনকের বাঁশী।
কদম তলাত কোমল পাতত থাকিলা কাহ্নাঞিঁ বসী ।। ৩
শীতল শরীর জন মনোহর কোকিল পঞ্চম গাএ।
সব তরুগণ বিকাস কুসুম ভ্রমর কাঢ়এ রাএ।।
আতি রুষ্ট হআঁ রহিলা কাহ্নাঞিঁ রাধা মারিবার আশে।
বাসলীচরণ শিরে বন্দিআঁ গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
পাহাড়ীআরাগঃ।। ক্রীড়া।।

২৮৫ – কাহ্নাঞিঁকে পথতে রাখিআঁ

কাহ্নাঞিঁকে পথতে রাখিআঁ । আল বড়ায়ি। রাধার পাশক গিআঁ।। ল রাধা ।।
বুইল তোহ্মে কি কাম করহ। আল এবেঁ কেহ্নে হাটক না জাহ।। ল রাধা।। ১
দুধ দধি ঘরে রাখ কেহ্নে। আল। রাজপদ কি পাইল আইহনে।। ল রাধা ।।ধ্রু
ঝাঁট করী সাজহ পসারা। দধি বিকে জাইঊ মথুরা।।
এসি আছে জীবার উপাএ। তাহাক এড়িতেঁ না জুআএ।। ২
যত আছে তোর সখিগণে। সহ্মাক আণহ এই খনে।।
ঝাঁট যবেঁ হাটক জাইএ। তবেঁ লাভে পসার বিচিত্র।। ৩
সত্বরেঁ চলহ এহা জাণী। আন না করিহ মোর বাণী।
তোর সঙ্গে যাওঁ মো হরিষে। গাইল বড়ু চণ্ডীদাসে।।৪
ধানুষীরাগঃ।। যতিঃ।।

২৮৬ – বড়ায়ির বচন শুণী রাধা চন্দ্রাবলী

বড়ায়ির বচন শুণী রাধা চন্দ্রাবলী। দধির পসরা লআঁ মথুরা চলিলী।। ১
ললিত খোঁপাত শোভে চম্পকের মালা। হরশিরে শোভে যেহ্ন কনকমেখলা।। ২
শিশত সিন্দূর শোভে উয়ে যেন সূর। নয়ন দেখিআঁ খঞ্জন জাএ দূর ।। ৩
নানা আভরণ রাধা পহ্রী সাবধানে। পসরা ঢাকিআঁ লৈল বিরোধা।। ৫
কথো দূর গিআঁ যমুনাত পার হআঁ। বৃন্দাবনের পাশে মিলিলা গিআঁ ।। ৬
দেখিল কদমতলে বসে কাহ্নাঞিঁ। ধীরেঁ বড়ায়ি মেলিলী তার ঠাই।। ৭
তখন রহিল রাধা বৃন্দাবন পাশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ।। ৮
মালবরাগঃ।। রুপকং।। দণ্ডকং।।

২৮৭ – আনেক করিআঁ যতনে

আনেক করিআঁ যতনে। আল। রাধারে আণিলোঁ এহা থানে।। ল ।।
আল কাহ্ন পুরুব যুগতি আনুমানে। আজি রাখ আপণ মানে।। ল ।। ১
কি কহিব রাধার কথা। কহিতেঁ মতন লাগে বেথা।।
তেহ্ন কৈল তোহ্মা খাঁখার। যেহ্ন লাজ পায়িলেঁ আপার।। ২
কহিলোঁ মো তোহ্মাতে সরূপ। ঝাঁট কর তার আনুরূপ।
জুড়িআঁ মদন পাঁচ বাণে। আজি লঅ রাধার পরাণে।।৩
রাধা যবেঁ বিরহেঁ বিকলী। হআঁ চাহে তোহ্মা বনমালী।।
তবেঁ বড় পাইএ হরিষে। গাইল বড়ু চণ্ডীদাসে।।৪
ধানুষীরাগঃ ।। যতিঃ ।।

২৮৮ – বোল রাধিকারেঁ বড়ায়ি আহ্মার বচনে

মমাপি মতমেকান্তং জরতিত্বদুদীরিতং।
অধুনা রাধিকামেতৎ প্রতিপাদয় মদ্বচঃ।।

বোল রাধিকারেঁ বড়ায়ি আহ্মার বচনে। তাহাক করিল আহ্মে আনেক যতনে।।
তভোঁ আনুমতী মোক নাঁ দিলেক ভালে। তাহার মণ থীর নহে কোণ কালে।। ১
আতি বড় কৈল রাধা আহ্মার খাঁখার। এবেঁ পাঁচ বাণে প্রাণ লইবোঁ তাহার ।। ধ্রু
পুরুবেঁ তাহাক আহ্মে পাঠায়িল পান। তাহাক পেলাআঁ মোর কৈল আপমান।।
আহ্মার কারণে তোহ্মা চড়েঁ মারিল। সে কারণে রাধা মোক বড় দুখ দিল।।২
আত যত দিল মোরে নানাবিধ গালী। তাহাক সহিল আহ্মে দেব বনমালী।।
যতন করিআঁ আহ্মে কান্ধে আপণার। তার বোল পালিলোঁ বহিলোঁ দধিভার।।৩
তাহার কারণে কালীদহে দিলোঁ ঝাঁপ। সকল লোকের মণে লাগি গেল কাঁপ।।
তভোঁ না রহিলোঁ বড়ায়ি তাহার মণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
রামগিরীরাগঃ।। আঠতালা।।

