অথ রাধাবশাবেশবশীকৃতমনা হরিঃ ।
পুনস্তল্লাভলোভেন জগাদ জরতীঞ্চিরাৎ ।।

১৭৮ – চির দিন নাহিঁ রাধিকার দরশনে

চির দিন নাহিঁ রাধিকার দরশনে। তেকারণে বড়ায়ি থীর নহে মনে।। ১
চিন্তিতেঁ দুগুণ ভৈল হৃদয়ে মদনে। এবেঁ তাক আণী মোর রাখহ জীবনে ।। ২
যতন করিআঁ তাক রাখে আইহনে। তার মাঅ রাধিকারে চাহে খনে খনে ।। ৩
এতেকেঁ তাহাক আহ্মে আণিতেঁ না পারী।
আপণে উপাঅ মোক বোল তোহ্মে হরী।। ৪
উপস্থিত ভৈল বড়ায়ি শরত সমএ। তড় পথেঁ এবেঁ লোক মথুরাক জাএ।। ৫
এবেঁ তথাঁ কাহ্নাঞিঁর নাহিঁ আধিকার। হেন বুলী রাধা নেহ যমুনার পার ।।৬
রাধিকারে নিব আহ্মে যমুনার পার। এথী করিবোঁ কাহ্ন কোণ পরকার।।৭
সরূপ করিআঁ কাহ্নাঞিঁ কহ মোর থানে। তবেঁ রাধিকারে আণো হরষিত মনে।। ৮
যমুনার পথে আহ্মে ভার সজাইআঁ। থাকিব পথের মাঝে মঝুরিআ হআঁ ।।৯
রাধিকারে বুলিহ বিবিধ পরকার। সে যেহ্ন আহ্মাক বহাএ দধিভার।।১0
ভাল বুইলেঁ কাহ্না চল তোহ্মে ঝাঁটে।
আহ্মে রাধা লআঁ যাইউ মথুরার হাটে।। ১১
এহি পরকারেঁ তোর পুরিব আশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ১২
মালবরাগঃ।। রুপকং।। চিত্রক লগনী।। দণ্ডকঃ।।

১৭৯ – মাঝ বৃন্দাবন গিআঁ কাহ্নাঞিঁ গোআল

জরতীবাচমাচম্য মাধবো বিহিতত্বরঃ।
ভারদণ্ডাদিসামগ্রীবচনাযোগচক্রমে।।

মাঝ বৃন্দাবন গিআঁ কাহ্নাঞিঁ গোআল। চামড় গাছের বাছি কাটিলেক ডাল।।
দুঈ পাশে ছুচ করী মাঝেঁ পুষ্ট করী। বাঁহুক সজাএ ভাল দেব মুরারী।। ১
রাধার কারণে কাহ্নাঞিঁ আল বেধিল মদন। ভার সজ করিবারে করিলান্ত মন।। ধ্রু
সুচাঁছে চাঁছিল ভার দুঈ মুঠী। দুঈ পাশে নিরমিল শুশোভন গুঠী।।
ঝাঁওএঁ ঘসিআঁ তাক করিল চিকণ। বাঁহুক সংপুণ্ণ হয়িল আতী শুশোভন।। ২
নালিচা কাটিআঁ কাহ্নাঞিঁ মাঝজলে থুইল। বার পহর হয়িলেঁ তাহাক তুলিল।।
সুখায়িআঁ বাছিআঁ পাট করিল সুসর। চারী গুণ দড়ী পাকাইল দামোদর ।।৩
সুদৃঢ় বন্ধনে কৈল দুয়ি শিকিআ। তলত গাঁথিল তার দুগুটি বেণ্ডুআ।।
বাঁহুক যোড়িআঁ গেলা যমুনার পারে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে।।৪
কোড়ারাগঃ।। ক্রীড়া।।

১৮0 – আনেক প্রকারেঁ মোএঁ বুইলোঁ রাধারে

অথাভিমন্যুজননীং জরতী রজনীক্ষেয়।
ইদমাহ কৃতচ্ছদ্ম পদ্মনাভহিতাশয়া ।।

আনেক প্রকারেঁ মোএঁ বুইলোঁ রাধারে। দধি দুধ লআঁ জায়িতেঁ মথুরা নগরে।।
হাটক না জাএ মোক বোলে ধিকবাণী। রাজার কোঁঅরী ভৈলী আইহনের রাণী।। ১
দেখ আইহনের মা রাধার চরিতে। গোআলের কাম ছাড়ী করে বিপরীতে ।। ধ্রু
গোআলের কুলে রাধা জরম লভিআঁ । দধি বিকে না জাএ থাকএ বসিআঁ ।।
বিধি না লিখিত তার কপালের ভাতে। সত্যেঁ আইহনমাঅ কহিলোঁ তোহ্মাতে ।। ২
দিনে দিনে সঞ্চিত ভৈল বিথর দহী। ডাক দেওঁ মোএঁ সব গোআলিনী সহী।।
আপণে বহুক বোল হাট জায়িতেঁ তোহ্মে। একে বারেঁ সহ্মা লআঁ জাইব আহ্মে।। ৩
এ বচন মনে ভাবি আইহনের মা। রাধিকার বুইল বড়ায়ির সঙ্গে যা।।
ঘরক থাকিতেঁ চাহ কিসের আশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
দেশবড়ারীরাগঃ ।। লঘুশেখরঃ ।।

