অকি মাধব আর রোস খেমা কর মোহে।
জানি কি কৈরাছি দোস তাত নাকি কয় রোস করপুটে নিবেদহোঁ তোহে।। ধু
হামো কুল বিহিনী তুআ নাম গুণি গুণি রহল জামিনী বর জাগি।
এ নব জৌবন ভার সহিমু কথেক আর সতত দহএ মন আগি।।
এ চুআ চন্দন মোহে গরল সে উগহে তুআ বিনে আন নাহি জাগে।
করিয়া জুগিনী ভেস জাইমু মথুরা দেশ পুরিবে মানস থাকে ভাগে।।
শবদ শুনিয়া হাটে ধাই আইনু জমুনা ঘাটে তাত নাহি মাধবের দেখা।
হীন মনোঅরে ভণে ভজ গুরুপদ জান ভাবিলে পাইবে থাকে লেখা।।