২৮৯ – তোহ্মার চরিতেঁ রাধা পাআঁ আপমাণে

দামোদরস্য বচসা তরসা জরতী ততঃ।
রাধায়ঃ সবিধং গত্বা নিভৃতং নিজগাদ তা।।

তোহ্মার চরিতেঁ রাধা পাআঁ আপমাণে।
আসুলিখ হআঁ মোক পাঠায়িল কাহ্নে।।
হেন বুয়িল তাত লাগি কইলোঁ যত কাজ। তাক আন করে পড়িলেঁ মুণ্ডে বাজ ।।১
এবেঁ সে জাণিলোঁ ভালেঁ রাধার বেভার। মাআক জাণাআঁ মোর করিল খাঁখার ।। ধ্রু
বিথর সহিলোঁ তার গালি বচনে। ভার বহিল আহ্মে তাহার কারণে।।
তভোঁ সুখ না ভৈল তাহার মণে। কেমনে তোষিব আর হেন নারী জনে।। ২
এতেকেঁ লখিলোঁ রাধা কাহ্নাঞিঁর মণে। বড় রোষ উপজিল তোহ্মার কারণে।।
সরূপেঁ ফুলের ধনু জুড়িল পাঁচ বাণে। হাণিআঁ লৈবেক রাধা তোহ্মার পরাণে ।। ৩
পরাণ নাতিনী মোর ধরহ বচন। আপণে আসিআঁ ধর কাহ্নের চরণ।।
তবেঁ সে রাখিব কাহ্নাঞিঁ তোহ্মার পরাণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।।৪
গুজ্জরীরাগঃ।। যতিঃ।।

২৯0 – খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর

খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
কেশপাশে নীল বিদ্যমানে । এআ।
সিসের সিন্দূর সূর ললাটে তিলক চাঁদ
নয়নত বসএ মদনে।। এ আ ।। ১
সুণ বড়ায়ি ল
বোল গিআঁ গোবিন্দক বাতে। এআ।
তীন ভুবন বীর রাখএ যৌবন ধন
কি করিতেঁ পারে জগন্নাথে ।। ধ্রু
নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ
বিম্ব ওষ্ঠ পুষ্প দন্ত সঙ্গে।
কুচযুগ যুধিষ্টির বাহু দণ্ড মনোহর
সুগ্রীব শরীর বসে রঙ্গে ।। ২
বলি বসে নাভীতলে পৃথু নিতম্ব যুগলে
মাঝ দেশে সিংহ বিদ্যমানে।
জঘনে বসে নুপুরু আতিশয় রুচি গুরু
পদনখ নক্ষত্রগণে ।। ৩
হাথে ধরী ধনু বাণে কাহ্ন আসু বিদ্যমানে
তভোঁ তাক নাহিঁ মোর ডরে।
বোল দূতা কাহ্ন পাশে গাইল বড়ু চণ্ডীদাসে
দেবী বাসলীরবরে।। ৪
ধানুষীরাগঃ।। লঘুশেখরঃ।।

২৯১ – রাধা নিতী বিকণসি দধী

জরতীমুখতঃ পীত্বা রাধাগর্ব্ববচো হরিঃ।
সবাণং ধনুরাকৃষ্য গত্বা স্বয়মুবাচ তাং।।

রাধা নিতী বিকণসি দধী। তোর হৈবে কত না বুধী।। ১
কাহ্নাঞিঁ হওঁ মো গোআলজাতী। মোর বুধী তোর খেঊমতী।। ২
রাধা। মাথাত গুলাল ফুলে। তোর নহে সে লাখেক মূলে।। ৩
বোলসি তোঁ তুতীবচনে। তাত না লাগে আহ্মার মনে ।। ৪
হআঁ তোঁ গোআলঝিআরী। তোহ্মে এত বড় আছিদরী।। ৫
নহোঁ কাহ্ন মো আছিদরী। বড় নিলজ তোহ্মে মুরারী।।৬
রাধা তোর থীর নহে মণে। তোকে মন্দ বোলোঁ তেকারণে।। ৭
কংস বড় দুরুবারে। তার ভএ নিবারোঁ তোহ্মারে।। ৮
কংস মারিবোঁ পরাণে। তবেঁ সাধিবোঁ আপণ মাণে।। ৯
কালী খাইলেঁ তোহ্মে খীরে। আজি বোলসি বামন বীরে।।১0
খাআঁ পূতনার খীরে। তার পরাণ হরিলোঁ শরীরে।। ১১
বধিলেঁ পূতনা নারী। তোহ্মে তিরীবধিআ মুরারী ।। ১২
মারন্তাক যে না মারে। তার পাণী না লএ পীতরে।। ১৩
তোর মুখ নাহিঁ চাহী। তোহ্মে আতি পাপিআ কাহ্নাঞিঁ ।। ১৪
জুড়িআঁ এ পাঁচ বাণে। আজি লইবোঁ তোর পরাণে।। ১৫
তোহ্মে না কর মোর নিরাসে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ১৬
কোড়ারাগঃ।। ক্রীড়া।। লগনী।। দণ্ডকঃ।।