অথাভিমন্যুজননীদত্তং ভূরি পয়ো দধি।
আদায় জরতীমাহ রাধা দরভয়াতুরা।।

১৮১ – সব সখিজন মেলি বড়ায়ির ঠায়ি

সব সখিজন মেলি বড়ায়ির ঠায়ি। বিনয় করিআঁ বোলে চন্দ্রাবলী রাহী।।
সেমনে লইআঁ যাহা যমুনার পার। যেহ্ন লাগ ন পাএ কাহ্নাঞিঁ আহ্মার।। ১
সাসুড়ীর বোল সুনি ডরায়িলী রাহী। পসার সজাআঁ লৈল ঘৃত ঘোল দহী।। ধ্রু
দধি বিকে মথুরা নগরী জাএ রাধা। এবার পন্থথ কেহো না কৈল বাধা ।।
হরিষেঁ পাইল রাধা যমুনার পার। আতি বড় শ্রম পাআঁ নাম্বায়িল পসার ।। ২
সাবধানে সুন বড়ায়ি বচন আহ্মার। বহিতেঁ না পারোঁ এহা গরুঅ পসার।।
শরতে সমএ রৌদ সহিতেঁ না পারী। এভোঁ বড় দূর আছে মথুরা নগরী ।। ৩
এক মজুরিআ আন বহু দধিভার। দুঈ ভাগ করি লঊ আহ্মার পসার ।।
তবেসিঁ চলিতেঁ পারোঁ মথুরা নগর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ।। ৪
গুজ্জরীরাগঃ।। যতিঃ।।

১৮২ – যাবেঁ হাট জায়িতেঁ নাহিঁ শকতী

যাবেঁ হাট জায়িতেঁ নাহিঁ তোক্ষার শকতী। উচিত মজুরী দিতেঁ কর আনুমতী।। ১
মজুরিআ বুলিআঁ আপণে দেহ ডাক। এখনে মজুরিআ আসি মেলিব তোহ্মাক।। ২
বড়ায়ির ঠায়ি রাধা বুলিল বচনে। দধি দুধ বিচী কৌড়ী দিবোঁ তোর থানে।।৩
কাথো দূর পথ গিআঁ রাধিকা আপণে। মজুরিআ বুলী ডাকদিল ঘন ঘনে ।। ৪
আন রূপ ধরি ভার লআঁ ততিখ
[ইহার পর ৮৮/২-এর পৃষ্ঠা নাই]
তোরে লআঁ জাইতেঁ নাহিঁ পারী ।। ১৫
এহা বুঝী বাহুড়িআঁ চল নিজ ঘর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ।। ১৬
পাহাড়ীআরাগঃ ।। ক্রীড়া ।। চিত্রক প্রকীণ্ণ লগনী ।। দণ্ডকঃ ।।

১৮৩ – সঙ্গে যাইঊ রাধা এ দূরে দূরে

সঙ্গে যাইঊ রাধা এ দূরে দূরে। বাহুর বলয়া দিবোঁ পএর নূপুরে।।
পাসরিলেঁ যে তোর করিলোঁ উপকার। ভরিল যমুনাত তোহ্মাক কৈলোঁ পার।।১
সঙ্গে লইআঁ যা। গোআলার ঝিরাল।।ধ্রু
সঙ্গে জাইউ রাধা আহ্মে আহ্মে আর তোহ্মে। দধিদুধভার তোর না বহিব আহ্মে।।
দধি দুধ বিচি রাধা করিবেহেঁ কী। কাজ না বুঝ কেহ্নে গোআর ঝী।। ২
সঙ্গে জাইতেঁ রাধা না করিহ ডর। সোই মথুরা পুরী আহ্মার ঘর ।।
মথুরা পুরের মাঝেঁ আহ্মা ভালেঁ জাণী।
ভোঁখে ভাত দিবোঁ তোরে পিআসত পাণী ।।৩
আহ্মে সঙ্গে জাইতেঁ রাধা না করিহ শঙ্কা। জলধিত সেতু বান্ধি জিণিলোঁ মো লঙ্কা ।।
এবেঁ তোর সঙ্গে জাইতেঁ চাহোঁ রতি আশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ।। ৪
কহুগুজ্জরীরাগঃ।। রূপকং।।

