অধম জানিয়া বা শ্যামচান্দ সঙ্গে নেও আমারে
লাগায়া পিরিতের আনল আমারি অন্তরে।
কলঙ্গিনী করিয়া গেলায় গকুল নগরে বা শ্যামচান্দ
রইতে না পারি ঘরে ছাড়িয়া তোমারে ।।
কারে দেখি প্রাণ জুড়াব কে আছে সংসারে বা শ্যামচান্দ
কইন ছাবাল আকবর আলী মম প্রাণী জুরে।।
কি দুষে ছাড়িয়া যাও কলঙ্গিনী রাধারে বা শ্যামচান্দ।।