২৯২ – আহ্মার বচন কাহ্নাঞিঁ ধরহ মণে

আহ্মার বচন কাহ্নাঞিঁ ধরহ মণে। মতি নিবারহ তোহ্মে আশেষ যতনে।।
আহ্মাক মারিআঁ তোহ্মে কথাঁ পাইবেঁ ঠাই।
মণত গুণিআঁ চাহ আপণে কাহ্নাঞিঁ ।। ল ।। ১
না যোড় না যোড় মদন পাঁচ বাণে।
আকারণে কাহ্নাঞিঁ মোর লইবেঁ পরাণে।। ল ।। ধ্রু
দশ চারি বরিষের হওঁ মো গোআলী। হেন তিরী মারিতেঁ অযোগ বনমালী।।
তোহ্মে যবেঁ হাণিবেঁ আহ্মাক পাঁচ বাণে। কাটারত ভর করী তেজিবোঁ পরাণে।। ২
অবুধ কাহ্নাঞিঁ তোঁ মোর বোল সুণ। পরার বচনে তোঁ ধুনত না দেঁ গুণ।।
তোহোর ধনুর বাণে মরণ আহ্মার। এ পুণী কাহ্নাঞিঁ তোর বড়ই খাঁখার।। ৩
দেবাসুর নর যার নাহিঁ সহে টান। তিরীর উপরে সে যোড়ে পাঁচ বাণ।।
না জাণিআঁ রুখ বুইলোঁ তোহ্মার চরণে। পুরিবোঁ তোহ্মার আশ না জুড়িহ বাণে।। ৪
গরঞ্জালী বুঢ়ী আছে তোহ্মার পাশে। লোক ধরম কাহ্নাঞিঁ সব তোর নাশে।।
আহ্মা মাইলেঁ তোর পাপেঁ নাহিঁক মুকতী। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগতী।। ৫
বেলাবলীরাগঃ।। রুপকং।।

২৯৩ – গুআ পান দিআঁ পাঠায়িলোঁ তোরে

গুআ পান দিআঁ পাঠায়িলোঁ তোরে। বিণি আপরাধেঁ তো মারিলি তাহারে।।
কোণ কাম না কয়িলোঁ তোহ্মারে আন্তরে। সংসার ভরায়িলি তোঁ আহ্মার খাঁখারে।।১
মারিবোঁ জুড়িআঁ মদন পাঁচ বাণে। কংস নরপতি তোর রাখঊ পরাণে।। ধ্রু
দেব আসুর যার না সহে টান। হেন বাণে রাধা তোর লইবোঁ পরাণে।।
যদি বা আছএ তোর পরাণের ভএ। শরণ সাম্বাহ তবেঁ বড়ায়ির পাএ।। ২
আনেক কাকুতী করিলোঁ তোহোরে। তভোঁ মোর আশমান কৈলেঁ বারে বারে।।
এতেকেঁ জাণিলোঁ তোর থীর নহে মণে। এবেঁ মোর হাথে তোর আবসি মরনে।। ৩
তোহ্মাক মারিবোঁ আর আইহন বীর। আর কংস মারিতেঁ মন কৈলোঁ থীর।।
তোহ্মার জীবার আর নাহিঁক ঊপাএ। বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ।। ৪
বসন্তরাগঃ।। একতালী।।

২৯৪ – সুণ হে বড়ায়ি বোলোঁ তোহ্মার চরণে

নিশম্য কৃষ্ণবচনং বৃদ্ধান্তিকং যযৌ।
জগাদ চ নিজত্রাণপরায়ণমিদং বচঃ।।

সুণ হে বড়ায়ি বোলোঁ তোহ্মার চরণে। নিষধ কাহ্নাঞিঁকে মোক মা জুড়িহে বাণে।।
সব ঠাই তোহ্মে মোর নিস্তার কারণে। এবেঁ তোত লাগি হত্র আহ্মার মরণে।। ১
সুণ হে বড়াই মোরে দয়া ধর মণে।
বারেক কাহ্নাঞিঁক বুলী রাখহ পরাণে।।ধ্রু
তোহ্মে যে বড়ায়ি হঅ কাহ্নঞিঁর দূতী। বারেক কাহ্নের মোর করাহ পিরিতী।।
এবার রাখহ বড়ায়ি আহ্মার পরাণ। লাখেকের মুদড়ী দিবোঁর হাথ দাণ।। ২
একে মোরে রুঠ কাহ্ন তাহে রোষ তোর। এতেকেঁ জাণিলোঁ নিস্তার নাহিঁ মোর।।
কোপ ছাড়ী বোল কাহ্নে মোহোর আন্তরে। যেহ্ন রক্ষা করে মোরে দেব দামোদরে।। ৩
আর কভোঁ না লঙ্ঘিবোঁ তোহ্মার বচনে। সে করিহ তবেঁ যেবা থাকে তোর মণে।।
আহ্মা মাইলোঁ বড়ায়ি কি পুরিবেঁ কাহ্নের আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
বসন্তরাগঃ।। যতিঃ।।