১৮৪ – আঊ থাকিতেঁ কাহ্নাঞিঁ মরণ ইছসি

আঊ থাকিতেঁ কাহ্নাঞিঁ মরণ ইছসি। সাপের মুখেতে কেহ্নে আঙ্গুল দেসী।।
চুন বিহনে যেহ্ন তাম্বুল তিতা। আলপ বএসে তেহ্ন বিরহের চিন্তা।। ১
লাজ নাহিঁ কাহ্নাঞিঁ বদনে তোহোর। পাছে আসিতেঁ কেহ্নে চাহসি মোর ।। ধ্রু
মজুরিআ হআঁ কেহ্নে এত বড় রঙ্গ। অলপ হআঁ চাহ বড়ার সঙ্গ।।
হাথেঁ হাথেঁ চাহা কাহ্নাঞিঁ আকাশের চান্দ। …সেরেঁ করসি তোএঁ ছান্দ ।।
উত্তম জাতী তোহ্মে নান্দের বালা। পুরুষ হআঁ তোহ্মে… ।।
কল লোকের মাঝে না বাসসি লাজ। ন বহসি ভার বোলসি আন কাজ ।। ৩
মাকড়ের… ঝুনা নারিকল। আহ্মাক দেখিআঁ তেহ্ন না হঅ বিকল।।
সঙ্গে আসিবে যবেঁ লঅ দধিভারে। গাইল বড়ু চণ্ডীদাস বা… ।। ৪
মল্লাররাগঃ ।। রুপকং ।।

১৮৫ – ব্রহ্মা বেদ হরিবেক ইন্দ্রে হরিব পাণী

ব্রহ্মা বেদ হরিবেক ইন্দ্রে হরিব পাণী। সজনসমাজেঁ হরিব সত্য বাণী।।
কপিলা হরিব ক্ষীর সস্য বসুমতী। ঋষি তপ হরিবেক পণ্ডিত সুমতী।।১
না বোল না বোল রাধা হেনস বচন। কৃষ্ণেঁ ভার বহিলেঁ মজিব ত্রিভুবন ।। ধ্রু
কনিষ্ঠে লংঘিব জেষ্ঠ হআঁ দুঠমনে। প্রবল হৈআঁ সূদ্রেঁ লংঘিব ব্রাহ্মণে।।
পুত্রেঁ বাপ লংঘিব শিষ্য গুরুজনে। পুণ্য লংঘিব জনে হআঁ পাপমনে।। ২
সেবকেঁ লংঘিব প্রভু নারী নিজ পতী। আপণা মজায়িব ব্রত লংঘিআঁ সতী।।
শরণ জনের লোকেঁ লংঘিব পরাণ। দাতাএঁ লংঘিব আপণেয়ি দিআঁ দান ।।৩
সব বিপরীত হৈব রাধা তোহ্মার কাজে। আর রুঠ হয়িব তোরে ত্রিদশসমাজে।।
না বহাঅ ভার রাধা পুর মোর আশ। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
বরাড়ীরাগঃ ।। কানড়রাগঃ ।। রুপকং ।।

১৮৬ – আহ্মার বচন শুন নান্দের নন্দন

আহ্মার বচন শুন নান্দের নন্দন। ভার এড়িতেঁ তোহ্মে চাহ আকারণ ।।
মজুরি সহিআঁ তোক আণিলোঁ মো ভারী। বিণি ভার বহিলেঁ এড়িতেঁ তোর নারী।। ১
লঅ ভার কাহ্ন তোহ্মে না কর বিমতী।
তবেঁ সুখেঁ লআঁ যাইবোঁ তোহ্মাক সংহতী ।। ধ্রু।।
তোহ্মে ভার বহিলেঁ মজিব তিন লোক। এহা সুণী তোহ্মাক হাসিব সব লোক।।
আপণার বড়ায়ি আপণে নাহিঁ কহী। লঅ ভার কাহ্নাঞিঁ বিকণী হাটে দহী।। ২
সকল গোআল জাতী দধিভার বহে। তাহাত কাহারো লাজ কথাঁহো ত নহে।।
তোহ্মে কেহ্নে ভার বহিতেঁ করহ বিমতী। হেন বুঝোঁ তোহ্মে নহ গোআল জাতী ।। ৩
মনে পরিভাবি কাহ্নাঞিঁ কান্ধে কর ভার। হাট জায়িতিঁ হএ মোর বিলম্ব আপার।।
মোর সঙ্গে আইস ঝাঁট মথুরা নগর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ।। ৪
দেশাগরাগঃ ।। একতালী ।।

১৮৭ – তীন ভুবনে রাধা আহ্মে আধিকারী

তীন ভুবনে রাধা আহ্মে আধিকারী। বাছিআঁ সো পালি রাধা আহ্মাক ভারী।।
ভার গরুঅ নহে গরুঅ বড় লাজ। কেমনে জায়িব রাধা সজনসমাজ।। ১
না বোল না বোল রাধা হেনস উত্তর। কোণ লাজেঁ ভার বহিবে গদাধর ।। ধ্রু
সকট ভাঁগিল আহ্মে শুণিআছ তোহ্মে ।
জমল আর্জ্জুন তরু উপাড়িল আহ্মে।।
কংস বধিবারেঁ মোএঁ কৈলোঁ অবতার। এবেঁ কি বহিব আহ্মে তোর দধিভর।। ২
দধি দুধ বিচি তোর বিপরীত মতী। তেঁসি না চিহ্নসি আহ্মা দেব আধিপতী।।
গোআলার ঝি তোহ্মে বড় আছিদরী। তেকারণে ভার বহায়িতেঁ চাহা হরী।। ৩
যৌবনগরবেঁ বোল এ সব উত্তর। তাহাক শুণিতেঁ কোপ উপজে অন্তর।।
এভোঁহো অযোগ্য বোল রাধা পরিহর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর।। ৪
দেশবরাড়ীরাগঃ ।। রুপকং ।।

