অপরূপ রাধামাধব নেহা।
রসবতী বেশ বনাইতে রসময়
অবশ ভৈগল দেহা।।
পুনহুঁ সম্ভারি নাগরী সাজাইতে
ঘন ঘন কর করূ কম্প।
কুচযুগ পরশে অবশল তনু মন
লোরে নয়ন রহু ঝম্প।।
কত অনুবন্ধ করত নব নাগর
নাগরী কোরে বসাই।
চরণ কমলপর নূপুর পরাইতে
গলে গজমোতি খসাই।।
ভরমে ভরল তনু চমকি রহল কানু
বিনোদিনী বদন নেহারি।
যুবতি যতন করি সাজায়ল সহচরী
শেখর কহে বলিহারি।।