২৯৫ – কালী দলিল আহ্মে শলিল শোষিল

বিরপীতমতির্বৃদ্ধা জগাদ হরিমন্যথা।
অথ তদ্বচ[সং প্রাপ্য]রাধাং প্রাহ হরিঃ পুনঃ।।

কালী দলিল আহ্মে শলিল শোষিল। কংস মারিবারে আহ্মে আবতার কৈল।।
মামা বধ করিবোঁ মে লিখিত করম। তেকারণে গোপকুলে লভিল জরম।। ১
পসরিলহে মদন পাঁচ বাণে। কে তোর রাখিবে রাখঊ পরাণে ।। ধ্রু
হের ফুলের ধনু ফুলের পাঁচ বাণ। এহি ফুলেঁ আজি তোর লইবোঁ পরাণ।।
আহ্মার খাঁখার কৈলেঁ সব জন থানে। তেকারণে রাধা তোক যোড়োঁ পাঁচ বাণে।। ২
হেন পাঁচ বাণে কাহ্ন মারে পরতিরী। আহ্মা না চিহ্নসি রাধা বড় আছিদরী।।
পুরুবে দূতী মারিলি কমণ কারণে। এবেঁ তোর ফল হের দেওঁ এহি বাণে।। ৩
বাম হাথে ধনুক ডাহিণ হাতে বাণ। রাধার হিআত মাইল সুদৃঢ় সন্ধান।।
পড়িলী হালিআঁ রাধা ফুলের শরে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে।। ৪
বসন্তরাগঃ।। একতালী।।

২৯৬ – এথাঞিঁ রহিআঁ বড়ায়ি সজাইবোঁ ঘর

অথ কৃষ্ণকরাকৃষ্টশরাসনসমুদ্গতৈঃ।
শরৈঃ সংভিন্নহৃদয়া রাধাহ জরতীমিদং।।

এথাঞিঁ রহিআঁ বড়ায়ি সজাইবোঁ ঘর।
এথাঞিঁ আণায়িবোঁ বড়ায়ি নান্দের সুন্দর।।
এথাঞিঁ তা লয়ি মোঁ করিবোঁ শৃঙ্গার। সফল করিবোঁ নব যৌবন ভার ।।১
কত সহিবোঁ এ বড়ায়ি ল। কুসুমশর বাণ কত সহিব ।। ধ্রু
এথাঞিঁ যমুনা বড়ায়ি এথাঞিঁ বৃন্দাবন। এথাঞিঁ আণাঅ মোর নান্দের নন্দন।।
এথাঞিঁ কাহ্নাঞিঁর মোঁ ধরিবোঁ নিচোলে।
এথাঞিঁ কাহ্নাঞিঁকে দিবোঁ কুচ ভেড়ি কোলে।। ২
এ নব যৌবন বড়ায়ি ময়মত করী। লাজ আঙ্কুশেঁ তাক নিবারিতেঁ নারী।।
দুর্ব্বার মদনশর সহিতেঁ না পারী। বাহিরে না মারে ভিতরে পুড়ী মরী।। ৩
আদেখ বাণের ঘাঅ সহিতেঁ না পারী। হেন পাঁচ বাণে কাহ্নাঞিঁ মারে পরতিরী।।
এহা বুলী মুরুছা গেলী মনমথবাণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।।৪

ভৈরবীরাগঃ।। যতিঃ।।

২৯৭ – পরিহাসেঁ বুইলোঁ তোকে প্রাণে মার রাধা

পরিহাসেঁ বুইলোঁ তোকে প্রাণে মার রাধা।
তাত তোর মণে কেহ্নে নহিল বিরোধা ।। ১
মুরুছা পড়িলী রাহী দেখিআঁ বড়ায়ি। বুলিতেঁ লাগিলী কিছু কাহ্নাঞিঁব ঠাই।। ২
তোর বোলেঁ কৈলোঁ বড়ায়ি রাধার বিনাশ । এবেঁ কেহ্নে বোলহ বুয়িলোঁ পরিহাস।।৩
পুরুব যুগতি যত তোহ্মে আহ্মে কৈল। তেকারণে বড়ায়ি রাধিকা প্রাণে মায়িল।। ৪
বোল না ধরিল রাধা বুয়িলোঁ সেই রোষে। সে বচন কেহ্নে তোর মণে মায়িল।। ৪
বোল না ধরিল রাধা বুয়িলোঁ সেই রোষে। সে বচন কেহ্নে তোর মণে পরিহাসে।।৫
বিচার না করী কাহ্না কেহ্নে হেন কৈলেঁ। তিরীবধপাপেঁ আপণা মজায়িলেঁ।। ৬
বড়ায়ির বোলেঁ ভয় পাইল দামোদরে। বুইল বড়ায়ি কর আহ্মার নিস্তারে।। ৭
বিনয়ে বুইল রাধা বড়ায়ির পাএ। বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ।। ৮
পাহাড়ীআরাগঃ।। একতালী।। প্রকীণ্ণকং।। বিচিত্র লগনী।। দণ্ডকঃ।।