১৮৮ – প্রহরেক বলি ভৈল যমুনার ঘাটে

প্রহরেক বলি ভৈল যমুনার ঘাটে। কত খনে জায়িব আহ্মে মথুরার হাটে।।
ঘৃত দুধ নঠ হএ আম্বল দহী। দংহতী এড়িআঁ জাএ গোআলিনী সহী ।। ১
লইবেঁ না লইবেঁ ভার সুন্দর মুরারী। না বহিভেঁ ভার যবেঁ ধরোঁ আন ভারী ।। ধ্রু
ষোল শত সখিজন সহ্মে গেলা আগ। তোর বোলেঁ তা সমার না লাইলোঁ লাগ।।
বোলহ উপায় কাহ্নাঞিঁ কি বুধি করিবোঁ জাকে দুধ যোগাওঁ তারে কি বুলিবোঁ ।। ২
সব সখি গেলেঁ কাহ্নাঞিঁ হৈবোঁ একসরী।
লোক দেখিলেঁ তবেঁ আহ্মে লাজেঁ মরী।।
তোহ্মার মুখত কাহ্নাঞিঁ কিছু নাহিঁ লাজ।
ফুরাআঁ না দেহ তোহ্মে তেঁসি একো কাজ।। ৩
হার বিচিব আহ্মে ধরিব আন ভারী। বসিআঁ থাক তোহ্মে সুন্দর মুরারী।
বাহুড়িআঁ চল কাহ্নাঞিঁ নান্দের নন্দন। গাইল বড়ূ চন্ডীদাস বাসলীগণ।।৪
শৌরীরাগঃ ।। রূপকং ।।

১৮৯- বচনেক বোলোঁ সুন রাধা গোআলী

বচনেক বোলোঁ সুন রাধা গোআলী। দধিভার লআঁ জাঊ তোর বনমালী ।। ১
দধিভার লঅ তোহ্মে শুন বনমালী। নহোঁ তোর যোগ মোএঁ আবালী গোআলী ।। ২
দধিভার লইব আহ্মে এবা কোন কাজ। দেবের দেব হআঁ পাইব বড় লাজ।। ৩
লাজ করিলেঁ কাহ্নাঞিঁ হারায়িবেঁ কাজ। পাছে দোষ আহ্মারে না দিহ দেবরাজ।। ৪
ভাল বুইলেঁ রাধা মোর চিত্তে পড়িহাসে। বাব বহোঁ সুখেঁ যবেঁ দেহ রতি আশে।। ৫
ঝাঁট ভার লঅ কাহ্নাঞিঁ দৃঢ় করী দড়ী।
দধি নঠ হৈলেঁ লৈবোঁ তিন গুণ কৌড়ী।। ৬
আশেষ কপটেঁ তোর পুরীল মতী। এহি পাপেঁ হৈল তোর নপুংসক পতী ।। ৭
না জানো কপট কাহ্নাঞিঁ আহ্মে শুদ্ধমতী।
পাপসাগরে কাহ্নাঞিঁ তোহ্মে সে কুমতী ।। ৮
না বলিবোঁ তোর ভার দেহ মোর দানে। বিণি দানে নিব তোহ্মা কাহার পরাণে।। ৯
মিছা অলঞ্জাল তেজ বহ দধিভার। মনসুখ ভৈলেঁ বোল ধরিবোঁ তোহ্মার।। ১0
এ বোল সুনিআঁ কাহ্নাঞিঁ মনের উল্লাসে। ভার লএ উলটিআঁ চন্দ্রাবলী হাসে।। ১১
ভার সম কর দধি যেহ্ন নাহিঁ টলে। দধি নঠ হৈলেঁ মারিবোঁ মাগুকিলে ।। ১২
ভার সজী করি লৈল নান্দের নন্দন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ।।১৩
রামগিরীরাগঃ ।। প্রকীণ্ণ ।। লগনী ।। দণ্ডকঃ ।। একতালী ।।

