অনুরাগে রাধা বেথিত অন্তরে
পাইয়া বিষম জ্বালা।
ক্ষেণে কত শত উঠে অনুরথ
দেখিয়া কদম্বতলা।।
সেই সে যমুনা জল-কেলিপথ
ঘাটের মাঝারে গিয়া।
পূরব পীরিতি যেখানে করিল
দেখি পড়ে মূরছিয়া।।
যেখানে বসন হরণ করিল
রসিক নাগর কান।
তা দেখি কিশোরী সকল বিসরি
উঠিল দারুণ মান।।
যেখানে সঙ্কেত দেখিল বেকত
ধরিয়া মাধবী-ডাল।
বিষম বিরহ তাহে উপজিল
নয়নে বহয়ে ধার।।
যেখানে সঙ্গত করল নাগর
গিয়া সে কিশোরী রাই।
তা দেখি লুটত মহীর উপরে
চণ্ডীদাস গুণ গাই।।