২৯৮ – শতেক ব্রাহ্মণ আর মায়িলেঁ গোকুল

শতেক ব্রাহ্মণ আর মায়িলেঁ গোকুল। যে পাপ সেহো নহে তিরীবধতূল।।
রাধা যেহ্ন সতী তাক জগতেঁ বাখানী। হেন রাধা মারিলেঁ চাণ্ডাল চক্রপাণী।। ১
কাহ্নাঞিঁ মোরে নাহিঁ ছো। তিরীবধিআ কাহ্নাঞিঁ ল। কাহ্নাঞিঁ মোরে নাহি ছো।।
মোরে নাহিঁ ছো কাহ্নাঞিঁ বারাণসি যা। আঘোর পাপেঁ তোর বেআপিল গা।। ধ্রু
তিরী বধ কইলি কাহ্নাঞিঁ আপণ মণে। আপযশ থাকিল তোর তীন ভুবনে।।
আপণে গুণিআঁ চাহ সুন্দর কাহ্নাঞিঁ। কোণ আপরাধেঁ মাইলেঁ চন্দ্রাবলী রাহী।। ২
একেঁ তিরী বধ আরেঁ রাজা দুরুবার। আপণ রাখিতেঁ কাহ্ন কর পরকার।।
রাধাক মারিলেঁ কাহ্নাঞিঁ কাহার বচনে। এবেঁ ঝাঁট পালাইআঁ চল বৃন্দাবনে।। ৩
রাধা জিআইবারে কাহ্নাঞিঁ কর পরকার। তবেঁসি হয়িব কাহ্নাঞিঁ তোহ্মার নিস্তার।।
আহ্মেহো থাকিব কাহ্নাঞিঁ তবেঁ হয়িব কাহ্নাঞিঁ তোহ্মার নিস্তার।।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
কহূগুজ্জরীরাগঃ।। একতালী।।

২৯৯ – মো যবেঁ জাণিবোঁ রাধা তেজিব পরাণে

মো যবেঁ জাণিবোঁ রাধা তেজিব পরাণে। তবেঁ কি যোড়োঁ বড়ায়ি ফুলের বাণে।।
সেহো কাম কৈলোঁ বড়ায়ি তোহ্মার বচনে। এবেঁ দোষ মোকে তোহ্মে দেহ কি কারণে।। ১
রাধা জিআইতেঁ মোকে উপায় নাহীঁ। সে কর যেমনে দোষ এড়াএ কাহ্নাঞিঁ ।।ধ্রু
জগতের ভালী রাধা এখনে মৈলী। দিনে পুনমীর চাঁদ যেহ্ন আথ গেলী।।
কনকচম্পক সম তার দেহযুতী। মোকে তিরীবধ দিআঁ রাধা গেলা কতী।। ২
রাধা আপরাধ কৈল আহ্মার আপর। তাক কেহো নাহিঁ জাণে করম আহ্মার।।
ফুলের ঘাএ হৈল রাধার মরণ। সুণী তোক কি বুলিবে সব গোপগণ।। ৩
তিরীকলা পাতি কিবা রাধা নিন্দ জাএ। ফুলের ঘাএ কহ্রো মরণ হএ।
ছাড়িলোঁ মো দানঘাট আর পরিহাসে।
তোলহ রাধাকে বড়ায়ি গাইল চণ্ডীদাসে।। ৪
রামগিরীরাগঃ।। আঠতলা।।