১৯0 – চামড় কাঠের বাঁহুক যোড়িআঁ

চামড় কাঠের বাঁহুক যোড়িআঁ তেরছ কৈল সীকা।
আগে বড়ায়ি জাএ পাছে ভার বহে কাহ্ন মাঝে রাধিকা জাএ বিকা।।১
লড়িলা জনার্দ্দন কান্ধে লআঁ ভার দধি বিকে মথুরার রাজে।
দেখি সব দেবাগণ খলখলি হাসে ল ভাবে পাপে মজিলা দেবরাজে।। ধ্রু
সোনার ভাণ্ডে দধি দুধ সজাইআঁ রূপার ভাণ্ডে সজাইল ঘী।।
সে ভার দেব বনমালী বহে ল উলসিলী গোআলার ঝী ।। ২
ভার লআঁ জায়িতেঁ পসার টিলআঁ গেল ছাড়ায়িল কিছু দুধ দহী।
সোনার রূপার ভাণ্ড তেরছ হৈল ল দেখি বুকে ঘাঅ দিল রাহী।।৩
লাজ পাআঁ কাহ্নাঞিঁ ভার এড়িআঁ মিল দেখি সব সখিগণ হাসে।
বাসলীচরণ শিরে বন্দিআঁ গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
মাহারঠারাগঃ ।। দ্রুতমান ।। একতালী ।।

১৯১ – মো যবেঁ জাণিবোঁ কাহ্নাঞিঁ পেলাইব ভার

বচসাভরণাবৃদ্ধে তবায়ম্ভাবিকঃ কুতঃ ।
ইদানীং নাশিতন্তেন দধ্যাদি করবাম কিং।।

মো যবেঁ জাণিবোঁ কাহ্নাঞিঁ পেলাইব ভার । তবেঁ কেহ্নে দিবোঁ তারে গুরুঅ পসার।।
বহুমূল পসার করিআঁ ছারখার। পাঞ্চ দুর্গতি কাহ্ন করিল আহ্মার।।১
এহে কি লআঁ জাইবোঁ হাট আগ হে বড়ায়ি।
অখণ্ড পসার নঠ করিল কাহ্নাঞিঁ ।। ধ্রু
বিথর করী সজাইলোঁ ঘৃত ঘোল দহী। বাধা নাহিঁ দিল কেহো গোআলিনী সহী।।
কি বুধি করিবোঁ বড়ায়ি কোণ পরকার। কেহ্নমতেঁ সজ হউ দধির পসার।। ২
আপণে যাচিআঁ কাহ্নঞিঁ লৈল দধিভার। তাহাত লাগিআঁ ভারী না ধরিলোঁ আর।।
এবেঁ সজ করু কাহ্ন আপণে পসার। আপণা চিহ্নিআঁ ভার লঊ আর বার।। ৩
যেই দধি দুধ ঘৃত ভাণ্ডত আছএ। পসার সাজিতেঁ তেএঁ কাহ্নূক জুআএ।।
আপণে বুঝাহ বড়ায়ি নান্দের নন্দনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
রামগিরীরাগঃ ।। আঠতালা।।

১৯২ – আহ্মার বচনে বোল রাধা চন্দ্রাবলী

রাধিকাবচস্য ভারবহনায় পুনঃ পুনঃ ।
জরতীপ্রেরিতঃ প্রাহ রুষিতাং মদুসূদনঃ।।

আহ্মার বচনে বোল রাধা চন্দ্রাবলী। আর ভার না বহিব দেব বনমালী।।
মায়া পাতী কৈল মোর বড় অপমান। কিছু কাজ নাহিঁ মোর দেঊ মাহাদান ।।১
এড়িল বড়ায়ি হের দধির পসার। আর শির তুলী মুখ না দে
[ইহার পর ৯৩/২-এর পৃষ্ঠা নাই]
ভাঠীআলীরাগঃ ।। যতিঃ ।।

১৯৩ – নঠ করী সকল পসার

ভার। নঠ করী সকল পসার।। ধ্রু
যত নঠ কৈল মোর ঘৃত দধি ঘোল। তারে কেহ্নে না বোলহ বোল।।
ততেকেঁ সুঝাল গেল মোর মাহাদাণে। সরূপেঁ কহিলোঁ তোর থানে।। ২
ভাল ভারী আণিলেহেঁ সংসারে বাছিআঁ । হাথ দিতেঁ লিহে কলিআঁ।।
কেহ্নো রাজে না দেখিল হেন দুঠ ভারী। যাক বোল দিবাক না পারী।।৩
এবোঁহো আপণ চিহ্নি জাঊ নিজ ঘর। হেন ভারী দেখি লাগে ডর।।
বোল কাহ্নাঞিঁরে তেজু মোর আশে। গাইল বড়ু চণ্ডীদাসে ।। ৪

