অকরুণ অরুণ উদয় ভেল রে সখি
ঘোষ-ঘরে রাজন বাজে।
দাম-শ্রীদাম সুদাম মহাবল
ধাওত নিজ নিজ সাজে।।
সখি হে লাজ-বদনে দেই ছাই।
চল চল সভে মিলি অক্রূর-চরণে ধরি
সবিনয়ে বন্ধুরে ফিরাই।।ধ্রু।।
নন্দ মন্দ-মতি অবুধিনি যশোমতি
রিপু-পুরে তনয় সাজায়।
কোই নাহি ঐছন হিত-বচন পুন
যশোমতি শ্রবণে বুঝায়।।
দ্বিজ-কুল পাগল পঢ়ত সুমঙ্গল
ধিক্ ধিক্ সবহুঁ গেয়ানে।
চন্দ্রশেখর ভণে রোহিণি-সুত সনে
হরি আসি চঢ়ল বিমানে।।