৩০০ – আছিদর কাহ্নাঞিঁ পথত কৈলেঁ বলে

আছিদর কাহ্নাঞিঁ পথত কৈলেঁ বলে। আপণার সুখে বসী কদমের তলে।।
পরাণে মারিআঁ রাধা পাঁচশরবাণে। এবেঁ কি বোলহ মো ছাড়িলোঁ সব দানে।। ১
কি কৈলী কি কৈলী কাহ্নাঞিঁ রাধাক মারিআঁ।
কথোদিন থাকিলেঁ মো দিতোঁ ষ মানাআঁ ।। ধ্রু
সব সখিগণ কাঁদে বুলি ত্রিদশের রাঅ। কি কারণে রাধার হিআত দিলেঁ ঘাঅ।।
তিল এ পাপ কাহ্নাঞিঁ লাহিঁক যে বংশে। এবেঁ তিরীবধ তোর সপত পুরুষে।। ২
কেহ্নে তিরী বধ কৈলে নান্দের নন্দনে। আর তোর মুখ না দেখিব কোণ জনে।।
যবেঁ তোহ্মে রাধাক জিআঅ এখনে। তবেঁসি পাপসাগরে তোহ্মার তরণে।। ৩
দূতীর বচনে রাধার নৈলোঁ পরাণ। হেন মিছা বচন বোলহ কেহ্নে কাহ্ন ।।
রাধাক মাইলেঁ তোহ্মে আপনার সুখে। আহ্মার মনত দিলেঁ আতিবড় দুখে।। ৪
এবেঁ যাবত না কর রাধার জীবনে। তাবত বান্ধিআঁ তোকে রাখিলোঁ মো কাহ্ন।।
শতেক ব্রহ্মবধ নহে যার তুলে। হেন তিরীবধ কাহ্নাঞিঁ সঙ্গে তোর বুলে।। ৫
আর তোক কি বা কাহ্নাঞিঁ বুলিব বচনে। রাজা কংস জাণিলেঁ হারায়িবি জীবনে।।
বান্ধিল কাহ্নাঞিঁকে বুঢ়ী এহি বচনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৬
আহেররাগঃ।। একতালী।।

৩0১ – হরিতালী চন্দ্র দেখিলোঁ ভাদ্র মাসে

হরিতালী চন্দ্র দেখিলোঁ ভাদ্র মাসে। হাথ ভরিলোঁ কিবা পুরিলি কলসে।।
ভূমিত আখর কিবা লিখিলোঁ জলে। মিছা দোষে বন্ধন আহ্মার তার ফলে।।১
বড়ায়ি মোর লাভে বন্ধন সার। আছুক লাভ মোর মূলত আফার।। ধ্রু
না পাইল চুম কোল না পাইল শৃঙ্গার। রাধার কারণে ভৈল এতেক খাঁখার।।
সুণিআঁ বা কি বুলিব মোরে সব জনে। আজি আহ্মে গোকুলক জাইব কেনমনে।। ২
তোঞঁ বুয়িলী বড়ায়ি রাধা মোরে দিল গালী। তেকারণে পরাণে মাইলোঁ চন্দ্রাবলী।।
ত্রিদশের আধিপতী নামে শ্রীকাহ্ন। তোহ্মাত লাগিআঁ সহে এত আপমান।। ৩
যে বচন বোলোঁ মোঞঁ তাত নাহিঁ বাধা। জিআইআঁ দিবোঁ মো চন্দ্রাবলী রাধা।।
বন্ধন ঘুচাহ জুনি দেখে দেবগণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
পাহাড়ীআরাগঃ।। লঘুশেখরঃ।।

৩0২ – ঘুচাইল বন্ধন তোর সুন বনমালী

ঘুচাইল বন্ধন তোর সুন বনমালী। ঝাঁট করী জিআঅ গোআলী চন্দ্রাবলী।। ১
যাবত আইহন বীর এহা নাহিঁ শুনে। তাবত উপায় কর রাধার জীবনে।। ২
বিহাণ আইলাহোঁ হৈল দুঅজ পহর। সে কর যেমনে রাধা জিআঁ জাএ ঘর ।।৩
মণের সন্তাপেঁ তোক বুলিলোঁ বচনে।
তাক না চিন্তিলেঁ মাইলেঁ রাধাক পরাণে।। ৪
আছিদর কাহ্নাঞিঁ তিরীক প্রাণে মাইলেঁ। সকল সংসার জুড়ী কলঙ্ক রাখিলেঁ ।।৫
দুরুবার কংস নরপতি আছে পাটে। তাক না মানি হেন কাম কৈলেঁ বাটে।।৬
যত আপরাধ তোর কৈল চন্দ্রাবলী । সব মরষিআঁ তাক জিআ বনমালী।। ৭
সহজেঁ হৈব তোর চন্দ্রাবলী বসে। জিআঅ রাধাক গাইল চণ্ডীদাসে।। ৮
পাহাড়ীআরাগঃ।। একতালী।। দণ্ডকঃ।।