১৯৪ – উচিত লইবোঁ তাত নাহিঁ বাধা

নিশম্য রাধিকাবাক্যং বৃদ্ধায়া সমুদীরিতং।।
সতৃষ্ণমবদৎ কৃষ্ণো রাধিকাং রসসাধিকাং।।

উচিত লইবোঁ তাত নাহিঁ বাধা। ভার কান্ধে কৈলোঁ তোর রূপ দেখি রাধা।। ১
দাণ চাহ মোরে আর কহ পাপকথা। হেন বুঝোঁ তোহ্মার কাটিলেঁ লাগে মাথা।। ২
তোহ্মাক লাগিআঁ যবেঁ যাএ পরাণে ।
তভোঁ তোর সঙ্গ রাধা নাহীঁ চাড়ে কাহ্নে ।। ৩
মজুরিআ হআঁ হেন না বোল কাহ্নাঞিঁ। হাথ বাঢ়ায়িলেঁ কি চান্দের লাগ পাই ।। ৪
তোহ্মার বোল মোর নাহিঁ লাগে মনে। হাথ বাঢ়ায়িলেঁ চান্দ পাইলোঁ বৃন্দাবনে ।। ৫
পুরূব কালের পাতে না রুইহ মূলে। এবেঁ দোষ পাইলেঁ রাজা দেএ তিরীশূলে।। ৬
পরাণে মারিবোঁ তোর কংস নরপতী। দাণ দেহ ভারে থাকি মানহ সুরতী।।৭
তোহ্মা ভারী নাহিঁ কিছু মোর কাজ। আন ভারী বেহারিব জাইব মথুরার রাজ।।৮
আকারণে রাধা মোরে না কর নিরাস। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস।। ৯
রামগিরীরাগঃ।। লগনী।। দণ্ডকঃ।। একতালী।।

১৯৫ – দেখিআঁ তোহ্মার রূপ বিদরিতে

দেখিআঁ তোহ্মার রূপ বিদরিতে চাহে বুক সংসারত তোহ্মা কৈলোঁ সারে।
এ তোর যৌবনভার কৃষ্ণ ভুঞ্জু কথোকাল দূর জাঊ মদন আনলে ।। ১
বহিবোঁ দধির ভার তেজিবোঁ দাণ তোহ্মার প্রাণ রাধা ল।
তোতে ভোল গেল দেবরাজে।।ধ্রু
সুন বৃন্দাবন কথাঁ যে ফল পাইলেঁ তথাঁ সে ফল এথাহোঁ দিবোঁ তোরে।
ফুটিল কমল ফুল চিন্তিআঁ মন আকুল খাট পাড় যমুনার তীরে ।।২
তোঁ দেখি হারায়িলো মতী দেহ তোহ্মে আনুমতী দিবোঁ তোরে নানা আভরণে।
এ তোর রূপ যৌবন তাহাত মজিল মন এবেঁ দেহ আলিঙ্গন দাণে।। ৩
তোহ্মে রাধা চন্দ্রাবলী আহ্মে দেব বনমালী আহ্মা পরিহর আকারণে।
আহ্মার পুরহ আশ গাইল বড়ু চণ্ডীদাস বন্দিআঁ বাসলীচরণে।। ৪
মাহারঠারাগঃ।। রুপকং।।

১৯৬ – নিষধিতেঁ কাহ্নাঞিঁ দধি দুধর ভার

নিষধিতেঁ কাহ্নাঞিঁ দধি দুধর ভার আপণ ইছাএ লৈবেঁ।
পরার নারী আকাশের চান্দ তাহাক কেমনে পাইবেঁ।। ১
লড়হ না কেহ্নে নিলজ কাহ্নাঞিঁ এড়িআঁ দধির ভারে।
ঘৃত দুধ দধি নঠ না কর জাওঁ মথুরা নগরে ।।ধ্রু
আহ্মার বচন শুন কাহ্নাঞিঁ না লইহ দধির ভারে।
কভোঁ না মানিবোঁ সুরতী তোরে আপণে নিবোঁ পসারে।। ২
দাণ আধিকার নাহিক তোহ্মার কিকে মরিষহ দাণে।
বড়ই নিলজ নান্দের নন্দন ঘর জাহা নিজ মানে।। ৩
কথাঁ না দেখিল বাঁওন হাথে তালতরুফল পাএ।
বাসলী চরণ শিরে বন্দিআঁ বড়ু চণ্ডীদাস গাএ ।। ৪
ভাঠিআলীরাগঃ ।। ক্রীড়া ।।

১৯৭ – কেহ্নে মোরে বোলে রাধা নিঠুর বচনে

রাধাবচনমাচম্য বিরসং মায়য়া হরিঃ ।।
বিধায় দুর্ব্বহং ভারং জগাদ জরতীমিদং ।।

কেহ্নে মোরে বোলে রাধা নিঠুর বচনে। কোণ আপরাধ কৈল শ্রীমধুসূদনে।।
দুগুন গরুঅ ভৈল দেখহ পসার। বহিতেঁ না পারিব রাধা তুলী চাহু ভার।। ১
আগু হঊ রাধা পাছেঁ লইঊ আহ্মে ভার। তোহ্মে গুরুজন বড়ায়ি আগু জায় তার ।। ধ্রু
নিতম্ব জঘন ঘন পীন তরভার। দেহে তুলী দিল বিধি যৌবন তাহার।।
শরত সময় হের রবির সন্তাপে। এ পসার নিতেঁ নারে রাধিকার বাপে।। ২
আর মজুরিআ সব গেলা লআঁ ভার। আহ্মা ছাড়ী ভার নিতেঁ নাহিঁ পরকার।।
মোরে বচনেক বুলু রাধিকা আপণে। দধিভার লই আহ্মে হরষিত মণে।। ৩
যে বোল বুলিব রাধা সে বোল করিবোঁ। ভার বহিআঁ তার মথুরাক নিবোঁ ।।
ইঙ্গিতেঁহে দেউ রাধা সুরতীর আশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।।৪
কেদাররাগঃ।। যতিঃ।।

