অতি আনা গোনা বিষম বাজনা
শুনিয়া গোপিনী যত।
হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত
তাহা না সহিব কত।।
অব কি করব পরাণে কি জীব
কি শুনি দারুণ বাণী।
যে দেখি স্বপনে সেই ফলে আসি
নিশ্চয় স্বপন মানি।।
দেয়াশী জানল গণক কহল
মিছা নহে কোন কথা।
তাহা সে দেখল মনে বিচারল
বিফল নহিল হেথা।।
কাঁদে গোপীগণ হইয়া বিষম
উপায় কহ না সখি।
কিসে বৃন্দাবনে রহে বনমালী
সে হেন কমল-আঁখি।।
প্রভাত হইলে যাবে মধুপুরে
ঘোষণা শুনিয়ে বড়ি।
গোপগণ করে দধির আটন
শকট সাজিল সারি।।
নন্দের দুয়ারে বিষম বাজনা
বাজত না-কড়ি।
চণ্ডীদাস বলে প্রভাত হইলে
যাইব গোলোক হরি।।