৩0৩ – দূতীর বচন ফলে মারিলোঁ তোহ্মারে

হতাং কুসুমবাণেন রাধিকাং রসসাধিকাং ।
বিলোক্য পুরতঃ কৃষ্ণো বিললাপ নিরন্তরং।।

দূতীর বচন ফলে মারিলোঁ তোহ্মারে। কিসক তিরীবধ তোঁ দিলি আহ্মারে।।
মাএর আগে কৈলি আহ্মার খাঁখার। সব মরষিল রাধা জিঅ একবার।। ১
মাহানিন্দা যাসি কেহ্নে সুণ হে গোআলী। চিআইআঁ সমতী দেহ রাধা চন্দ্রাবলী।।ধ্রু
বারেক সুন্দরি রাধা সুণ মোর বোল।
মিনতী করিআঁ বোলোঁ গাঅখানী তোল।।
ছাড়িলোঁ মো মাহাদাণ তেজিলোঁ মো বাটে। উঠ দধি বিচ নিআঁ মথুরার হাটে।। ২
কি বা না করিল আহ্মে তোহ্মার আন্তরে। আহ্মাক হেলিলেঁ তোহ্মে সব পরকার।।
উপজিল রোষ মোক মাইলোঁ ফুলবাণে।
মো কেহ্নে জাণিবোঁ রাধা তেজিবেঁ পরাণে।। ৩
মুখ তুলি চাহ মোর পালাঊক পাপ। আঅর খণ্ডুক মোর বিরহ সন্তাপ।।
আহ্মার জীবন রহে তোহ্মার জীবনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
রামগিরীরাগঃ।। রুপকং।।

৩0৪ – কাছের কলসী রাধা পাণি

কাছের কলসী রাধা পাণি তোলসি ল পএর বাজে তোর নূপুর।
রতনে জড়িত তোর দুঈ বাহু শঙ্খ ল শিশে তোর শোভএ সিন্দূর।। ১
আল বালী হরি হরি য়ে। কেমণে মৈলিসি গোআলী।। ধ্রু
পাট পরিধান তোর নেতের আঁচল ল মাণিকেঁ খঞ্চিল দুঈ পাশে।
বারেক জিঅ রাধা রতি ভুঞ্জ সুখে ল পাছে তোক নিবোঁ কবিলাসে।।২
মো কেহ্নে জাণিবোঁ রাধা তোহ্মে মরিবেঁ ল তবেঁ কি মো হাণো পাঁচ বাণে।
ঊঠ ঊঠ আল রাধা দধি বিকে জাঅ ল আহ্মে তোর ছাড়িল দানে।। ৩
শঙ্খ চক্র গদা করে গরুড় বাহন ল আহ্মে দেব সারঙ্গধরে।
কাহ্নের বিলাপ বড়ু চণ্ডীদাস গাএ ল পাআঁ দেবী বাসলীর বরে।। ৪
আহেররাগঃ।। একতালী।।

৩0৫ – বারেক জিঅ তোঁ গোআলী

বারেক জিঅ তোঁ গোআলী। রাধা ল। আর না বুলিবোঁ ধামালী।।
এবার মুখের পেলা কালী। রাধা ল। পরিহার বোলে বনমালী।। ১
কাহ্নেরেঁ তিরীবধ দিআঁ। রাধা ল। কোণ পুরী জাইবেঁ পলাইআঁ।। ধ্রু
দহে পেলোঁ সে ফুলের বাণ। যে বাণে তেজিলি তোঁ পরাণ।।
বারেক রাখহ মোর মান। হয়িএ আহ্মে তোর প্রিয় কাহ্ন।। ২
হের মোঁ করিলোঁ যোড়হাথে। এবেঁ মোরে তুলী চাহ মাথে।।
উঠী কর সময় বাত। বিকল না কর জগন্নাথ।। ৩
আহ্মে বীর ভুবনে বিশাল। গোকুলত বালগোপাল।।
উঠী বৈশ আহ্মার পাশে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
বেলাবলীরাগঃ।। একতালা।।

৩0৬ – পুনমীর চান্দ তোহ্মার বদন

পুনমীর চান্দ তোহ্মার বদন ঘুসিএ জগত জনে ল।
বালি ত্রিদশ ঈশ্বর করায়িলেঁ ভারী সাধিলেঁ আপন মানে ল।। ১
বালী জাগ হে জাগ হে সুন্দরি রাধে মুখ তুলী চাহ মোরে ল ।। ধ্রু
মুখ তুলি আহ্মা যবেঁ নাঁ দেখিবেঁ তবেঁ মো মরিবোঁ পরাণে।
যাইবোঁ বারাণসী কিবা গোদাবরী করিবোঁ তনু তেআগে।। ২
সাগর সঙ্গমে শরীর তেআগিবোঁ রাধে তোহ্মার কারণে ল।
তোর দুখ দেখি সুন্দরি রাধে ল ধরিতেঁ না পারোঁ পরাণে।। ৩
আনল শরণ কিবা করিবোঁ যদি না দিবেঁ বচনে।
গাইল বড়ু চণ্ডীদাস শিরে বন্দিআঁ দেবী বাসলীচরণে।। ৪
সিন্ধোড়ারাগঃ।। রুপকং।।