১৯৮ – আহ্মার বড়ায়ি পথে

নিপীয় কৃষ্ণবচনং জরত্যা প্রতিপাদিতং।
প্রাহ রাধা পরীহাসরসালসমনা হরিং ।।

আহ্মার বড়ায়ি পথে চলিতেঁ না পারে। ওহার পসার কাহ্ন তুলী দেহ ভারে।।
বোলেঁ চালেঁ না পাইএ পরার রমণী। তেকারণে বোলোঁ মোএঁ তোক হেন বাণী।। ১
লঅ দধিভার তোহ্মে মথুরাক যাই। আসিতেঁ তোহ্মাক রতি দিবোঁ মো কাহ্নাঞিঁ।। ধ্রু
ষোল শত গোপীগণ সব গেলা আগ। মোতেঁ লাগি বড়ায়ি তার না লৈলেক লাগ।।
মোত বড় দয়া লাগে বড়ায়ি দেখিআঁ। চলিতেঁ না পারে কাখে চুপড়ী করিআঁ।। ২
বড়ায়ির সঙ্গে যাইবোঁ মথুরা নগরে। আতী বুঢ়ী সেহো ঝাঁট চলিতেঁ না পারে ।।
তাহার চুপড়ী যবেঁ না দিবেঁ ভারে। তবেঁ কেন মতেং তোএঁ পাইবেঁ শৃঙ্গারে ।। ৩
আহ্মাতে লুবধ কাহ্নাঞিঁ তোহ্মার মণে। তেকারণে আইলা তোহ্মে আহ্মার গহনে।।
এবেঁ ভার লঅ ঝাঁট শ্রীমদুসূদন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ।।৪
দেশাগরাগঃ।। একতালী।।

১৯৯ – ভার বহিব তাত না করিবোঁ

ভার বহিব তাত না করিবোঁ মো আনে। বড়ায়ি সাখিএঁ বোল সত্য বচনে।। ১
কোণ কাজে লাগি আহ্মে সত্য করিব। ভার বহিলেঁ তোর বচন ধরিব।।২
মোর লোভ হয়িল তোর দেখি পয়োভার। সেসি কারণে আহ্মে বহিব তোর ভার ।।৩
লোভ হয়িলেঁ কাহ্নাঞিঁ আরতী না করী। গোপত কাজত কাহ্নাঞিঁ ছয় আখীবারী ।। ৪
পুনমীর চান্দ রাধা বদন তোহোর। তাত মজি গেল মোর নয়নচকোর ।।৫
তোহ্মার চরিত্র আহ্মেঁব বুঝিতেঁ না পারী। কথা না আছিলাহা হেন আছিদর ভারী।। ৬
তোহ্মার চরিত্র তোহ্মে জাণহ সকল। এবেঁ ঝাঁট কর রাধা যৌবন সফল ।।৭
ভার বলিহেঁ মো না মানো সুরতী। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগতী।। ৮
পাহাড়ীআরাগঃ ।। একতালী ।। লগনী ।। দণ্ডকঃ ।।

২০০ – বিধাতাএঁ হেন মোর লিখিল কপালে

বিধাতাএঁ হেন মোর লিখিল কপালে। কলঙ্ক থুয়িল জাঅ চন্দ্র দিবাকরে।।
তোহ্মার কারণে রাধা কৈলোঁ আবতার। সুখেঁ রাজ করে কংস আহ্মে বহী ভার।। ১
যুগেঁ যুগেঁ বড়ায়ি জাউ মাঝেঁ জায় রাহী।
পাছেঁ ভার লআঁ জাঊ সুন্দর কাহ্নাঞিঁ।। ধ্রু
তোর বোলেঁ ভার বহে রাধা বনমালী। আজী লাজক দিআঁ তিনাঞ্জলী।।
হেন কাম কৈল রাধা তোহ্মার কারণে। সুদৃঢ় থাকিএ এহো তোহ্মার মাণে।।২
দধিভার লআঁ আহ্মে জাইব বাটে বাটে। মোর পাণে চাহে যত লোক জাএ বাটে।।
কি কৈলেঁ কি কৈলেঁ রাধা বড় পায়িলোঁ লাজ। ভার বহায় কি কারণে দেবরাজ।। ৩
মথুরা নিকটে নাম্বায়িআঁ দধিভার। কাহ্নাঞিঁ বুইল চাহী বদন রাধার।
ভার বহিল এবেঁ দেহ আলিঙ্গন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।। ৪
মল্লাররাগঃ।। রুপকং।।

