অপরূপ মোহন শ্যাম।
কিশোর বয়স অনুপাম।।
সভাজন মাঝে বৈঠল দোন ভাই।
সকল সভাজন চীত চোরাই।।
হেরইতে অধিক অধিক পরকাশ।
চাঁদবদনে কত মধুরিম হাস।।
নয়ন যুগল নীল কমল সমান।
হেরইতে যুবতিক অখির পরাণ।।
তিলক বিরাজিত ভাঙ-বিভঙ্গ।
ফুলধনু করে লেই মুরছে অনঙ্গ।।
নিতি নিতি ঐছন করত বিলাস ।
এক মুখে কি কহিব গোবিন্দদাস।