৩0৭ – কৃষ্ণ পরশিল করে শরীর রাধার

কৃষ্ণ পরশিল করে শরীর রাধার। বিহড়িল আষ্ট ধাতু আয়িল তাহার।।
ধেআন করিআঁ করেঁ ঝাড়ে বনমালী। ধীরেঁ ধীরেঁ গাআখানী তোলে চন্দ্রাবলী।। ১
মরিআঁ জিলী রাধা গোকুল সমাজে। তিরীবধে উদ্ধার পাইল দেবরাজে।। ধ্রু
তালের বিণিঞঁ রাধাক বিচি কাহ্ন। নির্ম্মল যমুনা জল করায়িল পান।।
জিআঁ ঊঠিলী রাধা পরম হরিষে। সখিজন হুলাহুলী পাড়ে চৌদিশে।। ২
রাধা বস করি কাহ্ন গেলা বৃন্দাবনে। তার পাছে গেলী রাধা বিকলী মদনে।।
বৃন্দাবনে ভ্রমর কোকিল কাঢ়ে রাএ। বিকসিত কুসুম দক্ষিণ বহে বাএ।। ৩
আচম্বিত লুকাইলা কাহ্নাঞিঁ বৃন্দাবনে। নব কিশলয়গণে রচিআঁ শয়নে।।
তার মাঝেঁ বসিআঁ থাকিলা নারায়ণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
রামগিরীরাগঃ।। আঠতালা।।

৩0৮ – রাধাক মারিআঁ পুনী জিআইল কাহ্নে

রাধাক মারিআঁ পুনী জিআইল কাহ্নে। কৌতুক মণে কাহ্ন লুকায়িলা বনে।।
বড়ায়ি লইআঁ তাক চাহে বৃন্দাবনে। রাধা হেন বুলিআঁ বচনে।। ১
এথাঁ ছিলা কাহ্ন কথাঁ গেলা এখনে। সরূপেঁ কহিআঁ বড়ায়ি রাখ পরাণে।। ধ্রু
থানে থানে বন বিচারিআঁ বড়ায়ি। কুঞ্জের মাঝে দেখিল কাহ্নাঞিঁ ।।
কাহ্নের থানত রাধা চন্দ্রাবলী রাণী। বড়ায়িক বুইল হেন মধুরস বাণী।। ২
কাহ্নাঞিঁ কিছু তোর দয়া নাহিঁ মণে।। নাগরী রাধাক এবেঁ তেজসি কেহ্নে।। ধ্রু
রাধা মাধব দুঈ করি এক ঠাই। আতি দূর গিআঁ রহিলা বড়ায়ি।।
কাহ্ন রূপবতী রাধা দেখি নিজ পাশে। কাহ্নের মনত উপজিল রসে।। ৩
হরি দৃঢ় আলিঙ্গন রাধার দেহা। যেহ্ন নিকষত শোভে কনক রেহা ।। ধ্রু
চুম্বন করিতেঁ দন্ত দিল থানে থানে। ঘন তন জঘনে কৈল নখ দানে।।
রাধার সুণিআঁ কাহ্ন কণ্ঠ কূজনে। দ্বিগুণ মদন বেগেঁ করে নিধুবনে।। ৪
রাধার মধু তারপল কাহ্নে। চান্দের পীযূষধারা রাহুঞঁ যেহ্নে।। ধ্রু
কাহ্ন করে আতি যবেঁ গাঢ় সুরতী। রাধাঞঁ করিল তবেঁ বড়ঈ কাকুতী।।
এড় এড় কৃষ্ণ হঅ ঋণিএক তোহ্মে থীর। আতিশয় বেগেঁ পাছে বুক লএ চীর।। ৫
সহজেঁ সুরতী ভুঞ্জ দেব গদাধর। নিশান এড়িতেঁ মোকে দেহ অবসর।। ধ্রু
আঙ্গে পাতলী রাধা উন্নত যৌবনে। গাঢ় রমিল কাহ্নে মরদিআঁ তনে।।
কপট কোপ করী রাধা নাগরী গোআলী। বলে ঊঠিআঁ উপরেঁ তলে কৈল হরী।। ৬
উপরে নাগরী রাধা তলে নান্দোবালা। মেঘত ঊপরে যেহ্ন শোভে শশিকলা।। ধ্রু
যেহ্ন রতি পরকার করিল কাহ্নে। রাধাঞঁ করিল এবেঁ তেহেন দুগুণে।।
কাহ্নের ঊপরে শোভে সুন্দরী গোআলী। নীল মেঘে যেহ্ন পড়এ বিজুলী।। ৭
চঞ্চল নূপুর ঘন কিঙ্কিণী বাজে। মনমথবসে রাধা তেজিল লাজে।। ধ্রু
সুরতসুখে কাহ্ন মুকুলিত নয়নে। তখণে তোষিল রাধা মাধবের মনে।।
আতি চিত্র বসন পহ্রিআঁ বনমালী। খণিএক কাহ্নের বুকত সুতিলী।।৮
নিচলে রহিলা রাধা সুরতি আয়াসে। শক্রের ধনু যেহ্ন ঊয়িল আকাশে।। ধ্রু
হেন সম্ভেদে আসিআঁ বড়ায়ি। বুইল রাধাকে তেজহ কাহ্নাঞিঁ ।।
সত্বরে রাধা লইআঁ যাইঊ ঘর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর।। ৯
তখন রাধাক দিল মেলানী। নাচিতেঁ গাইতেঁ বুলে চক্রপাণী।। ধ্রু
পঠমঞ্জরীরাগঃ ।। ক্রীড়া।।