২0১ যতনে করিআঁ রাধা

যতনে করিআঁ রাধা বুয়িলোঁ বারেঁ বার।
এড়িলেঁহে কেহ্নে কাহ্নাঞিঁ লঅ দধিভার।।
সাবধানে লঅ যেহ্ন না ছাড়াএ ঘোল। বাটতে জয়িতেঁ তোরে দিবোঁ চুম কোল ।।১
এহা বুলী চৌহালিনী গোআলিনী গো। ভার বহায়িলে নান্দো যশোদার পো।।ধ্রু
দধিভার লৈল কাহ্নাঞিঁ লোক উপহাসে। বিমুখ হৈআঁ সব সখিগণ বৈশে।।
হাসে দেবগণ দেখি রাধার চরীত। কৃষ্ণক বহায়িল ভার কৈলে আনুচিত ।।২
ভার লআঁ জাএ কাহ্নাঞিঁর মথুরার হাটে। রাধাক বুইল নারদ বসিআঁ বাটে।।
বড়ার বহু হৈআঁ হেন কর কাজ। ভার বহায়িলেঁ রাধা কৃষ্ণ দেবরাজ।। ৩
দধিভার লআঁ কাহ্ন মথুরাক জাএ। উলটি উলটি রাধা কাহ্ন পাণে চাহে।।
তখন কটাক্ষ দেএ কাহ্নাঞিঁ কিছু হাসে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
বসন্তরাগঃ ।। একতালী।।

২0২ – মথুরা নগর বড়

কালক্ষেপাসহকৃষ্ণঃ সতৃষ্ণো রাধিকামিদং।
সলজ্জানয়নাকাঙ্ক্ষাপ্রকাশনমভাষত ।।

মথুরা নগর বড় সজনসমা … …
[ইহার পর [৯৮/১]-এর পৃষ্ঠা নাই]
কোড়ারাগঃ ।। একতালী ।।

২0৩ – ফল নহিব মোর বোল

ফল নহিব মোর বোল। আসিতেঁ তোহ্মাক দিবোঁ কোল।।
বহ ভার না কর তোঁ লাজ। লাজেঁ সি হারায়িএ কাজ।। ২
ঝাঁট কাহ্ন লঅ দধিভার। এ নহে কলঙ্ক তোহ্মার।।
দধি দুধ বহএ গোআলে। তাহাত কে কি বুলিতেঁ পারে।।৩
তোর মোর উভয় সমতী। আসিবার বেলেঁ দিবোঁ রতী।।
লএ ভার মনের হরিষে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪

২0৪ – কি বহিব ভার তোর

কি বহিব ভার তোর বোলে নাহিঁ ভাষ। লোকতে আহ্মার করাইলেঁ উপহাস।। ১
লোক কেহ্নে উপহাস করিব তোহ্মারে। কোণ গোআল সে নাহি বহে ভারে।। ২
ভার বহায়িলেঁ রাধা নানা পরবন্ধে। বড় দুখ পাইলোঁ ঘাঅ ভৈল মোর কান্ধে ।। ৩
বিনি দুখেঁ সুখ নাহিঁ কথাঁহো কাহ্নঞিঁ। হএ নহে পুছ তোহ্মে আপণ বড়ায়ি।। ৪
কি পুছিব বড়ায়ি রাধা আহ্মে সব জাণী। না দেখিল তোহ্মা হেন কথাহোঁ চঊহাণী।। ৫
না বোল না বোল কাহ্নাঞিঁ হেন রুখ বাণী।
আসিতেঁ পুরিবোঁ আশ তোর চক্রপাণী।। ৬
আমৃতের ধারেঁ তোঁ সিঞ্চিলি মোর মন। সরূপেঁ কি হৈব রাধা তোর এ বচন ।।৭
সরূপ কহিলোঁ কাহ্ন লঅ দধিভারে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে।। ৮
মালবরাগঃ ।। যতিঃ।। লগনী।।

২0৫ – আল কাহ্নাঞিঁ সুণীএ বচন রাধার

রাধিকাবাচমাচম্য প্রমোদতরমন্থরঃ।।
ভারমাদায় চতুরো রাধামনুষযৌ হরিঃ।।

আল কাহ্নাঞিঁ সুণীএ বচন রাধার কান্ধে তুলী লৈল দধিভারে।। ল।।
আগু করী রাধা চন্দ্রাবলী। পাছেঁ চলি জাএ বনমালী ল ।। ১
আল কাহ্নাঞিঁ বড়ায়ির নয়ন নেবারী পরিহাস করিল মুরারী । ধ্রু
হেনমতেঁ চলী ধীরে ধীরে। গেলা কাহ্নাঞিঁ মথুরা নগরে।।
মনমথেঁ বিকল শরীরে। যে করাএ রাধা সেহি করে।। ২
হাটে নাম্বাইল দধিভার । বিকী ভৈল সকল পসার।।
রাধার বুঝী গোকুলগতী। কৃষ্ণ ভৈলা বেআকুলমতী।। ৩
সুন ভার পেলাইআঁ হাটে। রাধা সঙ্গে জাএ বাটে বাটে।।
রতী আশেঁ না ছাড়এ পাশে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
ধানুষীরাগঃ ।। লঘুশেখরঃ ।।