অভিসার লাগি বেশ বনায়ত
সখিগণ আনন্দ পাই।
কোই চিরুণি ধরি চিকুর চিত্র করি
সিন্দুর-তিলক বনাই।।
দেখ দেখ ভুবন মনোহর রাই।
ও মুখ-ছান্দে চান্দ মলিন তনু
থির হই নিরখই তাই।।ধ্রু।।
কোই কিছু আভরণ অঙ্গে চঢ়ায়ত
চতুঃসম গাত লগাত।
সকলক শ্যাম সুখক লিয়ে অন্তর
অনুভবি বরণি না যাত।।
যাবকরাগ চরণযুগ রঞ্জন
নায়ক রঞ্জন-কারি।
ভণ রাধামোহন দুলহ সো সেবন
ভাগি কি ঘটব হমারি।।