অকলঙ্ক পূর্ণচাঁদে কামিনী মোহন ফাঁদে
বদনে মদনগর্ব্বচূর্ণ।
মৃদু মৃদু আধ ভাষা ঈষত উন্নত নাসা
দাড়িম্ব কুসুম জিনি বর্ণ।।
ঝরে নয়নারবিন্দে বাষ্পকণা মকরন্দে
তারক ভ্রমর হরষিত।
গভীর গর্জ্জন কভু কভু বলে হাহা প্রভু
আপাদমস্তক পুলকিত।।
প্রেমে না দেখয়ে বাট ক্ষণে মারে মালসাট
ক্ষণে কৃষ্ণ ক্ষণে বোলে রাধা।
নাচয়ে গৌরাঙ্গরায় সবে দেখিবার ধায়
কর্ম্মবন্ধে পড়ি গেলুঁ বাঁধা।।
পাই হেন প্রেমধন নাচয়ে বৈষ্ণবগণ
আনন্দসায়রে নাহি ওর।
দেখিয়া মেঘের মেলি চাতক করিছে কেলি
চাঁদ দেখি যৈছন চকোর।।
প্রেমে মাতোয়াল গোরা জগত করিলা ভোরা
পাইল সকল জীব আশ।
জড় অন্ধ মূকমাত্র সবে ভেল প্রেমপাত্র
বঞ্চিত সে বৃন্দাবনদাস।।